![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা:যেদিন আমায় ছেড়ে চলে যাবে
যেদিন আমায় ছেড়ে চলে যাবে,
সেদিনও রিকশাওয়ালা তার যাত্রীকে বলবে,
"আপা, ৫ টাকা বাড়িয়ে দিয়েন"
অলস দুপুরে সেদিনও চাকুরি খুজতে বের হবে বেকার ছেলেটি,
টিনেজার মেয়েটি সেদিনও মিস কল দেবে-
তার প্রিয়তমের সেলফোনে।
সেদিনও খোকা খুকুর ঘুম পারাতে,
ঘুম পাড়ানি গান গাইবে তার মা।
আর আমি ?
হৃদয় ভাঙ্গার যন্ত্রণায় কাতরাতে থাকব,
হয়ত, প্রচণ্ড অভিমানে চলে যাবো এই পৃথিবী ছেড়ে।।
২| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: ভাল লাগলো কবিতা