![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
Yusuf State কিছুদিন আগে মুসলিম হয়েছেন, ইতোমধ্যেই তিনি ইসলামের জন্য কাজ করা শুরু করেছেন। অনেক অমুসলিমকে তিনি আমেরিকার রাস্তায় মুসলিম করেছেন। করেচলেছেন। এতো অল্প দিনেই তিনি ইসলামের স্বাদ পেয়েগেছেন, অতচ আমাদের ১৪ গুস্টি মুসলিম আমরা আজও ইসলামের স্বাদ পাই নি এর প্রামান যে আমরা আজকে দাওয়ার কাজ করছি না, নামায পড়ছি না, জাকাত দিচ্ছি না, রোযা রাখছি না। অমসুলিমদেরদের চেয়েও আজকে আমাদের চাল-চলন, আচার আচরণ খারাপ। গান-বাজনা, মোবাইলে মেয়েদের সাথে কথা বলতে দিন রাত আজ আমরা ব্যস্ত আর ব্যস্ত। আবার দাবী করছি আমরা মুসলিম।
আফসুস !! বাপ তাহাজ্জুত পড়ে আর তার স্ত্রী,মেয়ে রাস্তায় বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়।
তিনি তাহাজ্জুত পড়েন কিন্তু ঘুস ঠিকই খান, তিনি রোযা রাখছেন কিন্তু ইফতারিতে হাজার পদ দিয়ে ইফতারি করেন। রমজানে আমাদের ইমানী শক্তি বাড়ার কথা, কই তিনি তো রমজানের আগে যা ছিলেন এখনো তাই আছেন। তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে হয়তো তিনি সুদ, ঘুস এই সবের সহিত জড়িত তাই তার রোযা, নামায হচ্ছে না, তাই তিনি রমজানের আগে যা ছিলেন এখনো তাই আছেন।
সবাই একটু চিন্তা করুন, আপনি ঠিক আছেন তো ???????
American Girl Becomes Muslim Emotional video
২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমে যারা মুসলামান হচ্ছে, তাদের ভেতরে এজেন্টও আছে।
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮
মো কবির বলেছেন: হুম, থাকতেও পারে । তাই বলে সেটা কিন্তু খারাপ নয় কারন, অনেকে এমনি ভাবে মুসলিমদের সাথে থাকতে থাকতে এরা ইসলামের সত্যটা বুঝতে পারে, তারপর এরাই হয় সবচেয়ে বিশ্বস্ত।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৪
মো কবির বলেছেন: আসসালামু আলাইকুম, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। বইটি সময় নিয়ে একদিন পড়ে দেখব ইনশাল্লাহ।
ভাল থাকুন।