নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কালের প্রবাহে রঙিন জীবন একদিন যাবে ভেসে;
ভাসাবে তোমার যৌবনকাল। অসুখ ও জরা এসে
জানাবে তোমায় অভিনন্দন; ভালো লাগবে না আর।
মনে হবে, তবে কি ভ্রান্তি ছিলো? মিথ্যে এ সংসার।
সময়ের দাম যে জন দিয়েছে দীপ্র-মানব কালে,
কাঙ্খিত সব ধন-সম্পদ সে পেয়েছে মণিজালে।
সকল তুচ্ছ অবহেলা করে মোক্ষপথের পানে
ধীরলয়ে চলো সততার সাথে জীবনের আহ্বানে।
ধরণীর বুকে সেরা সম্পদ মানুষের সু-চরিত্র
কথা ও কর্মে স্বচ্ছতা রেখে থাকে যদি সে পবিত্র।
পবিত্রজন এমনি রতন মানুষের প্রিয়জন,
সদ্ভাবে থেকে সকলের সাথে, সেতো সদাচারী হন।
মানুষ সাধনা যে জন করেছে ঈশ্বরজ্ঞানে ভবে,
সে জন লভেছে মানুষের প্রেম জীবনের উৎসবে।
০৭/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।
২| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
৪| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৬
শাওন আহমাদ বলেছেন: ভালো লেখেছেন ভাইয়া।
৫| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫১
অধীতি বলেছেন: মানুষের সেরা সম্পদ সু-চরিত্র কথাটা ঠিক আবার বেঠিকও বটে।
৬| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়জন। শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: মানুষ সাধনা করলে কি না হয় জীবন মানেই সাধনার রুপধন
অনেক ভাল থাকবেন-------কবি দা