নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

এক আকাশের তারা

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩২


আজ ১৮ অক্টোবর। কিংবদন্তি লিড গিটারিস্ট, গীতিকার,
সুরকার, প্লেব্যাক শিল্পী ও গায়ক আইয়ুব বাচ্চুর মৃত্যুদিবস।
তাঁকে স্মরণ করে আমার এই লেখা।
--------------------------------------------------
এক আকাশের তারা গোনার ইচ্ছায়
নীরবে এক সকালে চলে গেলে তুমি।
এই মৃত্যুর শহরে এসেছিলে বুঝি
কবিতার সুখ দিতে গীটারের সুরে?
'কষ্ট পেতে ভালোবাসি'- এই কথা বলে
অসীম আকাশে কষ্টের প্রদীপ জ্বেলে;
সেই যাদুর গীটার বাজাতে বাজাতে
চলে গেলে দূর দেশে, অনন্ত জগতে।

মোহময় সুরে সুরে অচেনা কষ্টকে
দীপ্ত তারুণ্যের প্রাণে অপার মুর্চ্ছনা
সৃষ্টি করে গেলে তুমি- হে আইয়ুব বাচ্চু!
বিগলিত আদ্রকণ্ঠে 'এলআরবি'র সঙ্গে
আর কি উঠবে না বেজে রূপালী গীটারে
প্রাণকাড়া সুরের লহরী শহরে-বন্দরে!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


গিটারে খুবই ভালো ছিলেন।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, চাঁদগাজী ভাই। শুভ কামনা সব সময়।

২| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: নন্দিত উপস্থাপন

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫২

কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা নেওয়াজ আলি ভাই। ভালো থাকুন।

৩| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫২

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ভালোবাসা প্রিয রাজীব নুর। সুস্থ ও সুন্দর থাকুন।

৪| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা শিল্পীর জন্য।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় শায়মা। শুভ কামনা।

৫| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাবো দূরে। সত্যি আইয়ুব বাচ্চু আর আমাদের মধ্যে নেই। ঢাকা কলেজে প্রথমবারের মতো তার কনসার্ট দেখা। কতো প্রাণবন্ত। আসলে সবাই মরে যায়।

২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.