নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ সবার মঙ্গল করুন।

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী

সূর্যের হাসি

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এটা কি হইল কিছুই বুঝলাম না, OLX থেকে কল আসল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

বিজ্ঞাপন দেওয়ার জন্য ওয়েবসাইট খুজতেছিলাম যাই হোক টেলিভিশন এর বিজ্ঞাপন দেখে বিক্রয় ডট কমে একটি বিজ্ঞাপন পোষ্ট করেছিলাম। বিজ্ঞাপন টি ছিল ডোমেইন বিক্রির । কিন্তু এ কি আজকে দেখলাম এজন ভদ্র মহিলা আমাকে কল করলেন এবং বললেন যে আমি কি বিক্রয় ডট কমে ডোমেইন বিক্রির বিজ্ঞাপন পোষ্ট করেছি কিনা? আমি বললাম জ্বি আমিই পোষ্ট করেছি। তারপর তিনি তার পরিচয় দিলেন যে তিনি olx থেকে আমাকে কল করেছেন এবং আমাকে বললেন যে বিজ্ঞাপনটি olx এ পোষ্ট করার জন্য তার আগে জিজ্ঞাসা করিলেন আমি আগে olx এ কোনো বিজ্ঞাপন পোষ্ট করেছি কিনা, তারপর আমার বয়স ও জিজ্ঞাসা করিলেন, আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য কম্পিউটার ব্যবহার করি নাকি মোবাইল ডিভাইস ব্যাবহার করি, আমার ব্যাবসাটা আমার একার নাকি শেয়ারের তারপর দিলাম আমার ইমেইল এড্রেস। কিন্তু আমার মাথায় কিছুই বুঝে আসল না, দিলাম বিজ্ঞাপন বিক্রয় ডট কমে ফোন আসল olx থেকে একটা আজব ব্যাপার। মনে হয় বিক্রয় ডট কম আর olx এর মার্কেটিং ফাইটিং চলতেছে। একজনের কাস্টমার আরেকজন কাইরা নিয়া যাইতাছে কি রে ভাই!!!!!!!!!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~অসুবিধা কি যদি বাড়তি কিছু সুবিধা পান। প্রতিযোগিতা থাকলে ভাল কিছু প্রত্যাশা করা যায়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

সাইটনেমবিডি বলেছেন: নতুন ক্লাসিফাইড ওয়েব সাইট বাজারে আসলে এটা একটা পলিসি। ওলেক্সে আপনার এড ছিল না। তাই ওলেক্সের ভিজিটর আপনার সম্পর্কে জানবে না। আবার তাদের সাইটে ইনফো ও কম থাকবে।
কিন্তু তারা যদি অন্য সবার এড কপি করে বসায় দেয়, তাইলেই তো কেল্লা ফতে, তাদের সাইটে বেশী বেশী এড থাকবে। আবার মানুষও কিন্তু বেশী এড এর সাইটেই ভিজিট করবে।
কিছু দিন আগেও সবাই সরাসরি কপি করে বসায় দিত, কিন্তু এই নিয়ে একটা ক্যাচাল হইতে পারে সন্দেহে এখন ওলেক্স ফোন দিয়া পারমিশন নিতেছে।
লাভ করা হইল? আপনার এবং ওলেক্সের দুইজনেরই।
আপনার এড পাইল নতুন মার্কেট। আর ওলেক্স সম্পর্কে জানলেন আপনি।

আর আপনি কিউরিসিটি নিয়া পোষ্ট দিতেই দেখেন, তক মানুষ পড়ল, আর আমিই বা কতবার ওলেক্স বলে ফেললাম! এইটা এক প্রকার মার্কেটিং।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: তাহলে ত ভাই আমার অজান্তে আমি ওএলএক্স এর বিজ্ঞাপন দিয়ে দিলাম।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৮

সাইটনেমবিডি বলেছেন: এইটাই মার্কেটিং ভাই। এমন কিছু করা, যাতে মার্কেটিং হয় অটো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.