| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইষ্টিকুটুম
আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।
![]()
অপেক্ষা বাঁচুক!
আর বোলো না এমন করে,
অপেক্ষায় থাকা, অপেক্ষার গান, অপেক্ষার জীবন খেড়ো খাতা
তোমার-আমার মিলন বিরহ যা'ই সাজাও না!
দূর হয়েও কাছে, কাছে থেকেও দূর
অপেক্ষা পোড়ায়, চেনায় সোনা রূপা পিতল;
অপেক্ষায় বাঁধি মন, অপেক্ষায় রই বেঁচে
কথা না হয় স্মৃতি, না হয় দেহ
হারিয়েও হারায় না অতলে;
ফিরে ফিরে চায়, পায় বারে বার।
গভীর আবেগের মূল্য সময়ে সময়ে
অভদ্রতা দিয়েই বুঝিয়ে দিতে হয়,
নইলে আর কত আবেগ ঢেকে রাখবে,
মনের গহীনে! অপেক্ষারও তো একটা শেষ থাকা চাই।
আর কত থাকি ভালোবাসা লুকিয়ে?
এবার তো চাই, কেউ এসে এই হাতে রাখুক হাত,
বাঁধুক বাহুডোরে, কপোলে রাখুক উষ্ণ তালু,
পূরণ হোক আজ সব গোপন তৃষ্ণা!
অপেক্ষার অবসান হোক এই বেলা!
...০৩/১০/২০১৩ইং...
.... ঢাকা।...
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
ইষ্টিকুটুম বলেছেন: ধন্য করেছেন আপনার কমেন্টের কথাগুলো দিয়ে।
২|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অপেক্ষার অবসান হোক
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
ইষ্টিকুটুম বলেছেন: তাইতো! আর কত একা থাকা এভাবে কবি'দের??
৩|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: ......অপেক্ষারও তো একটা শেষ থাকা চাই।
আর কত থাকি ভালোবাসা লুকিয়ে?
সুন্দর হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
ইষ্টিকুটুম বলেছেন: ধন্য করেছেন বন্ধু, এই সময় পাশে থেকে।
৪|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
ইষ্টিকুটুম বলেছেন: ধন্য করেছেন।
৫|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
মাহবু১৫৪ বলেছেন: ++++++
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
ইষ্টিকুটুম বলেছেন: থ্যাংকু...
৬|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫১
ফাহাদ রহমান খান কবির বলেছেন: অপেক্ষা করে শুধু শুধু কষ্ট পেতে হয়! অপেক্ষা ভালোবাসি না।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:০৬
ইষ্টিকুটুম বলেছেন: ঠিক বলেছেন।।
৭|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অপেক্ষার অবসান হোক!!!
সুন্দর লিখেছেন।
++++++
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
ইষ্টিকুটুম বলেছেন: ধন্য করেছেন বন্ধু।
৮|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
ঘুমন্ত আমি বলেছেন: অপেক্ষার অবসান হোক !
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
ইষ্টিকুটুম বলেছেন: আমীন।
৯|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
শায়মা বলেছেন: ইষ্টিমনি কেমন আছো???
অনেক সুন্দর কবিতা কিন্তু তোমার আঁকা ছবিতা দাও আমাদেরকে !!![]()
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
ইষ্টিকুটুম বলেছেন: ছবি আঁকতেছি। তৈল চিত্র। শেষ হলে শেয়ার দেবো।
কেমন আছো?
১০|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষার অবসান হোক এই বেলা! ।
খুব সুন্দর কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
ইষ্টিকুটুম বলেছেন: অনেক অনেক ধইন্যা।
১১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
মামুন রশিদ বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
ইষ্টিকুটুম বলেছেন: ধন্য হোলাম।
১২|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
আমিনুর রহমান বলেছেন:
অপেক্ষা কবিতায় +++
অপেক্ষার অবসান হোক এই বেলা!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
ইষ্টিকুটুম বলেছেন: হুম। অপেক্ষার অবসান হউক এই বেলায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব দারুন লাগল, প্লাস।