নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ৮০% লোক রাজাকারদের বিচার চায় না

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

কেমনে কি............। জিল্লুর সাহেবের তৃতীয় মাত্রায় এম পি রনি ভোট পেয়েছেন মাত্র ~২০% যেখানে উনি রাজাকারদের বিচার হওয়ার প্রয়োজনিয়তা তুলে ধরেন, আর রাজাকারদের আইনজীবি যিনি উনাদের কোন দোষ নাই বলে পুরা সময় জুড়ে সাফাই গাইলেন, তিনি সাপোর্ট পাইলেন প্রায় ৮০% ভোটের..............







I feel ashamed of 1971.......... this is the outcome of the blood and sweat of the glorious freedom fighters...................

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

আশিকুর রহমান ১ বলেছেন: ভাই লেবু বেশি কচলাইলে তেঁতো হয়ে যায়। পদ্মা, চুরঞ্জিত, শেয়ার বাজার, হেফাজত ইস্যু সব কিছু জুদ্ধপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র বলে জাহির করার কারনে আজকে মুক্তিজুদ্ধ নিয়ে পাবলিকের সিন্টিমেন্ট এই রকম।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২

কলাবাগান১ বলেছেন: আপনারা যারা রাজাকার বান্ধব তারা তো এমন কথা বলবেনই...... ১৯৭১ এর চেতনা কখনও ম্লান হয় না

২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১

কি বোর্ড বলেছেন: পদ্মা, চুরঞ্জিত, শেয়ার বাজার, হেফাজত ইস্য ডাকার জন্য রাজাকারদের বিচার আর বিচার কি হচ্ছে তা দেকেন Click This Link

০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

কলাবাগান১ বলেছেন: ব্যক্তিগত দূর্নিতিকে যারা মহান স্বাধীনতার সমার্থক ভাবে, তাদেরকে বুঝা যায় যে কিভাবে ছলে বলে কৌশলে আমাদের স্বাধীনতাকে হেয় করতে তারা উঠেপড়ে লেগেছে

৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

নিকষ বলেছেন: বাংলাদেশের ৮০% মানুষ মানে প্রায় ১৩ কোটি মানুষ। এক টক শো দেইখা ১৩ কোটি মানুষ জাজ কইরা ফেললেন। বাহ।

ঐ টক শো যারা দেখছে তাদের ৮০% বললেও মানা যাইত (যদিও প্রকৃতপক্ষে ঐ টক শোতে অপিনিওন দেওয়া লোকের ৮০%)।

০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

কলাবাগান১ বলেছেন: যদি না বায়াসড স্যাম্পল না হয়ে থাকে, তাহলে অপিনিয়ন পোল এভাবেই নির্ধারিত হয়ে থাকে উন্নত বিশ্বে.... হয় জামাত শিবির দল বেধে প্ল্যান করে ভোট দিয়েছে আর তা না হলে, যদিওএটা সাইন্টিফিক পোল না,.... এত বড় একটা অনুস্ঠানের ভোটের মাধ্যমে ভোট দিয়ে দেশের পালসটা ঠিকই বুঝা যায়........

আমি আশা করি আমার প্রথম কারনটাই এই পোলের নিয়ামক ছিল।

৪| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০০

কলাবাগান১ বলেছেন: ছবির মানুষগুলিকে দেখে মনে হয় না যে নিজের চিন্তা চেতনা ইউজ করে গাজীপুরে উনারা ভোট দিয়েছেন

নো অফেন্স টু এনিবডি

৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই সব কিছুতে রাজাকারদের বিচারের কথা টেনে আনেন কেন? আপনি কি মনে করছেন রাজাকারদের বিচার করলেই দেশের মানুষ বাকী সব ভুলে যাবে? শুনেন ভাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, তারা কোন ধরনের চেতনায় বিস্বাসী না। তারা চাই শান্তিমত বাচতে। মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকারের চেতনা এই গুলো হল আপনাদের পন্য, সাধারণ মানুষের না। এতই যখন চেতনা দেখান তাহলে যাদের বিচার হল তাদের এখনো ফাসি হল না কেন? রাজাকারদের নেতা গোলাম আজমের বিচার হল না কেন? এগুলো যে আওয়ামী লীগের স্ট্যানবাজি তা জনগণ বুঝে গেছে। আপনি নিজে একটু হিসাব করেন তো যে সরকারের উন্নয়ন আর অপকর্মের মধ্যে কোনটার পাল্লা বেশী? তাহলেই বুজবেন কেন সরকারের পরাজয় হয়েছে। আমার মতে এই সরকারের সব থেকে বড় ভুল হয়েছে সরকার শুধু দলীয় লোকজনকে দেশের জনগণ ভেবেছে, দেশে যে অনেক ভাসমান ভোটার আছে তাদের কথা ভুলে গেছে। আর এই ভাসমান ভোটারদের কারণেই পরাজয় হচ্ছে। আর একটা কথা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এই গুলো কি আওয়ামী লিগের একার সম্পত্তি? তাই যে আওয়ামী লিগ করবে না তার মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম নাই। আওয়ামী লিগের কতটুকু দেশপ্রেম আছে? শুনেন ভাই মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের বেশী আছে। কিন্তু তারা রাজনীতিবিদদের মত চেতনা নিয়ে ব্যবসা করে না।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১২

কলাবাগান১ বলেছেন: ১৯৭১ এর চেতনা কি সেটা যদি আপনি বুঝতেন তাহলে এত বড় ফর্দ আপনার লিখতে হত না...

আমার লিখার কোথাও আমি অনই কোন প্রসংগ তুলি নাই....... এখানে কথা হচ্ছে দেশের কি ৮০% লোক চায় না যে রাজাকারদের বিচার হোক সেটা নিয়ে..... তৃতীয় মাত্রার ভোটের মাধ্যমে তাই বলে.......

৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪

বুড়া শাহরীয়ার বলেছেন: 71 রে বেইচ্ছা আর কতো .........?

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৮

কলাবাগান১ বলেছেন: আপনাদের মত লোকেরাই (রাজাকার বান্ধব) মনে করেন যে ৭১ একটা পন্য এবং একে বেচা কিনা করা যায়...........

৭১ শুনলে আপনাদের আত্না কেপে উঠে

আমি মেনে নিয়েছি ৮০% জনগন চায় যে রাজাকারদের বিচার না হোক - যেহেতু (অনুস্ঠান টা) হচ্ছিল রাজাকারদের বিচার নিয়ে।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২০

বাউন্ডুলে রুবেল বলেছেন: হা হা হা। আপনার শেষের কমেন্টে হাসি পেলো ভাই। এই লোকগুলার ভোটেই গতবার চেতনাধারী সরকার ক্ষমতায় আসছিলো> তখন এটা ছিলো গনচিন্তার ফসল। গনজাগরনের ফসল।
আজ বিম্পিকে দিচ্ছে বলে এদের চিন্তাশক্তি নাই?
পুওর থিঙ্কিং ব্রাদার।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

কলাবাগান১ বলেছেন: আমি কি বলেছি কখনও যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে গনজাগরনের ফসল হিসাবে........

এখানে কথা হচ্ছে দেশের ৮০% জনগন কি রাজাকারদের বিচারের বিরুদ্ধে?? তৃতীয় মাত্রার মতে তাই....

ছবির লোকদের দেখে যদি আপনি মনে করেন যে ইনারা নিজেদের চিন্তা-মনন ইত্যাদি ইউজ করেই ভোট দিয়েছে, তাহলে সেটা আপনার বিশ্বাস কিন্তু আমার বিশ্বাস উল্টা টা.....

৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

রামন বলেছেন:
আরে ভাই জনগণ নয়, আওয়ামী লিগ স্বয়ং বিচার চায় না। তা নাহলে যাদের রায় হয়ে গেছে তা কার্যকর করতে গড়িমসি করছে কেন? বাকি যেগুলো বিচার কাজ শেষ হয়েছে তার রায় কেন দেয়া হচ্ছে না। এরা তো চিন্হিত খুনি দাগী অপরাধী। জনগণ যে কোনো ন্যায্য রায় মাথা পেতে মেনে নিবে। আসলে বেশি চালাকি ও পিছলামির জন্য আজ তাদের এই অবস্থা।
আজকে যারা যুদ্ধাপরাধী বিচারের পক্ষের লোকজনকে ভারতের দালাল বলে আখ্যায়িত করছে , এরাই যখন ক্ষমতা আসবে ভারতের পা বেশি বেশি করে চাটবে। দুনীতি স্বজনপ্রীতি এ দেশে কোনো কালেই কম হয়নি। আগামীতেও আরো হবে, দুর্নীতির রাজপুত্র থেকে সম্রাট হবে। মাদক সেবক হবে মাদক সম্রাট। কিন্তু এরা ভারতের একটি চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: রায় কার্যকর করার জন্য গড়িমসিই র ফসল হলো ৫-০ তে হার.......

তারপরও হয়ত আওয়ামি লীগ আশায় আছে- জামাত/হেফাজত/জাতীয় পার্টিকে দিয়ে বিরোধী দল বানানোর.... আর তার চেস্টা করলে আওয়ামী লীগকে মুসলিম লীগের মত দল হতে আর দেরী হবে না.।

৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: জি ভাই ১৯৭১ এর চেতনা আমি বুঝিনা। চেতনা আপনারা বুঝেন, সেই জন্যই তো এখনো রাজাকারদের বিচার কার্যকর করতে পারলেন না। আর সরকারের শেষ সময়ে কেন বিচার শুরু করলো তাও জনগণ বুঝে। যদি আওয়ামী লিগ চেতনা নাই বিক্রি করতো তাহলে এতদিনে রাজাকারদের ফাসি কার্যকর হয়ে যেত। কিন্তু সেটা করলে যে আওয়ামী লিগের ভোট চাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেত, তাই বিচার কাজ নির্বাচনের আগ দিয়ে করেছে যাতে সেটা দেখায়ে ভোট চাইতে পারে। এটা চেতনা বিক্রি ছাড়া আর কি? আমি ভাই আপনাদের মত ১৯৭১ এর চেতনা বুঝিনা।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

কলাবাগান১ বলেছেন: আপনার ৭১এর চেতনা না বুঝলেও চলবে, 'আলাম্মা' শফি সাহেবের কথা বুঝলেই চলবে যার ইশরায় আগামিতে দেশ চলবে........

১০| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

অেসন বলেছেন: ৮০% না হলেও এই মূহূর্তে দেশের বেশীর ভাগ জনগন যুদ্ধাপরাধের বিচার
চায় না। এক্ষেত্রে জামাত সফল।
যুদ্ধাপরাধের বিচার না করলে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী হতো না।
যুদ্ধাপরাধের বিচার না চাইলে গনজাগরন নাস্তিক হতো না।
আওয়ামী লীগ সবকূল ধরে রাখতে গিয়ে সবকূল হারিয়েছে।

১১| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: "যুদ্ধাপরাধের বিচার না করলে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী হতো না।"

আসল কথা সেটাই

১২| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

কলাবাগান১ বলেছেন: বিচার চাওয়াতেই আজ ইসলাম বিপিন্ন.........

১৩| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

একাকী বাংলাদেশি বলেছেন: শুনেন মিয়াঁ ফালতু ইমোশনের খেলা বন্ধ করেন। পাবলিক ৭১ এর রাজাকারের ফাসিঁ চায় আর নব্য রাজাকারদের চামড়া দিয়া ডুগডুগি বাজাইতে চায় এইটা হইলো সাফ কথা।

আম্নে এক মাইয়ার ধর্ষনকারী'কে পিটাইয়া মাইরা ফেলছেন বইলা আপনার প্রতি তার শ্রদ্ধা থাকবে, সহানুভুতিও থাকবে কিন্তু ঐ কামের দোহাই দিয়া যখন আপনি ঐ মাইয়ারে আবার নিজেই ধর্ষন করতে যাইবেন তখন মাইয়া আপনারে চুম্মা দিবো আপনি এইডা ভাবেন কেম্নে? মাইয়া তখন যে আপনার পুরুষাঙ্গ কাইটা হাতে ধরায় দিবো এইটাই স্বাভাবিক।

দলকানাবাজি বন্ধ করেন। মানুষের মত মানুষ হন। মানুষের উপকার করার চেষ্টা করেন।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: আপনি কি এমন মানুষের উপকার করে ফেলেছেন যে উপদেশ দিচ্ছেন..........যে টুকু মানুষ হয়েছি, তা দিয়ে যাদের উপকার করছি সেটা আপনাকে না বললেও চলে.........

আপনি বলছেন- "পাবলিক ৭১ এর রাজাকারদের ফাসি চায়" তাহলে
কেমনে আবার ৮০% লোক ভোট দেয় তৃতীয় মাত্রায় রাজাকারদের বিচার না হওয়াকে সমর্ঠন জানিয়ে

১৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

ক্লিকবাজ বলেছেন: BAL এর আবার চেতনা(!), যে জিনিস কয়েকদিন পর পর চাইচ্ছা ফালাইতে হয় !!!

পোষ্টে ব্যাপক বিনুদুন পাইলাম।

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

কলাবাগান১ বলেছেন: আহারে ভাষা...... তাতো হবেই .. আপানার তো শফি সাহেবের মত রসালো কথাবার্তা বলতেই বেশী পছন্দ

দেশের ক্ষমতায় এসে, প্রথমেই আপনাদের কাজ হবে কোন মহিলার শরীরের কত অংশ দেখা যাচ্ছে তা বন্ধ করার আইন বানাতেই..... ইকনমি, এডুকেশন, সাইন্স গোল্লায় যাক, তাতে আপনাদের বিকার নাই.........

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

একজন ঘূণপোকা বলেছেন: ফালতু



ফালতু



ফালতু

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

কলাবাগান১ বলেছেন: ৮০% ভোট পেয়েছে রাজাকারের স্বপক্ষের লোক- এটা কি মিথ্যা কথা... গতকাল যারা তৃতীয় মাত্রা দেখেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। তাহলে পোস্ট ফালতু হল কিভাবে?

"যুদ্ধাপরাধের বিচার না করলে, আওয়ামী লীগ ইসলাম বিরোধী হতো না।"

আসল কথা সেটাই

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

অচিন.... বলেছেন: আসল সমস্যা হলো কি জানেন, মানুষকে এক টপিকে এতো দিন ঝুলায়ে রাখছে যে আওয়ামীলীগ, মানুষ বিরক্ত। মানুষ বুঝে গেছে চেতনার নিচে ভোটের ধান্ধাটাই বড় আওয়ামীলীগের। আর খুন দুর্নীতির কথা তো টাটকা। এইসব মিলায়েই আওয়ামী বিদ্বেষ তৈরি হইছে। আর এখন আওয়ামীলীগ যাই বলুক না কেন, কেউ বিশ্বাস করতে চায়না।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

কলাবাগান১ বলেছেন: তাও তো সাহস করে বিচারটা শুরু করেছে এবং কিছু রায়ও ঘোষনা হয়েছে কিন্তু এখনকার কার্যক্রম দেখে হতাশ...... আসলেই কেন গোলাম আযমের রায় হয় না তা দেখেই সন্দেহ টা দানা বেধে উঠছে

১৭| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

তিক্তভাষী বলেছেন: আমি অনুষ্ঠানটির কিয়দংশ দেখেছি। দর্শক রাজাকারের বিচার চান কিনা সেটা ঐ ওপিনিয়ন পোলের বিষয়বস্তু ছিলো না। কার কথা দর্শকরা যুক্তিসংগত মনে করেন সেটা জানতে চাওয়া হয়েছিলো। আইনজীবি তাজুল সেখানে এমপি রনির চেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.