![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।
বেণীমাধব,
সময়ের হিসেবে কেশ-এর বয়স কি কম,
হাঁটু ছোঁয়া কেশ এখন
হারাতে বসেছে তার শ্রী, যৌবন সবই;
বহুদিন যত্নহীন তেলহীন
লম্বা কেশ ঝরে ঝরে সরু সরু
হতে হতে এখন রূপ নিয়েছে কৃশকায়
তালুর জমিনে গড়ের মাঠ!
বেণীমাধব,
কেশবতী কণ্যার কেশপ্রেম
পুনরায় জাগরিত হয়েছে,
বহুদিন পরে উঠেছে কেশে তেল
চকচকে ফুটছে এর রূপের খোলতাই!
বহুদিন পরে তেলে চকচক,
কেশের যত্ন হয়েছে শুরু,
আপাদমস্তক, দিবারাত্র;
বেণীমাধব,
নিজেই যে পরেছে আজ নিজের স্বরুপ প্রেমে,
তুমি তো সেই যে এনেছো শ্রদ্ধা,
এনেছো বাঁচানোর সাধ,
কেশের ইতিহাস তাই হলো শুরু নতুন করে।
বহু নর-নারী হয়েছিলো বশীভূত,
মজেছিলো এই কেশবতীর এলো কেশে
ভবিষ্যতের গল্পে বাড়ুক জনপ্রিয়তা, পুনরায়!
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
ইষ্টিকুটুম বলেছেন: পরথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
মাহবু১৫৪ বলেছেন: ++++++
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
ইষ্টিকুটুম বলেছেন:
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
মিথিলা মাহমুদ বলেছেন: বেনীমাধব নামে আমার খুব প্রিয় একটি গান আছে। শুনেছেন কি?
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০
ইষ্টিকুটুম বলেছেন: গান তো আমার খুব পছন্দ। কিন্তু এই গান তো শুনি নাই। লিঙ্ক নাই?? থাকলে দেবেন??
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বেনীমাধব ভাল লেগেছে।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেনীমাধব +++
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
ইষ্টিকুটুম বলেছেন: অনেক ভালোলাগা।
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
মিথিলা মাহমুদ বলেছেন: http://www.youtube.com/watch?v=oMm1Vbxnn0M
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
ইষ্টিকুটুম বলেছেন: গানটা শুনলাম। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর একটি কবিতা,,,,,,,,,,,,,,ভাললাগায় মনটাই ভরে গেল
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১
ইষ্টিকুটুম বলেছেন: ভালো লাগায় ভরিয়ে দিলেন আমাকেও।
৮| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
ইষ্টিকুটুম বলেছেন: আমারো ভালো লাগলো। ভালো থাকুন।
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১
শায়মা বলেছেন: কেশের কবিতা সুন্দর!!
কিন্তু অজগর সাপের মত বেনীগুলি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ইষ্টিমনি!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
ইষ্টিকুটুম বলেছেন: আরি তাই নাকি??? শুনে খুব খুশি হোলাম।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮
আহমেদ জী এস বলেছেন: ইষ্টিকুটুম,
চুল যেমন কেটে ছাদ-শ্রী ফেরনো হয় তেমনি এই " কেশবতী কন্যা " ওরফে "বেণীমাধব" কবিতার একটু " হেয়ার কাট" করছি । যত্নহীন তেলহীন
কেশে যে আউলা-ঝাউলা জট জমেছে তা তেল দিয়ে একটু সোজা করার চেষ্টা আর কি !!!
সময়ের হিসেবে কেশ-এর বয়স কম হতেই হবে ! কারন লাষ্ট হেয়ার কাট থেকে আবার নতুন "কেশোদ্গমন" শুরু হবে । এটা তার জাতীয় পরিচয় পত্রে নতুন জন্ম তারিখ । কেশের ইতিহাস নতুন করে শুরু !!!!
আর "তালুর জমিনে গড়ের মাঠ !" বলেন কি ? গড়ের মাঠে কেশুঘাস জন্মিয়ে ফেলেছেন ? আপনি তো বাজার কাৎ করে ফেললেন ! এই কেশতেলটা তো এখোন কাট-কাট, মার-মা ব্যবসা করবে এখোন ! বুঝেছি , নতুন তেলের বিজনেস শুরু করেছেন !
আসল কথা হলো, হাতে কাজ নেই । বসে বসে কি করি ভাবছি... এমোন সময় কেশবতী কন্যার সাপের মতো দীঘল দেহ দেখে মজা লাগলো কবিতাটি সহ ।
রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাতে ভালোবাসেন বলে, এই মন্তব্যখানা ঈদ পরবর্তী শুভেচ্ছার রং হিসেবে আপনাকে উপহার ।
ভালো থাকুন ।
১১| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: কেশবতীর কেশের পদ্য ভাল লাগল। ছবিতে বেণীদুটো কার? এত লম্বা চুল এখন আর দেখাই যায় না তেমন!
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
ইমরান ইসলাম বলেছেন: ভালো
চুল আর বড় হবে কই !
যত রাগ চুলের উপ??????????
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অন্যরকম, বেশ ভালো
বেণীমাধব ++++++++ রইল