![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতপর আর কোনো পরিবর্তন ঘটাতে পারি না,
আর কোনো সৃষ্টি দেয় না দোলা নশ্বর সমাজদেহে;
বরং মানবতার সুরাপাত্র শুষে মৃত্যুবরণ করে সমস্ত সাকি,
অস্থির মদিরায় আমি দুবাহু ঝেঁকে ছুঁড়ে ফেলি যতসব অনাসৃষ্টি
অনুর্বর পৃথিবীতে নিজের রক্ত নিজেই পান করে আত্মহত্যা করি!
সেই নীরব মরণার্ত যন্ত্রণা ভেদ করে আমরা পুনর্বার জেগে উঠি,
একা নই এবার আমরা অনেকেই প্রচণ্ড প্রেম নিয়ে জেগে উঠি!
আর বন্ধ্যা সময়ের দরোজায় করাঘাত হানি একটা রোদ ঝলমল
সুপ্রভাত এগিয়ে দেবার জন্য, আর তোমাদের কাছে প্রশ্ন রাখি
বন্ধু, অনেক তো খোয়া্লে, এবার তোমরা রাজি তো!
©somewhere in net ltd.