![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
আপনি যদি নাস্তিক হন তবে আপনি আপনার জায়গায় থাকেন। আপনি নাস্তিক, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারো কোন সমস্যা নেই,কিন্তু সেটা প্রচার করতে কে বলল?? প্রচার করেন তাও কোন সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মের নামে কুৎসা রটাতে পারেন না। কেউ তো জোর করে আপনাকে জিজ্ঞেস করেনি, আপনি কি নাস্তিক।
আসল কথা হলঃ
পৃথিবীতে সবাই চায় বিখ্যাত হতে। কেউ সেটা হয় সৎ পথে আর কেউ হয় অসৎ পথে আর কেউ কোন ভাবেই পারে না। তখন এরা বিখ্যাত হওয়ার জন্য হয় নাস্তিক। যেন সবাই ওদের দেখে চোখ বড় বড় করে তাকায়। ওদের দিকে সবার নজরটা যেন অন্য রকম হয়। আজ ওরা নাস্তিক বলেই পত্রিকায় ওদের নাম এসেছে, তাই নিশ্চয় এই গর্বে ওরা গর্ভিত।
যদি আপনি এই কথা না মানেন,তবে বলেন নাস্তিকরা কেন স্বেচ্ছায় বলে যাচ্ছে আমি নাস্তিক, কেন ওরা অন্য ধর্মের নামে কুৎসা রটাচ্ছে ?? পৃথিবীতে বিখ্যাত হওয়ার সহজ উপায় মনে হয় নাস্তিক হওয়া, কোন কষ্ট নেই কিছু নেই, টাকা খরচ নেই।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
মো কবির বলেছেন: একটু একটু মন চায় তয়
দাত দেখান কেন ?
দাতে কি পোকা হইছে নাকি ?
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
আয়না বাবা০০৭ বলেছেন: আপনি যদি আস্তিক হন তবে আপনি আপনার জায়গায় থাকেন। আপনি আস্তিক, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারো কোন সমস্যা নেই,কিন্তু সেটা প্রচার করতে কে বলল?? প্রচার করেন তাও কোন সমস্যা নেই। কিন্তু অন্য ধর্মের বা বিশ্বাসের নামে কুৎসা রটাতে পারেন না।
(ওয়াজ মহফিল দ্রষ্টব্য)
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
মো কবির বলেছেন: @আয়না বাবা০০৭ , মানে কি ?
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
পোসেইডন বলেছেন: ওয়েল সেইড ভচ
বিক্ষ্যাত হইবার মন চায়