![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রম আইন সংশোধন করে দরিদ্রদের নতুন করে ঘুম পাড়ানীর প্রচেষ্টা।সংশোধিত শ্রম আইনে ফাক ফোকর থেকে যেতে পারে কারণ শ্রমিকের জন্য আইন করা হচ্ছে তা করছেন মালিক শ্রেনী।আমাদের ধনী ধার্মিক মালিক শ্রেনী বরাবরই সকল আইন হাতের মুঠোর মধ্যে পুরে রাখেন।চাকুরীর বয়স ১ বছর হলে সেই শ্রমিক কর্মচারীকে ছাটাই করলে অগ্রীম আরো ও ১ বছরের বেতন বোনাস দিতে হবে। আমাদের ধনী ধার্মিক মালিক শ্রেনী এ সব কিছু জানেন এবং বোঝেন।তাই বেশীরভাগ ক্ষেত্রে হাজিরা খাতায়,মাষ্টার রোলে কাজে লাগান,এমন ব্যবহার শুরু করেন ক্রীতদাস শ্রমিক কর্মচারী অপমান আর নির্যাতনে নিজ থেকেই কাজ ছেড়েদেন।আইন আইনই রয়ে গেলো আমাদের ধনী ধার্মিক মালিক শ্রেনী ও রক্ষা পেলেন, অগ্রীম আরো ও ১ বছরের বেতন বোনাস দিতে হলো না । আমাদের ধনী ধার্মিক মালিক শ্রেনী এ সব কিছু জানেন এবং বোঝেন তাই বরাবরই সকল আইন হাতের মুঠোর মধ্যে পুরে রাখেন। আমরা যারা বেশীরভাগ মানুষ আমরা গরীব,দরিদ্র, নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবন আমাদের। আমরা যারা গরীব আমাদের ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশু এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের জীবন অবর্ণণীয় কষ্টকর,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। কম সংখ্যক মানুষ ধনীরা বেশীরভাগ সম্পদের মালিক যা দিয়ে বেশীরভাগ ধনীরা তাদের শিশুদের বেশী খরচে দামী স্কুলে আর অগাধ ধন সম্পদ দিয়ে ৬০উ্ের্ধা জীবন বেশ আরাম আয়েশে উপভোগ করেন।অবশ্যই আপনারা জীবন বেশ আরাম আয়েশে উপভোগ করুন এবং ভাবুন জীবন আরাম আয়েশে ভোগ করার পর ও যা সম্পদ অতিরিক্ত থাকে তা দিয়ে পর্যায়ক্রমে সকল শ্রমিক গরীব ধার্মিক মানুষের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মত পায়খানা,পয়:নিস্কাসন, কাজ ও স্বনির্ভর করা যায়, ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া যায় যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করতে পারেন। অবশ্যই সংলাপে বসুন এবং জনগণের কাছে অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুর সকল দায়িত্ব এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব আমরা ধার্মিক ধনী মালিক শ্রেনী এবং রাষ্ট্র ও সরকার আমরা পালন করবো। র্
©somewhere in net ltd.