নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

রঙধনু প্রেম

১২ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪৫



কণ্ঠে তোমার নীলাভ পদ্মমালা
কপালের টিপে কাচপোকা নীল রঙ;
মুক্তাখচিত কাঁচুলিতে ঢাকো বালা
নারী জনমের মহামূল্যের ধন।
ভূমিহীন চাষী হাসি মুখে এসে বলে-
মহারানী! দান করো জমি, দয়া করে;
ধূসর আকাশ ভরেছে মেঘের জলে,
অনুমতি পেলে এখনি যাবে যে ঝরে।

ভালোবাসা মানে জীবনের পাগলামী,
সব কিছু ছেড়ে আরেক পৃথিবী গড়া;
যেথানে কখনো হয় না দিবস-যামী,
মানুষ জীবনে মরনের আগে মরা।
মেঘের বুকেতে ঝুঁকে থাকা নীল প্রেম,
রামধনু রঙে তোমাকেই সাজালেম।

০৯/০৭/২০২০
মিরপুর, ঢাকা

ছবি- নেট

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

সেলিম তাহের বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা।

১২ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

২| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ঝামেলা বিহীন কবিতা।

১২ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৩| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:



মানুষের জীবনের সবচেয়ে বড় গল্প হলো প্রেমের কাহিনী, এই কাহিনীটাই মানুষের মনে থাকে আজীবন।

১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই। শুভ কামনা।

৪| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন

১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২২

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.