![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
এরাই আবার করবে যুদ্ধাপরাধীদের বিচার ????
বড় হাসি পায়, আবার কষ্ট লাগে এই বলে স্বাধীনতার ৪২বছরেও পারিনি ৭১'র রাজাকারদের বিচার করতে।
আজ জানি না, কবে পারব ঐ সব হিংস্র নর পশুদের বিচার করতে।
শুধু সে পথ দেখেই আছি, তাছাড়া আজ নেই আমার কোন গতি,
গতি যে দিন আসবে সে দিন এই বিশ্বকে করেই দেখাব সকল রাজাকার,দুর্নীতিবাজদের বিচার কেউ আমার হাত থেকে ক্ষমা পাবে না, অপরাধী কে না পেলেও প্রয়োজনে তার নিকট আত্মীয় যারা তার সহায়-সম্পত্তির ভাগ নিয়েছে তাদের একদিনের জন্য হলেও জেলে ঢুকাব।
সূত্রঃhttp://eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2013-02-05
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
মো কবির বলেছেন:
হুম, ভাই আমি সম্পূর্ণ রূপে একমত।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: দুর্নীতি বাজ দেশ ও জাতীর শত্রু
রাজাকার হ্যাঁগো মিত্রু
উভয়েরে দেশ থেকে তাড়িয়ে
স্বাধীনতা আনতে হবে ছিনিয়ে ।