| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলো ডানা মেলবে
জীবনের গল্পে নিজেকে অদ্ভুত লাগে । আমার শৈশব কেটেছে অনাদরে। কিশোর কাল কেটেছে কষ্টে পরিবারের জন্য। যৌবন এসেছে আরো কষ্ট বেড়ে গেল। নিজেকে কেমন বেপ্পাখা মনে হয়। মাঝে মাঝে খুব দু:খ হয়। কাউকে বোঝানো যায় না। হুদয়ের গভীরে লুকানো মনের অনুভূতি। আমি জানি আমার চেয়ে অনেকে কষ্টে আছে। পূথিবীতে কতো সুখি মানুষ। নিজেকে নিয়ে আমি হতাশাবাদী নয়। তবু ও আমারো মনে বেদনার নীল রং ছুঁয়ে যায়। ভালোবাসার অব্যক্ত কথাগুলো বলা হয়ে ওঠে না কখনো। শ্রাবণের বৃষ্টির মতোই শুধুই বয়ে যায় অুশ্রুধারা। কখনো সঙ্গোপনে কখনো আনমনে। নীরবতায় যেমন অনেক না বলা কথা বলা হয়ে যায়। আবার অনেক বলেও বোঝানো যায় না। নিজের দু:খ নিজের কাছে। কেউ ভাগ নিতে আসবে না। শুধু আনন্দ ভাগ করে নেওয়া যায়। দু:খের কোন সৌন্দর্য নেই। আনন্দের সৌন্দর্য আছে। একা বেঁচে থাকাটা যন্ত্রণার। মৃত্যুর চেয়ে নির্মম। মনের গহীনে থাকা স্বপ্নগুলো প্রতিনিয়ত যুদ্ধ করে চলে। তবু ও যেন আমি স্বপ্নের খোঁজ পায় না। নিভু নিভু করে জ্বলতে থাকা প্রদীপের আলোর মতোয় আমার ইচ্ছাগুলো। কল্পনায় আঙ্গিনায় বিষন্নতার আকাশ। হয়তো বেঁচে আছি কষ্ট নিয়ে। প্রতিদিন আমি একবার করে মৃত্যুবরণ করি। নিজের ভালোবাসার কাছে। নিজের স্বপ্নের কাছে। নিজের অস্তিত্বের কাছে। নিজের না পাওয়া নিয়ে। আবার প্রতিদিন জন্ম গ্রহণ করি। নিজের কাজের ভালোবাসায়। মানুষের ভালোবাসায়। আমার কাছে হয়তো নেই প্রেয়সীর ভালোবাসা । আমার বন্ধুর ভালোবাসায় আমার কাছে অনেক প্রেরণার। যে রিক্সাওয়ালা আমায় প্রতিদিন এইখানে সেখানে নিয়ে তার সংগ্রামী জীবন আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। যে কৃষক মাঠে ফসল ফলিয়ে আমার অন্নের সংস্থান করে তার কষ্টও আমাকে ছুঁয়ে যায়। বাবা মার মুখ পূথিবীর সর্বশ্রেষ্ঠ প্রিয় মুখ। তাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগায় মনে। আমি একটু একটু করে উঠে দাঁড়ায়। এই ভালোবাসায় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছৈ দেবে একদিন আমাকে। জীবনের প্রতিটা মুহূর্ত সম্ভাবনাময়। হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষটার জীবনটা সম্ভাবনার আলো আছে। বুকে সাহস আর ভালোবাসা নিয়ে উঠে দাঁড়াতে হবে। বুকের গভীরে যে মানুষটা বাস করে তাকে জাগিয়ে তুলতে হবে। মনের ভেতর আগুন জ্বালাতে হবে। সেই ফিনিক্সি পাখির মতো জ্বলে পুড়ে শেষ হয়েও মানুষ ধ্বংসস্তুপ থেকে আবার জেগে উঠে। একদিন প্রতিটি মানুষ উঠে দাঁড়াবে।স্বপ্নগুলো ডানা মেলবে। তেমনি পূথিবীর বুকে সবার উঁচুতে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।
২|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: স্বপ্নগুলো ডানা মেলবে। পোস্টে ভালো লাগা রইলো।
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
বর্ষণ বলেছেন: স্বপনবাজ ধন্যবাদ। ২০০৯ পর লিখলাম। একজন পাঠকের মন্তব্য অনুপ্রেরণা যোগায়, ভালাবাসা যোগায়। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
স্বপনবাজ বলেছেন: স্বপ্নগুলো ডানা মেলুক !