নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পিঁয়াজ-লঙ্কা হ\'তে যদি

১০ ই জুন, ২০২২ রাত ১:১৪

পিঁয়াজ-লঙ্কা হ'তে যদি পান্তাভাতে তোমায় খেতাম,
আলুর ভর্তা, বাসি ডালে খুব মমতায় মেখে নিতাম।
তুমি এখন বিরিয়ানী, জানি আমি পাবো না আর,
পাঁচতারার ঐ হোটেল-মালিক বলে আমায় বদ-দুরাচার।
ভালোবেসে মনের দেশে প্রতিদিনই রোপন করি,
তোমার সুধার চারা লাগাই আমার হৃদয় জমিন ভরি'।
দিনদুপুরে গামছা পেতে গাছতলাতে ঘুমাইতাম,
তোমার ছোঁয়ায় জেগে উঠে আবার বুকে জড়াইতাম।
তোমার রূপের চাঁদ উঠেছে আকাশ ঝলমল করে,
দেখে সবাই রূপের জ্যোতি আমি রহি ভাঙা ঘরে।
এখনও যে তোমার সুবাস মাতম তোলে আমার দেশে,
নিঃস্ব হলাম বিশ্ব মাঝে, হে প্রিয়তি ভালোবেসে।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ রাত ২:০৫

যরীন অদিতি বলেছেন: “তুমি এখন বিরিযানী, জানি আমি পাবো না আর..” সাবলীল ভাষায় বাস্তবতার সুন্দর প্রকাশ

২৮ শে জুন, ২০২২ রাত ১:৫৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিযজন। শুভ কামনা নিরন্তর।

২| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

২৮ শে জুন, ২০২২ রাত ১:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি রাজীব নুর। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.