![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
প্রিয়তির লাল পেড়ে মিহিদানা শুভ্র শাড়ি পরে
এলো শরতের কারুকাজ; সমস্ত আকাশ জুড়ে
মেঘেদের ছুটোছুটি, পালের সাম্পানে উড়ে চলে
নিরুদ্দেশের অঙ্গনে, বহুদূর পথে যায় উড়ে।
হিমেল পরশে শরৎ এসেছে হাওয়ায় উঠেছে দোল,
সিক্ত মাটিতে সাদা কাশফুল করে যায় কলরোল।
স্নিগ্ধ রূপের শেফালি-মালতি হাতছানি দিয়ে ডাকে,
ছুটি পাওয়া মেঘ উড়ে যায় দূরে নীল আকাশের ফাঁকে।
স্নিগ্ধকোমল শরৎ এলো বর্ষাকালের শেষে,
স্বতন্ত্র এক রূপের ছটায় সাদাফুলে হেসে।
ষড়ঋতুর বাংলাদেশে শরৎকালের শোভা,
কাশফুল, নীল আকাশ মিলে দারুণ মনলোভা।
চরের চৌদলে নেচে উঠে কাশের ললিত কন্যা
আকাশ ছুঁয়ে দেবার দুরন্ত আকাঙ্খা নিয়ে প্রাণে;
বারবার দুলে ওঠে জলসিক্ত বাতাসের তোড়ে
অনিন্দ্য সুন্দর এক মোহনীয় রূপসী-লাবণ্যে।
শান্ত-কোমল শাপলার হাসি স্নিগ্ধতার আবেশে
ছড়িয়ে পড়েছে সারা বিল জুড়ে শারদীয় পরিবেশে।
শিশির-ভেজানো ঘাসের ডগায় সূর্য কিরণ পড়ে
স্বস্তিদায়ক মুক্তোর যেনো ঝিকচিকমিক করে।
অশ্রুসজল বর্ষা-মেয়ে বিদায় নেওয়ার পরে,
শরৎকালের সূর্যকণা মিষ্টি আলোয় ঝরে।
শস্যে শ্যামল উদ্ভাসিত, সাদা মেঘের ভেলা,
ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ার লুকোচুরির খেলা।
প্রকৃতিতে নেমে আসে আনন্দ-লহরী; চিরদুঃখী
বেহুলার অদম্য বাসনা জাগে, কালিন্দীর জলে
অয়োময় লখিন্দরের বাসর; তবুও দংশন
করে সুতানলী সাপ, মনসার অভিশাপ ফলে।
সোনালী ধানের শীষ নুয়ে পড়ে পোয়াতি নারীর মতো,
কৃষাণীর চোখে ঝলকিয়া ওঠে আনন্দ অবিরত।
প্রজাপতি ওড়ে ফড়িঙের সাথে বর্ণালী পাখা মেলি'
প্রকৃতির কোলে উৎসব নামে দুঃখ-বেদনা ভুলি'।
পল্লবিত বৃক্ষতলায় রূপ প্রকৃতির ছায়া,
পাখপাখালির কলরবে মিষ্টি মধুর মায়া।
শিউলি ফুলের মদির সুবাস মন উচাটন করে,
হলুদ-সাদা ছড়িয়ে থাকে সারা উঠোন জুড়ে।
স্বপ্নবিলাসী কবিতা যেন কাশফুল, গান গেয়ে
যায় আসন্ন বিদায়ে অনুপম স্মৃতিকথা চিড়ে,
শেফালিকে বলে- এ বিদায় শেষ বিদায় নয়তো,
আবার আসিবো ফিরে মোলায়েম শিশিরের ভীড়ে।
বাংলাদেশের শরৎ যেন গো অনন্য এক রূপ,
যতো দেখি তারে কবিদের মতো হয়ে যাই নিশ্চুপ।
লাবণ্যতার মাধুরী ছড়িয়ে শরতের আগমন,
মুগ্ধ নয়নে বিমোহিত হই, মন হয় উচাটন।
চোখ জুড়ানো দৃশ্য জাগে প্রকৃতির কোল জুড়ে,
মাঝি ভায়া গান গেয়ে যায় ভাটিয়ালি সুরে।
শরৎকালের ছবি যেন রঙ-তুলিতে আঁকা,
প্রাণ জুড়ানো শরৎ ঋতু সৌন্দর্যে মাখা।
০৪/০৯/২০২৫
ঢাকা।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: একটি শরৎ বন্দনা হুদয় কেড়েছে।
আপনি সুলেখক তা আমি জানি।
আশাকরি ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।