নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্ধ গণতন্ত্র • আমাকে অনুসরণ কর, আমিও তোমাকে করব @* আমার পোস্টে মতামত দিবে , আমিও আছি তোমার সাথে *

গন্ধ গণতন্ত্র

কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের প্রথম ধাপ

গন্ধ গণতন্ত্র › বিস্তারিত পোস্টঃ

তোমায় গান শুনাব [ গল্প]

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬



স্বাধীনতা মানে নিজের দায়িত্ব নিজের নেওয়া হয় , তবে আমি কি কখনও ভুল বলেছি ৷ তবে হ্যাঁ, একথা ঠিক পরিপূর্ণ ভাবে একজন তার নিজ দায়িত্বটা নিতে পারে না ৷

বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো কাকে যেনো বলছিল অঙ্গদঅয়ন ৷
ওর মা জানলায় উঁকি দিয়ে বলে, - এই অঙ্গদ কার সাথে কথা বলছিস্? সব সময় চিৎকার করে কথা না বললে চলে না ৷

অঙ্গদ ছোট্ট করে উত্তর দেয়, - সুশ্রবা এসেছে ৷

মা কথার কোন প্রশ্ন না টেনে চুপচাপ হয়ে গেল ৷

সুশ্রবা অঙ্গদের মুখের দিকে নির্লীপ্তে তাকিয়ে বলল, - তুমি রেগে যাচ্ছ কেনো ৷

অঙ্গদ কণ্ঠউচিয়ে বলল, - রাগব না…… তোমার বন্ধু মৃণালমন কে তুমি কি বলেছ?

সুশ্রবা বিরক্তি নিয়ে বলল, - কি বলেছি?

অঙ্গদ সুশ্রবার কথায় তরতরিয়ে উঠল ৷ সুশ্রবার একদম গা ঘেষে দাঁড়িয়ে বলল, - আমি নাকি তোমার মাথা খাচ্ছি ৷ আমি নাকি তোমার……………

অঙ্গদ কথাগুলো বলে থেমে গেল ৷ সুশ্রবা, অঙ্গদের হাত চেপে ধরে বলল, - দুজনের মধ্যে যে কোন একজনের চাকরি হলেই তো আর সমস্যা থাকে না ৷ সুশ্রবা একটু থেমে অঙ্গদের চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, - রাগ করে এম. এ-টা পর্যন্ত করলে না ৷

সুশ্রবার কথা শেষ হতে না হতে অঙ্গদ বলে উঠল, - রাগ করে আমি এম. এ কমপ্লীট করিনি ৷ এম. এ করতে টাকা লাগে ৷ আজকাল সব টাকায় হয়, বুঝলে ৷ টাকা না থাকলে, এই তুমি… …তুমিও আর আমার পিছনে থাকবে না ৷ গুড বাই বলে অন্য ছেলের হাত ধরে চলে যাবে ৷

সুশ্রবা চাপাগলায় বলল,- এ তুমি বলতে পারলে ৷

হ্যাঁ বলতে পারলাম ৷ আমি তো তোমাকে কখনও জোড় করিনি ৷ আমি বরাবরই চাই তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাক ৷ আমি বিশ্বাস করি, নারীরা এই মিথ সমাজে অবহেলিত ৷ তখনই একজন নারী দায়িত্বজ্ঞান সম্পূর্ণ হবে যখন সে এই সামাজিক মিথ থেকে নীজেকে বাঁচাতে পারবে ৷

সুশ্রবা মাথা নিচু করে বলল, - একটা চাকরিই আমাদের সব সমস্যার পরিবর্তন এনে দিতে পারে ৷

অঙ্গদ ছোট্ট করে বলল, - চাকরী-টাকরী আজকাল হাতের মোয়া না যে, হাত ঘোরালেই মিলবে ৷

সুশ্রবা প্রসঙ্গ পালটিয়ে বলল,- মৃণালমন তোমায় কি বলেছে?


ক্রমসঃ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

গেম চেঞ্জার বলেছেন: শুনান। কোনু সমস্যা নাই। তবে এইরকম পোস্ট ১ম পাতায় দিলে খবর আছে। ফ্রন্টপেজ ব্যান করে দিতে পারে সামু।

(বিঃদ্রঃ আপনার সাথে আমার চুক্তি আছে যে আমরা একজন অপরজনকে অনুসরণ করবো। আলোচনা করবো। মনে আছে সেই কথা?)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

গন্ধ গণতন্ত্র বলেছেন: আরে ভাই একটা গল্প লিখেছি কিন্তু পোস্ট হচ্ছিল না ৷ গল্পটা পড়ো

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

গন্ধ গণতন্ত্র বলেছেন: লেখা সহ পোস্ট্রাল দিলেও

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ,

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

গেম চেঞ্জার বলেছেন: বিস্তারিত দিলে ভিন্ন কথা। কিন্তু লেখার মান নিয়ে প্রশ্ন থাকলে সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.