নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌখিন শিল্পীর ভুবনে স্বাগতম

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ইষ্টিকুটুম

আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।

ইষ্টিকুটুম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ “তোমার-আমার গল্প; বর্তমান ও ভবিষ্যতের”

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

ভবিষ্যতের গল্পগুলো কি সব এখনই বলে দেবো?
মেলে কি তুলবো ধরে
এখনই খোলা আঁচল,
তোমার আধবোঁজা নয়ন ও
নির্নিমেষ আবেশের সামনে?

ভবিষ্যতের গল্পগুলো কি
এখনই বোতাম খুলে চিনিয়ে দেবো
ভেতরের সব পথ ঘাট?
ছুঁইয়ে দেবো কি
কাক ডাকা ভোরে
সদ্য স্নানের
ভেজা চুলের ঝড়ানো জলে?

বরং___

ভবিষ্যতের গল্পে কি হতে পারে না এমন?
হতে কি পারে না এমন যে
যাকে চিনি নি,
যা বুঝি নি,
যা পাবো বলে
ভাবিনি;
চাইনি যা ভুলেও
আসেনি যা স্বপ্নেও!

ভবিষ্যতের আমাকে খোলার দায়িত্ব কিন্তু তোমার!
দেখার আছে,
কতটা
কি পারার ক্ষমতা তোমার!
কতটা উচ্ছ্বাস
আর ভালোবাসায় মোড়ানো
কবি ও কবিতার এপিঠ-ওপিঠ!

(সমাপ্ত)

[বিঃদ্রঃ সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার জন্য প্রেরিত]

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: কেমন আছেন?

মোটামুটি লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

ইষ্টিকুটুম বলেছেন: ভালো আছি।

আপনি কেমন?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

অনিক বলেছেন: ভাল লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ, অনিক দা।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

দর্পণ বলেছেন: দারুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

ইষ্টিকুটুম বলেছেন: যাক একজনকে পেলাম যে কবিতার মানবিক ও রোমান্টিক অনুভূতিটা বুঝতে পারলো।

এক ঝুড়ি ধন্যবাদ, দর্পণ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

দর্পণ বলেছেন: শুভকামনা ইষ্টিকুটুম।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

ইষ্টিকুটুম বলেছেন: আবারও একঝুড়ি ধন্যবাদ, দর্পণ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

উধাও ভাবুক বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।
শুভকামনা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পরে দেখলাম।

আমাদের ওয়েবজিনে আমন্ত্রণ রইলো। লিংক : http://songbedyo.blogspot.com/

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

রাতুল_শাহ বলেছেন: গভীর প্রেমময় কবিতা...............

অনেক প্রেম লুকিয়ে আছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

ইষ্টিকুটুম বলেছেন: অনেক ধন্যযোগ।

আমার ওয়েবজিন এ স্বাগতম। পড়ুন, মতামত দিন ও লিখুন।
http://songbedyo.blogspot.com/

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কেউ নেই বলে নয় বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে। ++

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

ইষ্টিকুটুম বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

দুরন্ত ইসলাম বলেছেন:


কবিতা ভালো লেগেছে। শুভ কামনা ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

ইষ্টিকুটুম বলেছেন: ধন্যবাদ।

বাংলা ভাষাভাষীদেরে জন্য নতুন ওয়েবজিন সংবেদ্যতে ( Click This Link ) আপনিও লেখা পাঠাতে পারেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১

সায়েদা সোহেলী বলেছেন: বেস ডিফ্রেন্ট লেখা .। ভালো লেগেছে , দেখতে সহজ লাগলেও একবারে পড়ে বোঝা যায়নি , কেউ মনে মনে হয় আমার মতো দ্বিতীয়বার পড়েনি । সব অভার কনফিডেন্ট পাঠক B-)

প্রতিযোগিতার জন্য শুভকামনা :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

ইষ্টিকুটুম বলেছেন: আপনি যদি লেখালেখি করে থাকেন, আমাদের নতুন ওয়েবজিন সংবেদ্যতে ঢুঁ মেরে দেখতে পারেন, আর পাঠাতে পারেন আপনার লেখা। এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

ইষ্টিকুটুম বলেছেন: সংবেদ্য ওয়েবজিন এর লিংকঃ http://songbadya.blogspot.com/

১০| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

ভিন্নধর্মী লেখা!

১১| ২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৬

অপলক বলেছেন: এতো কষ্ট ! এতো গভিরতা... দুনিয়াটা আসলেই খুব অদ্ভুত। কখনও মনে হয়, আবেগ আর ভালবাসা না থাকলেই মানুষের জন্যে ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.