নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

হে স্বাধীনতা আমরাতো এই স্বাধীনতা চায়নি যে স্বাধীনতা পরাধীন শয়তান আমরেকিা ও ভারতরে কাছে

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

স্বাধীনতা তুমি কার ! লক্ষ কোটি টাকা খরুচে ধনী অভিজাত নারীর নাকি ইটভাংগা দরিদ্র নারীর ! স্বাধীনতা তুমি কার ! অভিজাত ধনী শিশুর যারা জন্মদিনে উপহার পায় নতুন মডেলের গাড়ী আর প্রশিক্ষিত ড্রাইভার তাদের নাকি পথশিশু টোকাই আর গরীব শিশুর। স্বাধীনতা তুমি কার ! আওয়ামীলীগের না বিএনপির ! স্বাধীনতা তুমি কার ঘুষখোর কর্তার নাকি দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদদের নাকি লুটেরা নব্যরাজাকার এনজিওদের ! স্বাধীনতা তুমি কার ! হিন্দুদের ! যারা বিন্দু বিন্দু করে হাজার কোটি টাকা ইন্ডিয়ায় পাচার করে,মায়ের কোলে বসে বাপের ক্ষতি করে তাদের নাকি হাজার কোটি টাকা ঋণখেলাপীদের আর পাচারকারীদের ! স্বাধীনতা হে স্বাধীনতা আমরাতো এই স্বাধীনতা চায়নি যেখানে রাজনৈতিক দলগুলিই দুর্নীতির শীর্ষস্থান দখলকারী । হে স্বাধীনতা আমরাতো এই স্বাধীনতা চায়নি যেখানে মুক্তিযোদ্ধারা ভিক্ষে করে না খেয়ে থাকে আর স্বাধীনতা বিরোধীরা গাড়ীতে জাতীয় পতাকা ওড়ায়। হে স্বাধীনতা তুমি সকল মানুষের ! তাই যদি হবে তাহলে তোমার ভুমিতে কেউ বস্তি ফুটপাত আর জীর্ণশীর্ণ ঘরে ধুকছে আবার কেউ লক্ষকোটি টাকা ব্যয়ে স্বর্গীয় জীবন যাপন করছে কেনো ! স্বাধীনতা যুদ্ধে ধনী গরীব সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছিলো। গরীবেরা আসা করেছিলো স্বাধীন দেশে সকল মানুষ ধর্মনিরেপেক্ষ সমাজতন্ত্রের সুবিধা পাবে। হে স্বাধীনতা আমরাতো এই স্বাধীনতা চায়নি যে স্বাধীনতা পরাধীন শয়তান আমেরিকা ও ভারতের কাছে।হে স্বাধীনতা এ কি সেই স্বাধীন দেশ যে দেশের শহীদের রক্তে মাতৃভাষা বংলা অর্জিত হয়েছিলো,আর্ন্তজাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিলো । হে স্বাধীনতা এদেশের মানুষ পাকিস্থানীদের আর তাদের সংস্কৃতি ও উর্দুভাষাকে বর্জন করেছিলো কি জন্য ” ? ভারতীয় নগ্ন সংস্কৃতি আর হিন্দিভাষা গ্রহনের আশায় নাকি আমেরিকার নগ্ন সংস্কৃতি ও ইংরেজী ভাষা গ্রহনের আশায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

মূর্খ রুমেল বলেছেন: Universal truth.

২| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

মদন বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.