নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
তুমিই আমার ধ্যানের সাকি
পান করালে ঈমানদারী,
মর্ত্যলোকে শর্তবিহীন
ছিলাম আমি ব্যাভিচারী।
আগুনজ্বলা রৌশনীতে
পুষ্প সাজাও ফুলদানিতে;
তোমার পরশ শান্ত করে
হাজার বেভুল-অত্যাচারী।
আমার মনের আয়নাতে আজ
ভাসে তোমার চিত্রখানি,
ভয় করেগো ছুটে যেতে
তোমার পানে, হে লাবনী!
আঁখির জলে ভাসি সদা,
কমলমুখী প্রিয়ংবদা;
তোমার চরণ পরশ পেতে
ধেয়ানে থাকি সারাক্ষণই।
১১/০৩/২০২৪
ঢাকা।
২| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩০
মিথমেকার বলেছেন: প্রথম স্তবক বেশি ভালো লেগেছে কবিতার।
৪| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২১
এম ডি মুসা বলেছেন: হুমায়ূন সাহেব সামুতে বহুদিন পর উঁকিঝুঁকি মারে।
৫| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৩
এম ডি মুসা বলেছেন: বাংলা কবিতার এইবার কয়টা বই বের করছেন আপনার? আমি একটা লেখা দিয়েছি আপনি কোন পত্রিকার , আমার লেখাটা কি বিবেচনা হয়েছে? আমি বাংলা কবিতার সময় কম দেই। একটু বর্তমানে।
৬| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর!