নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

সকল র্ধমইে সম্পদরে ব্যক্তি মালকিানা স্বীকৃত।দরদ্রি স্বীকৃত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

বহুকামিতার সুখে বিভোর আর ধর্মীয় মুল্যোবোধে জীবন যাপন ভিন্ন হলেও আমরা একসাথে চালাচ্ছি।মসজিদ,মন্দির,প্যাগোডা,গির্জা সবই আছে,আবার আছে বেশ্যালয় ও ভাসমান পতিতা ।শিশু অব¯া’য় ধর্মীয় অনুশাসন,ধর্মীয় শিক্খা,ক্রমান্বয়ে কৈশোর যৌবন। অর্থাৎ ০ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ধর্মীয় অনুশাসন,ধর্মীয় শিক্খার মধ্যেই যৌন সুখও অর্জনের সুযোগ,পরনিন্দা,পরর্চ্চা শেখার সুযোগ আছে।১৮ বছর বয়সের পর বেশীরভাগ ধর্মীয় অনুশাসন,ধর্মীয় শিক্খা সামাজিকতা মাত্র। মৃত্যুর পরের শাস্তির ভয়,আইনের শাস্তির ভয়,কোন ভয়েই ধমীয় মুল্যবোধ রক্খা হচ্ছে না। আমরা আর সংযত থাকছি না বহুকামিতার সুখে বিভোর হচ্ছি। পরনিন্দা,পরর্চ্চা করছি।ভিন্ন ভিন্ন সকল ধর্মে কল্যাণকর যা কিছু সবই তা ধনীদের।সকল ধর্মেই সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত।দরিদ্র স্বীকৃত।সম্পদশালী ব্যক্তিরা দান খয়রাত করবে তা স্বীকৃত। ধর্মীয় অনুশাসন,ধর্মীয় শিক্খার মধ্যেই যৌন সুখও অর্জনের সুযোগ,পরনিন্দা,পরর্চ্চার সুযোগ নিচ্ছি আমরা । আমাদের মসজিদ,মন্দির,প্যাগোডা,গির্জা সবই আছে,আবার আছে বেশ্যালয় ও ভাসমান পতিতা।ধনীরাই রাষ্ট্র পরিচালনার প্রতিনিধি।ধনীরা তাদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে এ ব্যবস্থা বহাল রাখছে।দরীদ্ররা ও সকল জনগন ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন এ রকম ব্যবস্থার জন্য সকল রাজনৈতিক দল আলোচনায় বসবে।নির্বাচন বা তত্বাবধায়ক ব্যবস্থা কি হবে তা নিয়ে আলোচনার জন্য নয়।১০বছরের জন্য সর্বদলীয় সরকার গঠন করতে হবে কিছু নতুন নিয়ম আর বাধ্যবাধকতায় ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে এ রকম ব্যবস্থা বাস্তবায়ন করা যায় কিভাবে তা নিয়ে সকল রাজনৈতিক দল আলোচনায় বসবে।সর্বদলীয় সরকারের কাঠামো দায়িত্ব জবাবদিহিতা মেয়াদকাল ঠিক করে নিতে হবে।এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে ধনীরা তাদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে এ ব্যবস্থা বহাল রাখছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.