নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতবাক

অবাক আমি

সময়

Walking alone in road with no direction...........

সময় › বিস্তারিত পোস্টঃ

এয়ার কুলার কিনতে চাই

০৩ রা মে, ২০১৩ রাত ৯:৩৮

ভালই গরম পরতে শুরু করেছে। এই অসহ্য গরমে একটু স্বস্তি পাবার জন্য এয়ার কুলার কিনার কথা ভাবতেসি। এসি তে বিল অনেক বেশি আসে। কিন্ত প্রশ্ন হচ্ছে এই এয়ার কুলার গুলা কেমন কাজ করে?



বাজারে নানান ব্রান্ডের নানান সাইজের এয়ার কুলার আছে। সাইজের সাথে সাথে দামেরও তারতম্য আছে।



কেউ কি এয়ার কুলার ব্যাবহার করেছেন বা করছেন? করলে কি ব্রান্ডের এয়ার কুলার ব্যাবহার করছেন, কোথা থেকে কিনেছেন, মূল্য কতো, কিরকম সার্ভিস দিচ্ছে, বিস্তারিত বল্লে অনেক উপকৃত হতাম।



B:-)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জেনারেল বা এলজি কিনতে পারেন... প্যানাসনিকও দেখতে পারেন, যদিও এর পারফরমেন্স সম্পর্কে জানি না।

২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১২

বাঁধলেই বাঁধন বলেছেন: আমি ইন্ডিয়ার সিম্ফোনি ইউজ করি। ১০০ ওয়াট। পানি ঢালতে হয়! রুমের তাপমাত্রা যতো থাকে তার থেকে ২, ৩ ডিগ্রি কম তাপমাত্রার বাতাস দেয়।

৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:০৩

চারশবিশ বলেছেন: আমি সিম্ফোনি এয়ারকুলার কিনছিলাম, পানি ঢালা লাগে, ব্যাকআপ দিত ২-৩ ঘন্টা,

তেমন ঠান্ডা হয় না, ফেরত দিছি কিন্তু টাকা এখনও ফেরত দেয় নাই

এড়চেয়ে কম খরচে টেবিল ফ্যানই ভাল

৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৯

ব্লগ ৪১৬ বলেছেন: আমার ও একটা কিনার ইচ্ছা আছে। উপরের মন্তব্য শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম।

৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫০

এেলােমেলা সব বলেছেন: ভাই ভুলেও এয়ার কুলার কিনবেন না। ফালতু জিনিস। পানি দেয়া লাগে আর এজন্য ঘরের আদ্রতা বেরে গিয়ে গরমের কস্ট আরও বেরে যায়। আমি 15000 দিয়ে একটি কিনেছিলাম। পরের দিনেই ফিরিয়ে দিয়েছি। এখন এসি নিয়েছি। বিল বেশি আসে কিন্তু সেরাম আরাম।

৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৮

পাপাই বলেছেন: ভাই লাভ নাই। ঝামেলা বেশী। এর চাইতে একটা বড় স্ট্যান্ড ফ্যান কিনেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.