নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া১৯৭১

কাকতাড়ুয়১৯৭১

কাকতাড়ুয়১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ কে অপরাধী ?

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

কেন্দ্রীয় কারাগার।
জেলার এসে আমায় জিজ্ঞাসা করলেন তোমার কি খেতে ভালো লাগে ?
আমি পাল্টা প্রশ্ন করলাম, স্যার আজই কি আমার ফাঁসি হবে ?
জেলার বললেন, না, আমার স্ত্রী ভালো রান্না করেন, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম।।

যদিও কিছুক্ষণ পরই জানতে পারলাম আজই আমার শেষ দিন !!

জীবনের ক্রান্তি লগ্নে এসে অনেক কিছুই মনে পরে যাচ্ছে,
প্রথমদিন স্কুলে যাওয়া, হাইস্কুলের বন্ধুদের আর স্কুল পালানো,
প্রেমিকার প্রথম হাত ধরা, কিংবা প্রথম চুম্বন!!
মনে পড়ে যাচ্ছে পরিবারের সবাইকে,
আচ্ছা স্বর্গে গেলে পরিবারের সবাইকে পাওয়া যায় তো ?
নাহলে আমি স্বর্গেও যাবো না।।

আমাকে যে খাবার দেয়, সে এসে গল্প শুরু করে দিলো,
: ভাইজান, এখানে আসলেন কিভাবে ?
:ভার্সিটি পাস করে জবে ঢুকেছি, ৩দিন পর ঈদ আর ৫দিন পরে আমার বিয়ে,
প্রেমের বিয়ে হতে যাচ্ছিল, তাই আমার দিনগুলি কাটছিল না,
সেদিন ছিল সবে কদরের রাত,
বাসার সব ছেলেরা গ্রামে ঈদ করতে গেছে, আমরা ছিলাম মাত্র ২জন,
অফিস থেকে ফিরে টিউশনিতে যেতাম। আমার স্টুডেন্ট দের ঈদের ছুটি দিলাম।
ঈদ আর আমার বিয়ের জন্য ছুটিও নিলাম।
আমার বিয়ের দাওয়াত কার্ড দিলাম ।

: ভাইজান, আপনার বিয়ের আর স্টুডেন্ট দের গল্প শুনতে চাচ্ছি না,
কাকে খুন করেছিলেন সেটা বলুন।
: তো হঠাৎ আমার রুমমেটের নাম্বার থেকে কল আসলো,
আমি রিসিভ করলাম কিছুই শোনা গেল না, কিছুক্ষণ পর কল কেটে গেল,
আমি কলব্যাক করতেই দেখি ফোন বন্ধ।

আমি টিউশনি থেকে খুব দ্রুত রুমে ফিরলাম। এসেই দেখি আমার রুমমেটের রক্তাক্ত লাশ !!!

লেখকঃ কাক্তারুয়া আল-আমীন
১৪-১০-২০১৬

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


শুরু ছিল পড়ার মতো, শেষ কেন হলো? লেখার সময় নেই, নাকি ভাবতে কস্ট হচ্ছে?

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১

কাকতাড়ুয়১৯৭১ বলেছেন: না ভাই, এখানেই শেষ,
আশা করি ছোটগল্পের সব রসদই আছে,
ছোটগল্প তো, কিছু ভাবনা পাঠকের মনেও থাক।
রবীন্দ্রনাথের ভাষায়ঃ
"অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ"

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


নিকের সাথে ১৯৭১ কেন?

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

কাকতাড়ুয়১৯৭১ বলেছেন: আমার দেবার মতো বিশেষ কোন
পরিচয় নেই,
"শুধু মা (দেশ) কে প্রচন্ড ভালোবাসি,
নিজেকে দেশপ্রেমিক বলার
দুঃসাহস আমার নেই।
কারণ,
দেশের জন্য কিছুই করতে পারিনি. . ..

এজন্যই নামের সাথে ১৯৭১ দেওয়া,
আর নামের স্পেলিং ভুল আছে "কাক্তারুয়া১৯৭১" হবে

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১

মিজানুর রহমান হৃদয় বলেছেন: ভাল ছিলো তবে তত নয়। বিস্তারিত করা যেত আরেকটু।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

কাকতাড়ুয়১৯৭১ বলেছেন: আশা করি ছোটগল্পের সব রসদই আছে,
ছোটগল্প তো, কিছু ভাবনা পাঠকের মনেও থাক।
রবীন্দ্রনাথের ভাষায়ঃ
"অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ"


নেক্সটএ বড় গল্প পাবেন, ধন্যবাদ পড়া এবং মন্তব্য করার জন্য

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
শুরুটা ভাল ছিল। শেষটা ঠিক মিললো না। অপূর্ণ বলবো না - কিন্তু শেষটায় আরেকটু ধরে লেখা যেত।

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭

কাকতাড়ুয়১৯৭১ বলেছেন: না মেলার তো কিছু দেখচি না ভাই,
এটা দারুন প্রশংসিত একটা লেখা।
কোথায় বুঝতে পারেন নি,
কাইন্ডলি একটু বলবেন কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.