![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
যতদিন পর্যন্ত এই দেশে আইনের সুশাসন নিশ্চিত না হবে ততদিন এই দেশে শুধুমাত্র গরীব, অসহায়, দিন মুজুর নয়, সব সমাজের সকল ধনীকেও এভাবে অসহায়ভাবে মরতে হবে।
আজকে যখন রানা প্লাজায় এত বড় একটা মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, হাজার হাজার মানুষের হতাহতের ঘটনার তৈরি হল, শত শত মানুষ মারা গেল
তখন রাজউক বলছে, এই বিল্ডিংটি যথাযথ আইন মেনে যথাযথ ভাবে করা হয় নি। সেই রাজউকের কাছে আমার দুইটি প্রশ্নঃ
১.যেহেতু এই বিল্ডিংটা যথাযথ ভাবে গড়া হয় নি, তাহলে সেটা আজকে কেন বলা হচ্ছে ,আগে কেন বলা হল না ?
২. যেহেতু যথাযথ আইন মেনে যথাযথভাবে করা হয় নি, তাহলে তার বিরুদ্ধে আগে কেন আইনী ব্যবস্থা নেয়া হয় নি ?
৩.তবে আজ আপনারা যতই ব্যখ্যা বিশ্লেষণ দেন না কেন, পারবেন কি এই অসহায় মানুষগুলোর জীবন ফিরিয়ে দিতে?
আমি সেটাও আপনাদের কাছে চাইছি না। চাইছি পরবর্তীতে যেন এমন ঘটনা না হয় তার নিশ্চয়তা। হয়তো এই অবস্থায় আপনারা বলবেন, পরবর্তীতে যেন এমন অবস্থা না হয় তার প্রতি সজাগ থাকব। ইতিপূর্বেও এমন ঘটনা অনেক বার ঘটেছে, এখনও ঘটেছে তাহলে বলা যায় ভবিষ্যত্বেও ঘটবে। সরকারও বরাবর বলে আসছে, পরবর্তীতে যেন এমন অবস্থার সৃষ্টি না হয়, তারপ্রতি আমরা সজাগ থাকব এবং কঠোর হব।
তাই আপনাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে,
১.আপনাদের এই সজাগ থাকা কবে শেষ হবে ?
২. আপনারা কি নিজ যোগ্যতায়, নিজ জ্ঞানে এই সব পদ গুলোতে চাকুরি পান নি ??
৩.যদি নিজ যোগ্যতায় চাকুরি পেয়ে থাকেন তবে বার বার এমন ভুল হয় কিভাবে ?
যদি আজকে হাসিনা-খালেদার বাড়ীর এমন অবস্থা হতো তখন কি বলতেন, আর তখন আপনি কি এতক্ষণ জীবিত থাকতেন ।
সেই শুরু থেকেই আপনাদের কাজে অযোগ্যতা, অপারদর্শিতার জন্য এমন কলঙ্ক জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বারবার। একবার ভেবে দেখুন, আপনার এবং যে মানুষ গুলো এভাবে বারবার মারা যাচ্ছে, এদের মধ্যে কোন পার্থক্য আছে কি না ?--
আপনার রক্ত লালা তাদেরও লাল, ব্যথা পেলে আপনি যেমন কষ্ট পান ওরা পায়।
এবার বলুন এখানে কোন পার্থক্য আছে কি না? আপনিওতো ওদের মতো হতে পারতেন । শুধু হতে পারতেন না, এখনো হতে পারেন। তাই সময় থাকতে আজই নিজেকে সংশোধন করে একজন সচেতন মানুষ হিসেবে নিজে তৈরি করুন। অন্যের চামচামি করে, নিজ কর্তব্য ভুলে চাকুরি করে পশুর মতো বেঁচে থাকার কোন মানে হয় না।
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০
মো কবির বলেছেন: ভাই পরিবেশ বন্ধু, আপনি তো সবার বন্ধু তাই সবার জন্য কিছু করুন, এই অভাগা মানুষ গুলোকে এই হাসিনা-খালেদার পরোক্ষ অত্যাচারের হাত থেকে বাঁচান।
খুব কষ্ট লাগে, ইচ্ছে হয় এই দুই ডারে বড় অভিশাপ দেই যেন কানা হয়ে যায়, আর আমারা যেন এই আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি। সকল অপরাধীদের যেন সাজা দিতে পারি। বার বার এই অবস্থার করতে চাই না অবলোকন।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমাদের মানবাধিকার সংঘটন ইতিমধ্য আহতদের জন্য
রক্তদান কর্মসূচী সহ বিভিন্ন সেবামুলক সহযোগিতায় অংশ নিয়েছে
আল্লাহ রহমত এবং ধরয্য দিন
মুখে ভাষাও আজ যেন স্তব্দ
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
মো কবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন, তাই শুধু কামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশে ১৪০০ গারমেন্স এর মধ্য চালু প্রায় ৭০০ এর মত
শ্রমিক সংখ্যা হবে প্রায় ৪৫ লাখের মত ।
সব কটা খারখানাতেই এমন জেল খানার মত অবস্থা ।
যখন কাজ করে তখন মেইন গেইট শেখল পরানো থাকে , যদি
কোন দুর্ঘটনা ঘটে বা আগুন লাগে তড়িৎ গতিতে উদ্ধার পাওয়ার
কোন ব্যবস্থাই এসব খারকানায় থাকেনা ।
যার ফলে এক সময় দম বন্ধ হয়ে মরে এভাবে ।
অবশ্যই মানবিক দৃষ্টি খারকানা মালিকদের এবং জনপ্রশাসন সহ
সংশ্লিষ্ট ব্যবসায়িদের উপর এর দায় চাপবে ।
গোপন সুত্রে প্রকাশ এমন কিছু জঙ্গি সংঘটন বিশ্বে সক্রিয় যে
এরা দেয়াল বোমা স্থাপনের মাধ্যমে রিমোট এর সাহায্য এমন
ন্যক্কার জনক গটনার জন্ম দিতে পারে ।
তথ্য সুত্র অইলাইন অফ্লাইন এক্ট ।