নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

দেশের রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬







জিম্বাবুয়ের ইনফ্লেশনের চিত্র







একটা দেশ যখন অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে চলে, স্বভাবতই তার মুদ্রার দাম ডলারের বিপরীতে বাড়তে থাকে... কিন্তু যাতে বেশী না বাড়ে (বেশী বাড়লে আপনার রপ্তানি কমে যেতে থাকে), তখন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে থাকে (যদিও অনেকটা সিক্রেটলি কিনার কথা)...



দেশের মুদ্রার দাম যদি ডলারের বিপরীতে বাড়ে, সে দেশের লোকজনের তো গর্ব হওয়ার কথা ........ অবশ্য লোকজন যদি মনে করে বিদেশ থেকে টাকা পাঠালে কম টাকা পাওয়াতে ক্ষতি হচ্ছে...... কিন্তু ইনফ্লেশন যে চেক হচ্ছে সে কথা টা ও চিন্তা করা উচিত...



নাকি জিম্বাবুয়ের মত এক কাপ কফির দাম জুতার বাক্স ভর্তি টাকার সমান হওয়াকে উন্নতি বলে মানবেন (মুদ্রার দাম এত কমেছিল যে প্রায় ১ মিলিয়ন মুল্যমানের নোট ছাপাতে হয়েছিল জিম্বাবুয়েতে)



অেসন এর মত বলতে হয়

"টাকার অবমূল্যায়ন হলেও সরকারের দোষ, আবার মূল্য বৃদ্ধি পেলেও সরকারের দোষ! সুবিধা অসুবিধা সবক্ষেত্রেই আছে।

১৯৯৬-০১ পর্যন্ত আওয়ামী সরকারের ব্যর্থতা ছিল পর্যাপ্ত বৈদেশিক মূদ্রার

রিজার্ভ রাখতে না পারা। আর এইবার বৈদেশিক মূদ্রার রিজার্ভ রাখা।

এক্ষেত্রে মূল সমস্যা আপনাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি।

টাকার মূল্যমান বৃদ্ধি ও বৈদেশিক মূদ্রার রিজার্ভ বৃদ্ধি সার্বিক অর্থনীতির জন্য পজিটিভ।"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:

এদেশে কিছু গেলম্যান আছে যাদের সব কিছুতেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি!

এদের পুর্বপুরুষ আইয়ুবের ব্যাত, এরশাদের বুটের লাত্থির নিচে থাকতে পছন্দ করতো।

এদের পোলাপানেরা চরম নেতিবাচক, ভাল মন্দ সব কিছুই খারাপ।
গণতন্ত্র পছন্দ করে না। এর জন্য জামাতি গেলম্যান হয়ে থাকতেও রাজি!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

কলাবাগান১ বলেছেন: প্রবলেমটা হল যে রের্কড রির্জাভটা আওয়ামী আমলে হল কেন???

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বর্তমানে দেশে শিল্পায়ন শূন্যের কোঠায় কাজেই মেশিনারিজ আমদানী হচ্ছে না মুদ্রাও জমা থাকছে। যেহেতু আমাদের উৎপাদশীল শিল্পের কাঁচামাল সবই আমদানী করতে হয় তাই আমদানী ব্যায় কমলে ধরে নেওয়া যায় শিল্পের উৎপাদনশীলতা কমেছে। কাজেই শুধু রিজার্ভ বৃদ্ধি পাওয়াটাই উন্নতির লক্ষন নই এর বিপরীতে জড়িত বিষয়গুলো বিবেচনা করেই খুশি /দু-চিন্তিত হতে হবে। শুধু রিজার্ভ বৃদ্ধি/হ্রাস কে উন্নতি/অবনতি হিসাবে বিবেচনা করলে চলবে না এর আনুষাঙ্গিক বিষয় গুলোও বিবেচনা করতে হবে।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

কলাবাগান১ বলেছেন: তাহলে বাংলাদেশ ব্যাংক বলছে যে
"A slump in food imports thanks to high agricultural output, improvement in payment system and a double-digit export growth have all contributed"

সেটা কি ভুল??

১৬ বিলিয়ন ডলার রির্জাভ (সার্কে ২য় অবস্হান ইন্ডিয়ার পরেই) ..খুশী করার মতই খবর...

নিজের পরিবারের সন্চয় যদি বাড়ে, তাতে কি আপনি অখুশী হবেন????

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

কলাবাগান১ বলেছেন: পাকিস্হানের চেয়ে বেশী রির্জাভ বাংলাদেশের..........

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

সাবু ছেেল বলেছেন: পোস্টে লাইক বাটনে ক্লিক করলাম।খুব ভালো একটি পোস্ট হয়েছে।কিছু "অভিজ্ঞ"ব্যক্তিত্ব "আমদানি-রপ্তানি","বাল-ছাল" ইত্যাদি নিয়ে গুরু গম্ভীর আলোচনায় মত্ত!

তাদের মতে-"বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ বৃদ্ধিও এই জালিম ও এসলাম বিরোধী সরকারের আরেকটি সীমাহীন ব্যর্থতা"!

প্রকৃতপক্ষে আমার প্রচণ্ড ঘৃণা হয় এসব খারেজী ও অবিরাম ফিতনা সৃষ্টিকারী কীট-পতঙ্গ গুলোর কার্যকলাপে!!

ব্যর্থ ও অযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগ চাই এবং উপযুক্ত শাস্তি চাই!!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

কলাবাগান১ বলেছেন: প্রবলেমটা হল যে রের্কড রির্জাভটা আওয়ামী আমলে হল কেন???

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

লিঙ্কনহুসাইন বলেছেন: রিজার্ভ বাড়লেও দোষ কমলেও দোষ ;) ;) ;)
কিছু লোক আছে সরকারের খারাপ কাজের সমালোচনা করে কিন্তু ভালো কাজের প্রশংসাও কখনই করেনাহ । এমন কি ফেইস বুক এবং ব্লগে দেখলাম রিজার্ভ বারার কারণে নাকি তাদের বেতন কমে গেছে =p~ =p~ =p~ কেউ আমারে মাইরালা !!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

কলাবাগান১ বলেছেন: " রিজার্ভ বাড়ার কারণে নাকি তাদের বেতন কমে গেছে"-


উদ্দেশ্যতো সরকারের যে কোন অর্জনকে ছোট করা

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
তাইলে পাকিস্থানের চাইতে বেশী হইচে তাই দেইখা এতা অনন্দিত !!!!

তাইলে কি পাকিস্তান আপনার স্ট্যান্ডার্ড ?? তাইলে তো ঠিকই আছে।


১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

কলাবাগান১ বলেছেন: ইন্ডিয়ার থেকে বেশী হলে সবচেয়ে বেশী খুশী হতাম (মাত্র ২২০ বিলিয়ন ডলার)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.