নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

১৯৬৯সালরে দশেপ্রমে ,সততা র্মযাদার মুল্যবোধ আর ২০১৪ সালরে দশেপ্রমে ,সততা র্মযাদার মুল্যবোধ

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

বড় আক্ষেপ নিয়ে মজনু বলছে তার আব্বাকে। আচ্ছা আব্বা ১৯৬৯সালের দেশপ্রেম ,সততা মর্যাদার মুল্যবোধ আর ২০১৪ সালের দেশপ্রেম ,সততা মর্যাদার মুল্যবোধ তুলনা করলে এরকম মনে হতে পারে কি যে,মুল্যবোধ পরিবর্তিত হয়েছে।আব্বাজান কিছু বলার আগেই আম্মাজান বলে উঠলেন দেশপ্রেম তো দেশপ্রেম তার আবার পরিবর্তন কি ,দেশকে ভালোবাসা দেশের জন্য প্রান দিতে প্রস্তুত হওয়াই দেশপ্রেম।মজনুর আম্মা বিএসসি বিএড।বালিকা বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন।মজনু যেনো ঠিক এই উত্তরটাই আশা করে ছিলো।আব্বাজান বলে উঠলেন ১৯৬৯সালের দেশপ্রেম মুল্যবোধ আর ২০১৪ সালের দেশপ্রেম মুল্যবোধ অবশ্যই পরিবর্তিত হয়েছে। তখন দেশপ্রেম মানেই ছিলো পাকিস্থানী শাষন শোষন থেকে দেশকে ও দেশের মানুষকে মুক্তকরা।্ আর এখন দেশপ্রেম মানে হচ্ছে শয়তান আমেরিকা ভারতের শাষন শোষন থেকে দেশকে রক্ষা করা। শুধু তাইনা তখন পাকিস্থান প্রীতির জন্য যারা পাকিস্থানের পক্ষ নিয়েছিলো তদেরকে বলা হতো পাকিস্থানের দালাল,দেশের দুশমন।তাই যদি হবে আব্বা তাহলে এখন দেশের দুশমন কারা। এতো খুবই সহজ ।দেশের প্রকৃতি,দেশের সম্পদ,দেশের সার্বভৌমত্ব যারা ধ্বংস করছে তারা দেশের দুশমন। তবে তখন আর এখন দুশমন চিহ্নিত করা পার্থক্যের । কারণ তখন যারা পাকিস্থানের দালালী করতো তারা লুকিয়ে চুরিয়ে করতোনা প্রকাশ্যে পাকিস্থানীদের পক্ষে জুলুম নির্যাতন করতো।কিন্তু এখন যারা এদেশে আমেরিকার দালালী করে ভারতের দালালী করে দেশের প্রকৃতি দেশের সম্পদ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছে তারা দেশপ্রেমিকের খোলস নিয়ে আছে।তাহলে কি আমাদের দেশে দেশপ্রেমিক রাজনৈতিক দল নেই ? দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে কি নেই এ প্রসংগ বা প্রশ্নের উত্তর জানার জন্য নিজেকে দেশপ্রেমিক হওয়ার চর্চা বা দেশপ্রেমিক হতে হবে। একমাত্র প্রতিদিন কিছুসময় ধ্যানে বসলেই বোঝা যেতে পারে দেশপ্রেম কি,কোন দল কতটুকু দেশপ্রেম।এ কোনো কথা হলো আব্বা ! মজনুর তর সইছেনা । কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না এখনই না জানলে কিছু তেই স্থির হতে পারছেনা। আর কতদিন ধ্যানে বসলে ঠিকঠাক যাচাই করার যোগ্যতা অর্জিত হবে তাওতো আব্বা কিছু বললেননা।আব্বাজান খুশী হয়মতো এরকম দুচার কথা বলে মজনু আরো বিনয়ী হয়ে বলছে গ্লোবাইজেশন প্রেম কি আব্বা ? কিছুনা। আমেরিকাকে ভালোবাসা,ভারতকে ভালোবসাই গ্লোবাইজেশন প্রেম।আমাদের সকল রাজনৈতিক দলগুলির আমেরিকা প্রীতি,ভারতপ্রীতি এত ভালোবাসা প্রমান করতে পারে গ্লেবাইজেশন প্রেম কি।আজ যারা ভারত বিরোধী আবেগে অন্যের দেশপ্রেমের তুলনা করছেন বিগততে তাদেরও আমেরিকা প্রীতি,ভারতপ্রীতি কম ছিলোনা। নির্বাচন কমিশন ও ভালো ভূমিকা রাখতে পারে,কে বা কারা দেশ প্রেমিক, কে বা কারা দেশ প্রেমিক নয় বা কোন দলই দেশপ্রেমিক নয়।ততদিন প্রত্যেক দিন ধ্যানে বসে,প্রতিদিন বাধ্যতামুলক দুবার জাতীয় সংগীত গেয়ে নাগরিকেরা নিজের দেশপ্রেম নিজেই চর্”া করতে ও তুলনা করতে পারে। কিন্তু আব্বা তা কি করে সম্ভব !সকল নাগরিকের মধ্যেই আমেরিকা ভালো, আমেরিকা মানে অনেক টাকা পয়সা,আমেরিকা মানে যৌনসুখের স্বর্গ এ যখন ধারনা তখন ধ্যানে কি দেশপ্রেম জাগ্রত হবে ! (চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: এই বিশাল সমুদ্রে কোথায় পাব একফোটা দেশপ্রেম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.