নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
এখন আকাশে সাদা মেঘ নেই, সমীরণে নেই গন্ধ,
জীবনের কাছে দেনা-পাওনা যত সবকিছু আজ বন্ধ।
এরই মাঝে বুঝি কবিতার ভাষা মুকুলিত হয়ে উঠছে,
কাব্যের স্রোতে কাশবন যেন খেলছে নাচায়ে পুচ্ছে।
শব্দের সাথে সংঘাত ঘটে বিষাদের বিভ্রান্তি,
ছটফট করে মুনিয়ার মতো, ক্রমে ক্রমে বাড়ে ক্লান্তি।
বুকের অতলে পড়ে থাকে শুধু এক ঝাঁক নোনা কষ্ট,
আহাজারি উঠে মনের গভীরে, দূরে শোনা যায় পষ্ট।
নষ্ট মনের মানুষেরা আজ বিচরণ করে দম্ভে,
তাদের দর্প, মিছে অহমিকা জানি না কখন কমবে।
সাধারণ জনে ভয়ে থাকে শুধু, ঈশ্বরে খোঁজে শান্তি,
ছলাকলাহীন সরল; তবুও, ঘুচে না তাদের ভ্রান্তি।
আমাদের ছিলো গোলাভরা ধান, ছিলো না হৃদয় শূন্য,
ধরণীর মাঝে নিত্য খুঁজেছি মানুষ সেবাতে পূণ্য।
অথচ, এখন ছুটছি শুধুই প্রাপ্তির হীন লক্ষ্যে,
কলুষিত মন কর্ম করে না দুঃখীজনের পক্ষে।
এমনি করেই যদি থাকে পড়ে মানুষেরা মোহ-গর্তে,
সুন্দর পৃথিবীর মানুষেরা টিকবে রে কোন্ শর্তে?
শহরের বাবু! গ্রামের মোড়ল! হইও না আর অন্ধ,
আগামীর তরে মিলেমিশে করো শোষণের ধারা বন্ধ।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০০
কবীর হুমায়ূন বলেছেন: তা-ই?
তবে, গালগল্পগুলো কিন্ত বেশ প্রচলিত। তখন মানুষের চাহিদা কম ছিলো, অভাবও কম ছিলো। এখন চাহিদার দাপটে আমাদের অভাব বেড়ে গেছে এবং সাথে সাথে অশান্তি বেড়ে গেছে। শুভ কামনা প্রিয়। সুস্থ থাকুন।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট করার বাসনা সংবরণ করতে না পেরে লগিন করলাম। ব্লগে এত ভালো কবিতা খুব কম পড়েছি। অসাধাণ বললেও কম বলা হবে।
'গোলাভরা ধানের' কথা মনে হলেই আমাদের ছোট্ট গোলাটার কথা মনে পড়ে, ছোটোবেলায় যেটার ভেতরে ঢুকে আমি লুকোতাম, খুব মজা পেতাম। আমাদের গোলাটা এমন ছিল, পুরোটা ভরে গেলে সেখানে একবছরের ধান হতো। কোনো বছর গোলা না ভরলে সে বছর আমারও ছোট্ট মনটা একটু খারাপ হতো।
'ছিল না হৃদয় শূন্য' - খুব সুন্দর কথা।
অনেক উদ্ধৃতি দেয়ার ছিল, টাইপ করার কষ্টে দিতে পারলাম না। মূল বক্তব্য খুব ভালো লেগেছে।
অনেক অনেক শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০৩
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ। আপনার কাছে এ লেখা ভালো লেগেছে শুনে আপ্লুত হলাম। শুভ কামনা এবং ভালোবাসা।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯
রামিসা রোজা বলেছেন:
আগের দিনে মানুষের আন্তরিকতার অভাব ছিল না কিন্তু
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে অনেক কিছুই বিলীন হয়ে
গেছে । আসলে কিছু আক্ষেপ থেকেই যায় ।
ভালো লেগেছে আপনার কবিতা ।
০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ রামিসা রোজা দিদিভাই।শুভ কামনা সব সময়।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পাঠ করলাম।
০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা সব সময়।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাদের গোলাভরা ধান ছিলো না, এগুলো গালগল্প; জমিদারেরা চাষ করতো না, ওদেরগোলা ভরা ধান ছিলো।