![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।
ভেবেছিলাম, বলবো তোমায় মনের কথা সময় করে,
যে কথা, বাজে দিবারাত্রি, হৃদয়ে চুপিসারে!
যে কারণে নীল আকাশে ভাসে রঙিন মেঘের ভেলা,
যেদিকে তাকাই, শুধু রংধনুর সাতটি রঙের খেলা!
‘এই হৃদয়ের কতটা জুরে আছো’, তুমি জানো না;
এ হৃদয় খুঁড়ে দেখতে পেলে, অন্যকে আর চাইতে না!
‘তোমারও হৃদয় দুলে আর কাহারও তরে’ এই জেনে
ঈর্ষায় জ্বলে পুড়ি বারে বারে, ‘কিভাবে নেই মেনে?’
কি জানি সে জানে কিনা যে ‘সে কতটা ভাগ্যবান’!
দূর্ভাগা আমি, দূরের পথিক, দূরেই রই; ওগো, জান!
হারানোর ভয়ে স্বীকার করিনা, ‘কত ভালবাসি!’
অস্থিরতার সময় স্রোতে আমি একাই ডুবি-ভাসি!
যতই ভাবি, ‘না, আর কাছে যাবো না, দূরেই পড়ে রই’,
দূরে থাকা হয়না, কেমন করে যেন ফের চলে যাই!
পৃথিবীর বুকে লিখে দিতে চাই, ‘তুমি শুধু আমার’;
তোমার হৃদয়ে যে ছবি ভাসে, “সে আর কেউ নয়, ‘আমার’!”
০৬০১২০১৩...
(ষোল মাত্রাবিশিষ্ট ‘মাত্রাবৃত্ত’ ছন্দের একটি ক্ষুদ্র প্রয়াস)
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
ইষ্টিকুটুম বলেছেন: ছন্দ বিষয়ে বিস্তারিত জানি না। বুঝিও কম। তবুও নিজে যা চেষ্টা করেছিলাম, তার উল্লেখ করেছি। যাতে করে, আলোচনায় আরো বেশি ধারণা হয়। শিক্ষা লাভ হয়।
ছন্দ-বিষয়ে শিক্ষকের ভূমিকা নিতে পারলে, সময় দিয়ে ধন্য করবেন আশা করি।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
কবীর হুমায়ূন বলেছেন: মাত্রাবৃত্তের ছন্দে কবিতাখানি আবৃত্তি করতে পারলাম না। তবে কবিতা মন্দ হয় নি। একদিন সুন্দর কবিতা কলমের মাথায় আসবেই এই প্রত্যাশায় সুভাশিষ রইল। ভাল থাকুন সব সময়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
ইষ্টিকুটুম বলেছেন: কি জানি! মাত্রাবৃত্তের যে ধারণা আমি পেয়েছিলাম, তাতে ১৬ লাইনে এরকম কিছু বানাতে পেরেই আমি ভীষণ এক্সাইটিড!! যাই হোক, আমি তো কবিতা খুব কম লিখি; লিখতে লিখতেই ত্রুটি বিচ্যুতি কেটে যাবে কি বলেন?
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো আপনার প্রয়াশ। শুভকামনা সব সময়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ, সায়েম মুন ভাই।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, মাপ করেন। ছন্দ, মাত্রায় আমি নিজেই কনফিউজড হয়ে যাই। তাই এদের এড়িয়ে চলি। আবদুল মান্নান সৈয়দ-এর ছন্দ বিষয়ক একটা বই আছে, সেটা দেখতে পারেন। আশাকরি বইটা আপনার কাজে দেবে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
পঞ্চপাণ্ডব বলেছেন: আবার ভালোবাসার কথা! একদম ফাটাইয়া ফালামু
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
শিহাবুর রহমান বলেছেন: ভালোই লাগলো
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
ইষ্টিকুটুম বলেছেন: তোরও এখানে একাউন্ট আছে?
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
অপ্রচলিত বলেছেন: অসম্ভব ভালো লাগলো। দুর্ভাগ্যজনকভাবে আমার জীবনের সাথে একদম মিলে গেছে যদিও
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগলো+
ষোল মাত্রাবিশিষ্ট ‘মাত্রাবৃত্ত’ ছন্দের একটি ক্ষুদ্র প্রয়াস বলেই তো ঝামেলা বাধিয়ে দিসেন! সব পংক্তি ষোল মাত্রায় হয় নাই।