নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
ইতিহাস মুছে ফেলা যাদের সহজ কাজ; তারা
আজ প্রবল প্রতাপী, ধরণীর মানুষের কাছে।
এদিকে এগিয়ে আছে, দাস বাণিজ্যের দুর্বৃত্তরা;
যারা ছিলো গণহত্যা আর সভ্যতা ধ্বংসের হোতা।
জবরদস্তির লুণ্ঠক! অস্বস্তিকর পাষণ্ড! তুমি
ধুয়ে মুছে কালো হাত, নৃশংস রক্তের দাগ; আজ
সাধু হতে চাও, আর মানবতার বুলি শোনাও!
দূর আফ্রিকার যতো কালো মানুষের ভয়ঙ্কর
দাসপ্রথার জীবন-যাপন হয়েছে পৃথিবীতে;
কারা করেছে ওসব? মনে পড়ে কি তোমার? আজ
মানবতার ফেরিওয়ালা সাজো; লজ্জা কি করে না?
কতো শত মানুষের স্বাধীন বসতি ধ্বংস করে,
মানুষকে হত্যা করে, সাজিয়েছো তোমার প্রাসাদ!
হিসাব করেছো তুমি? আজো শোনা যায় ওই সব
নিপীড়িত কালো মানুষের করুণ ক্রন্দন ধ্বণি;
আটলান্টিকের পাড়ে, চার্লস্টন সমুদ্র বন্দরে।
ধুয়ে-মুছে ফেলে দিতে চাও সে-ই সত্য ইতিহাস
এবং রক্তাক্ত আর ভয়ংকর অতীতের কথা;
এশিয়ার, আফ্রিকার শান্ত অঞ্চলের নির্মমতা।
যতো খুঁড়ি কলোরাডো নদীর পাড়ের মাটি; ততো
বেসুমার মানুষের হাড়গোড় বের হয়ে আসে।
কান পেতে শুনি আজ, মানুষের সুতীক্ষ্ণ চিৎকার-
'আমাকে বাঁচতে দাও, আমিও ঈশ্বরের সন্তান'।
আজ কথা কও মানবতার, কী অদ্ভুত আখ্যান!
০৯/০৭/২০২৩
মিরপুর ঢাকা।
১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। থাকো কবিতার সাথে। শুভ কামনা।
২| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে কবিতা।
ভালো থাকুন নিরন্তর।
১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা সব সময়।
৩| ১১ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কবিতাটি একটি ক্ষোভের বহিপ্রকাশ। মনোমুগ্ধকরা হয় কিভাবে? ভালোবাসা এবং শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ইতিহাস থাকবে ইতিহাস মুছে যাবে
এটাই মানুষের ধর্মশালার উদাশি গন্ধ কবি দা
ভাল থাকবেন----------------