![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
কর্মের ভুলে,ভাগ্যের দোহায় দিয়ে
কত কাল আর থাকা যায় ?
অযৈাক্তিকভাবে ভাগ্যকে না করে দোষারোপ;
সেই ভুল থেকে কিছু শিখে; জীবনকে আবার
নতুন করে গড়াটাই বেশ সহজ।
যত বড় ব্যর্থতাই আসুক না জীবনে,
গড়ুক না সে পাহাড় সমান কষ্ট;
তবু কি জীবন থাকবে থেমে?
কষ্টের ভারে আর বেদনার ঝড়ে যদি
হ্রদয় হয়ে যায় ক্ষত-বিক্ষত ,
তবু কি সেই জীবন থাকবে থেমে?
জীবন মানেই ব্যর্থতা, জীবন মানেই কষ্ট
এই ব্যর্থতা আর কষ্টই শেখায় জীবনকে
জীবনের মানে।
পাহাড় সমান করো না আশা
করো না কাউকে সহজে বিশ্বাস,
ধীরে ধীরে সৎ সাহসে
করে যাও চেষ্টা,
তবে তুমি হতেই পারো না
কখনও ব্যর্থ; যদি তুমি
সৎ ভাবে সৎ কাজের করে থাকে প্রচেষ্টা।
©somewhere in net ltd.