নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

আমাদরে দরদ্রিরা আমরা দখেছি ভুগছি ভাবছি যা দখেছি সত্য তো !

১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৫

আমাদের দরিদ্ররা আমরা দেখছি ভুগছি ভাবছি যা দেখছি সত্য তো !

কি দেখছি আমরা ! বিস্ময়কর দুনিয়া ! আভিজাত্য অহংকার খরচের প্রতিযোগীতা নামী দামী সোনা দানা হীরা মুক্তা যহরতের ঝলসানী।ঘর থেকে বের হলেই বড়লোক ধার্মিক ধনী মানুষের কোটি টাকার দামী গাড়ীতে চাপা পড়ার ভয় কাজে গিয়ে ধমক অপমান নির্যাতিত স্বল্প আয় । অবর্ণণীয় কষ্টকর,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস বউ বাচ্চা আত্মীয় স্বজন প্রতিবেশী ষড়যন্ত্র মিথ্যা হয়রানী দলাদলি কোন্দল । সম্পদের মালিক হওয়ার প্রচেষ্টা নিন্দায় আমরা গরীবেরা ও অংশনি মরি ভুগি কষ্টকর,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অবসান হয়না।বড়লোক ধার্মিক ধনী মালিক শ্রেনীর উপর ক্রোাধ ঘৃণা জন্মায়,কিন্তুু যখনই সস্তা রংগিন টেলিভিশনে আভিজাত্য অহংকার খরচের প্রতিযোগীতা নামী দামী সোনা দানা হীরা মুক্তা যহরতের ঝলসানী স্বল্প পোশকে দ্রুত তালে কোমর দুলানী দেখি তখন ভুলে যাই ধার্মিক ধনী মালিক শ্রেনীর উপর ক্রোাধ ঘৃণা। পুলকিত হই আবেগিত হই আমরা গরীবেরা ঘৃণার পরিবর্তে প্রশংশায় পঞ্চমুখ হই বউকে বন্ধুকে আত্মীয়স্বজনদের বলি জানিস আমাদের মালিকের ছেলেমেয়েরা মাসে ১০/২০লাখ খরচ করে বিদেশে পড়ে,আমাদের ম্যাডাম যা সুন্দর, ম্যাডামের পার্লার খরচ,এ খরচ সে খরচ লাখ লাখ টাকা রাজপ্রাসাদ, লাগামহীন ভোগবিলাসী বিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ লক্ষ লক্ষ টাকা। আমাদের ধনী ধার্মিক মালিক শ্রেনী বরাবরই সকল আইন হাতের মুঠোর মধ্যে পুরে রাখেন। আমাদের দেশে পর্যায়ক্রমে খমতায় থাকা দলগুলি ধার্মিক ধনীক শ্রেনীর প্রতিনিধি। এই রাজনৈতিক দলগুলিই এ দল ও দলের নিন্দা করে মুলত জনগনকে ধোকা বোকা বানিয়ে নিজেদের, ধার্মিক ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করছে।

জাতীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে যে যে অংগিকারে জনগন খুশী হয়ে সেজে গুজে পরিপটি হয়ে হাসিখুশী মনে ভোট দেন তা কি কি ---

১নং--বেশীর ভাগ বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্রীজ কালভাট পাকারাস্তা যাতে বাজার প্রসারিত হয়ে সস্তাশ্রম চুষে ধনীর মেয়ের হাত খরচ মসে ১০ লক্ষ টাকা ।

২নং--দারীদ্রতাকে ঘুম পাড়ানী গান ।

৩নং দারিদ্রতাকে যাদুঘরে পাঠানোর গল্প ।ইত্যাদি। ফলাফল : দরিদ্ররা ঘুম পড়ে না,যাদুঘরেও যায় না । (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.