| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা
আমি তোমকে ভালোবাসি
শুধু তুমি যা তার জন্য নয়।
আমি যখন তোমার সঙ্গে বসবাস করি
বরঞ্চ তার জন্যও
আমি তোমাকে ভালোবাসি
এ কারণে নয় যে তুমি
নিজকে প্রস্তুত করেছো
বরঞ্চ তুমি আমাকেও তৈরি করেছো
আমি তোমাকে ভালোবাসি তুমি
আমার গোপন সত্তাটা আবিস্কার করেছো
তার জন্যও
আমি তোমাকে ভালোবাসি
আমার উদ্বেলিত হৃদয়ে তোমার হাত স্পর্শের জন্য
আমার ভেতরের সুন্দর জিনিসগুলিকে
তুমি আলোতে নিয়ে এসেছো
যে গুলি কেউ কোনোদিন খোঁজ করে নি
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমি আমায় সাহায্য করেছো
জীবনের বাস্তবতাকে গ্রহণ করার জন্য
আমাকে ভালো করার জন্য
ভাগ্য আমাকে যতটা সুখি করতে পারত
তুমি তার চেয়ে অধিক সুখি করেছো
কোনো কিছু স্পর্শ না করে
কেনো বাক্য ব্যয় না করে
এবং কেনো সংকেত না দিয়ে
তোমার নিজ সত্তা থেকেই
তুমি এটা করেছো
আফটার অল একেই বলে বন্ধুত্ব
কিংবা বন্ধুত্বের সংজ্ঞা
(রয় ক্রাফ্ট)
©somewhere in net ltd.