নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণমাধ্যমকর্মী, লেখক।

কাকন রেজা

গণমাধ্যমকর্মী, লেখক ।

কাকন রেজা › বিস্তারিত পোস্টঃ

আলেকজান্ডার সাহেব বলুন তো, ক্রিকেটে জিতলে কি হতো : নিহত পুত্রের পিতার বয়ান

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৮


ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছে যুবারা। বড় আনন্দের কথা। কিন্তু প্রশ্ন হলো আপনার যদি মরে যাবার ভয়, অহরণের ভয়, গুমের ভয় এ ধরণের ভয় সবসময় মাথায় থাকে তাহলে আনন্দটা থাকে কোথায়? আতংক আর আনন্দ কি একসাথে হাঁটতে পারে। আপনার যদি পেটে খিদে থাকে, পকেট খালি থাকে, তবে কি আনন্দটা যায়? খিদের সাথে, অভাবের সাথে আনন্দটা কি কাঁধ মিলিয়ে চলতে পারে? পারে নাতো। তবে বিশ্বকাপ জয়ের স্বার্থকটাতা কোথায়! হ্যাঁ হতে পারে, খিদে ভুলে থাকার জন্য আমরা নানা কসরত করি, বিশ্বকাপ জয়ের চেচামেঁচি হতে পারে সেরকম একটা কিছু, কি বলেন?

মূল লেখা :

প্রশ্নটা খুব খারাপ ভাবে করি। ক্রিকেটে জিতলে কী হবে? কৃষক ধানের দাম পাবে? শ্রমিকেরা ঈদের বোনাস-ভাতা ঠিকঠাক পাবে? সবাই কি নিজ বাড়িতে নিরাপদে ফিরতে পারবে?
ওই যে, কাগজে পড়লাম বাস দুর্ঘটনায় ছ’জন মারা গেছেন, তারা কি ফিরে আসবেন? খুন হয়েছেন দু’জন, তারা কি শরীরের রক্ত ঝেড়ে-মুছে সোল্লাসে চেঁচিয়ে উঠবেন? ক্রিকেটে জিতলে কি এসব হবে?

ক্রিকেটে জিতলে কি ঢাকা শহরের পরিবেশ দুষণ কমে যাবে? ঢাকার বাতাস কি বিশুদ্ধতা ফিরে পাবে? তানিয়া নামে যে নার্সটি বাড়িতে ফিরতে গিয়ে বাসে ধর্ষিতা হলো, প্রাণ হারালো, সেকি ঈদের খুশিতে বাড়ি ফিরতে পারবে? বুড়িগঙ্গার কালো পানি কি আবার হবে কাকচক্ষু জল? হাসপাতালের ডেঙ্গু রোগীরা নাচতে নাচতে বাড়ি ফিরে যাবে?

ক্রিকেটে জিতলে কী হবে? সড়ক নিরাপদ হবে? মেধাবীরা আবার দেশে ফিরবে? না ফেরানো যাবে তাদের ত্রস্ত বিদেশ যাত্রা? সুইস ব্যাংকে জমানো টাকা কি দেশে আনা যাবে? হাজার-লক্ষ কোটি টাকা। ক্রিকেটে জিতলে কী হবে?

ক্রিকেটে জিতলে কি যানজটের নগরী ঢাকা হবে ঈদের ছুটির শহর? পাঁচতলা থেকে ফেলে দেয়া নবজাতকটি কি আবার জীবন ফিরে পাবে? নিখোঁজ সন্তানেরা কি ফিরবে আবার বাবা-মার কোলে? রাস্তায়, রেললাইনের পার্শ্বে, ডোবায়, নালায়, নদীতে যাদের লাশ পাওয়া গেছে, তাদের বাবা-মা’গণও কি যোগ দেবে উল্লাসধ্বনিতে?

আমার ছেলেটা সাংবাদিকতা করতো। সবাই বলতো তীক্ষ্ণ মেধাবী। ইহসান ইবনে রেজা ফাগুন, ফাগুন রেজা। তাকে খুন করা হয়েছে। কারণ, সে অন্যায়ের সাথে আপোষ করেনি। কারণ, সে অসৎ হয়নি। ক্রিকেটে জিতলে তার বাবা-মা হয়ে আমরাও কি উল্লাস করবো? ভুলে যাবো আমার সন্তানের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে! প্রকাশ্যে খুন হওয়া রিফাতের মা-বাবাও কি রাস্তায় নেমে আসবে উল্লাসে?
বলুনতো ক্রিকেটে জিতলে কী হবে?

আরে বাদ দিনতো। ক্রিকেটে জিতলে আনন্দ হবে? বিশ্বকাপ জয়ের রেকর্ড হবে, দেশের গৌরব বাড়বে। ক্রিকেটাররা মোটা টাকা প্রাইজমানি পাবে। মাধ্যমগুলোতে সে খবর দেখে-শুনে, হাভাতে আমাদের চোখ চকচক করবে। আহা, অতগুলো টাকা যদি আমরা পেতাম, আমাদের হতো যদি অমন একটা গাড়ি। আহা, কি সুখ, কি আনন্দ, কি মাস্তি! দেয়ালে আঁকা মুরগিতে ছড়ার শেয়ালের মতন চাটতে চাটতে বলতাম, আহা কি সোয়াদ!

আমাদের এমন মাস্তি-আনন্দ-সোয়াদ দেখলে নিশ্চিত আলেকজান্ডার সাহেব সেলুকাসকে ডেকে পুনর্বার বলতেন, ‘দেখো কি বিচিত্র এই দেশ!’

আহা, ক্রিকেটে আমরা হেরে গেছি। তাই তো থামেনি, আমাদের খুন, ধর্ষণ, গুম, দুর্ঘটনা এবং নানা রকম হারিকিরি। জিতলেই তো হয়েছিল কেল্লা ফতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.