![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনরাত ঝিম মারে বসে থাকিস,তোর বাপ কয় তুই বলে ধ্যান করিস।ও মজনু ধ্যানে আর কিছু পালি। জ্বী আম্মা প্ইাছি তবে যা প্ইাছি তা দিয়ে এখন আপনার জন্য বড় ইলিশ মাছ আনা সম্ভব না।বড় ইলিশ মাছ তোর বাপ আনেছে। তোর মারে তুই এত বোকা ভাবিস ক্যান বাপ,আমি জানি ধ্যান করে নগদ টাকা পাওয়া যায় না,তোর মা বিএসসি বিএড ভুলে যাস।তোর ধ্যানের ভাবনাগুলো তুই লিখে রাখিস,অন লাইন পত্রিকায় ছাপা হয় তা আমি ইনটারনেটের মাধ্যমে পড়ি, বড় ভালো লাগে বাপ।গরীবের কথা কেউ ভাবেনা তুইতো তাও দুই কথা লিখিস।তাই বলছি ধ্যানে আর কিছু পালি,এভাবে ধ্যান হয়না ,শুনিছি পড়িছি মহামনিষীরা পাহাড়ের গুহায় নির্জন বনে জংগলে ধ্যান জ্ঞান করতো তা ছাড়া যেসব বাণী মহামনিষীরা দিয়ে গেছে তা কার্যকর হলেতো নতুন কোন তত্ব লাগেনা।জ্বী আম্মা ঠিক বলেছেন কিন্ত আমার ধ্যানের জন্য পাহাড়ের গুহা নির্জন বন জংগল লাগবেনা এটা একবিংশ শতাব্দী। মজনু মনে মনে ভাবে কথা কি ঠিক বললাম ।লোভ মোহমুক্ত জীবন অর্জন কি সম্ভব সকল সুযোগ সুবিধার মধ্যে থেকে ! আছরের ওয়াক্ত নামাযের জন্য আব্বা ওজু করে আম্মাকে নামাযের জন্য তৈরী হতে ইশারা করে বলতে শুরু করলেন দেশ প্রেম জাগ্রতের জন্য ধ্যান করতে পাহাড়ের গুহা নির্জন বন জংগল লাগবেনা,প্রত্যেক নাগরিক নিজ গৃহে প্রতিদিন ১ঘন্টা ধ্যান করলে নিজের প্রতিদিনের ভালো মন্দ কাজ নিজে বিচার করলে পরদিন মন্দ কাজ বর্জন করলে,প্রতিদিন একবার জাতীয় সংগীত গাইলে আস্তে আস্তে দেশপ্রেমিক মানবপ্রেমিক হতে পারে।একজন ডায়াবেটিস রোগীকে বড় মিষ্টির দোকানে বসিয়ে বলা হলো তুমি স্বাধীনভাবে যত পারো খাও ,বুফে সুইট বিষয়টা তাই হলোনা আব্বা।যেখানে সকল জেনারেশনের মধ্যে ভোগ আর সীমাহীন টাকার মালিক হওয়াই একমাত্র লক্ষ্য নির্ধারনে রাষ্ট্রীয় পরিবেশ বিরাজমান।বেশী টাকার মালিক হয় শতকরা ২০ভাগ মানুষ বাদবাকী ৮০ভাগ মানুষ টাকার মালিক হওয়ার স্বপ্নের মধ্যে থাকে।আর এই স্বপ্ন দেখতে সহায়তা করে হলিউড বলিউড ঢালিউড। আবেগ ক্লাইমেক্স রোমান্স ফিকশন সবকিছুর মধ্যে দিয়ে টাকার মালিক হওয়ার নেশা ধরিয়ে দেয় সিনেমা নাটক বিজ্ঞাপন।এর মধ্য দিয়ে লাভ হয় ঔ ২০ভাগ বড়লোকের।গরীব হলে গিয়ে সিনেমা দেখলে সিনেমা ব্যবসা সফল হয় আর সিনেমা দেখে পরদিন বড়লোকের কারখানায় কৃষিখেতে গরীব যখন কাজে যায় তখন সিনেমর আবেগ ক্লাইমেক্স রোমান্স ফিকশন গরীবকে বেশ উৎফুল্ল করে কাজ হয় দ্বিগুন লাভ হয় বড়লোকের।শান্তনা শহরের বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণশীর্ণ ঘরে অস্বাস্থ্যকর জীবন যাপন আর স্বপ্ন দেখা একদিন আমরাও টাকার মালিক হবো দু:খ কষ্ট থাকবেনা কিন্ত সেই দিন আর আসেনা। কোনটা ভালো আর কোনটা মন্দ সে মুল্যবোধ এখন পরিবর্তিত।(চলবে)
©somewhere in net ltd.