নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ডেইলি স্টারও স্বীকার করল

২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭

ডেইলি স্টার আর প্রথম আলোর সরকারের ক্রমাগত সমালোচনার মধ্যেও এবার সরকারের বিদ্যুত খাতের অর্জনকে স্বীকার করে নিল। এই অভূতপুর্ব অর্জনের জন্য হলেও সরকারকে সমর্থন দেওয়া দরকার। এখনই জামাতিরা ঝাপিয়ে পড়বেন যে দলের লোকদের টাকা বানানোর জন্যই এই ৫৫টি বিদ্যুতের প্রজেক্টকে সরকার বাস্স্তবায়ন করল। কিন্তু বিনপি ক্ষমতায় থাকলে কি আওয়ামী কেউকে এই প্রজেক্টগুলির ইজারা দিত? কথা হল যে, কাজ হল কিনা। শুধু খাম্বা দিলে তো হল না।

আজকের ডেইলি স্টার দেখুন



Powered by AL



Progress in Power generation

Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯

কলাবাগান১ বলেছেন: ছবি আপলোড হচ্ছে না........

২| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: বিএনপি হলো মূর্খ লোক দিয়ে ভরপুর এক দল.......তারা চুরি করার ক্ষেত্র তৈরী করতেও জানেনা...........।
আওয়ামীলীগ দেখিয়েছে কিভাবে চুরি করতে হয়......আবার সেই চুরির বিপরীতে সুনামও কামাতে হয়.........তেমনই হলো বিদ্যুত ক্ষেত্র। সামিট গ্রুপ সহ অন্যান্যরা এই কুইক রেন্টালে এতো কামিয়েছে যে আগামী ১০টি ইলেকশনে তারা আওয়ামীলীগকে স্পন্সর করতে পারবে।
স্বীকার করি সরকার আগের চেয়ে অনেক বেশি বিদ্যুত উৎপাদন করছে.........কিন্তু তার বিপরীতে জনগন কতো বেশি হারে বিল দিচ্ছে তা কাউন্টে এনেছেন কি.......। অথবা প্রায় সবগুলোকেই গ্যাস ভিত্তিক বিদ্যুত কেন্দ্র করে আমাদের ওই সীমিত গ্যাস পুড়িয়ে বিদ্যুত উ্ৎপাদন করে আসলে লাভটা কার হচ্ছে।
এখনই গ্যাসে যে হাহাকার হচ্ছে.........আর কয়দিন পরে এসব কেন্দ্রে দেওয়ার জন্যও গ্যাস আমদানী করতে হবে.........।

২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

কলাবাগান১ বলেছেন: এখন ভারত থকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদন করলে তো সমালোচনার ভারে সরকারের পতনই হয়ে যেত........

গ্যাস পুড়িয়ে বিদ্যুত উৎপাদন কার স্বার্থে???? এখানেও কন্সপিরিসি থিয়োরি??? বিদ্যুত উৎপাদন না হলে, এই জনগনই সরকারকে ছেড়ে কথা বলত না.......

ভালোকে ভালো বলার মানসিকতা আমরা হারিয়ে ফেলছি.........।

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৭

হোদল রাজা বলেছেন: ভাই আপনাকে একটা গল্প বলি।

ধরেন আমার বাসায় হটাৎ মেহমান আসছে। খিদায় নাকি উনার মাথা নস্ট। তো বাসায় তেমন খাবারও নাই। কি আর করা, পাশের হোটেল থেকে খাবার কিনেই খাওয়ালাম।
আর পরে শুনলাম আমার মেহমান নাকি খেয়ে-টেয়ে বন্ধুদের কাছে গিয়ে বলছে আমি নাকি রান্না না করে হোটেলের খাবার খাওয়াইছি... সব দোষ আমার। আসলে খিদা প্যাটে বসায়ে রাখা উচিৎ ছিলো :(

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬

কলাবাগান১ বলেছেন: পাশের বাড়ীর ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর প্রতিবেশীর কমেন্ট- চান্স পেয়েছে কিন্তু পাশ করতে পারবে না... পাশ করার পর, কমেন্ট- পাশ করেছে কিন্তু চাকরী পাবে না, চাকরী পাবার পর কমেন্ট- চাকরী পেয়েছে কিন্তু বেতন হবে না, বেতন পাওয়ার পর---....................

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৭

হোদল রাজা বলেছেন: মনে আছে, আওয়ামিলীগ আসার পর লোডসেডিং নিয়ে কি চিৎকার-চেচামিচি।

এখন দেখি এই গরমে সবাই চুপ-চাপ। আপনার পোস্ট পরে বুঝলাম লোডসেডিং সিচুয়েশন ভালো।
আসলে আমরা নেমক-হারামী। কোন শুকরিয়া নাই! যে কেউ সামান্য ভালো কাজ করলে বলতে হবে না?

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: বিনপি সরকার পলিথিন নিষিদ্ধ করেছিল-যুগোপযোগী পদক্ষেপ

"কোন শুকরিয়া নাই! যে কেউ সামান্য ভালো কাজ করলে বলতে হবে না? "

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৫

সেফানুয়েল বলেছেন: বিএনপি কোনদিন কোন ভালো কাজের সাথে ছিলো না ভাবিষ্যতেও থাকতে পারে না।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: দেশের উন্নয়ন করেও ভোট পাওয়া যায় না.. উদাহরন- রাজশাহী, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন...
তাহলে কি করলে ভোট পাওয়া যাবে???

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

অেসন বলেছেন: @হোদল রাজা, চমৎকার বলেছেন।
@মেহেদী_বিএনসিসি, এই সরকার ক্ষমতায় আসার পর এফবিসিসিআই
প্রেসিডেন্ট সহ অনেকেই বলেছিল, নিরবিচ্ছিন্ন বিদ্যূত দিন,জনগন টাকা দিবে। কিন্তু বিদ্যূতের অভাব কেটে যাওয়ার পর সমালোচনার অভাব নেই।
কয়লা ভিত্তিক বিদ্যূত কেন্দ্র হলে পরিবেশ বিপন্ন হবে।
ডিজেল/অয়েল ভিত্তিক বিদ্যূত কেন্দ্র হলে মূল্য বৃদ্ধি পাবে।
আর গ্যাস ভিত্তিক বিদ্যূত কেন্দ্র দেশীয় সম্পদ নিঃশেষ হবে।
আসলে আমরা কি চাই তা আমরা জানি না।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

কলাবাগান১ বলেছেন: আসলে আমরা কি চাই তা আমরা জানি না।

৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

চলতি নিয়ম বলেছেন: বিদ্যুৎ সমস্যা নিয়ে তারেক রহমানের সেইরাম ভাবনা ! ! ! হা হা হা...

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: এই ভিডিও কোথায় পেলেন?

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: অর্জনকের স্বীকার করে নেওয়াই ভালো।

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নারা এত্তো নামকরা সিনিয়র ব্লগারা য্যামনে আমারে এ্যাটাক করছেন........তাতে তো "আমি ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থা....... :( :(

আওয়ামীলীগকে সমালোচনার জন্য নয়........আপ্নার যদ্দুর জানি আমার মতো প্রবাসী......(অখনো দেশী ভাইরা ঘুম থিক্কা ওঠেনাই), সবাই বাস্তবতা আর যুক্তি ভালো বুঝি........।
যদি জিগান.......হাসিনা এত্তো এত্তো বিদ্যুত উ্ৎপাদন করছে.......এইটা ভালো না খারাপ...........মোটা দাগে সবাই জানি..........দেশে থেকে এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারেনা......।

কিন্তু আমি বলছি দেশের কথা দেশের বাইরে থেকে........এখানে ওই কারেন্ট থাকা না থাকার সস্তা আবেগ নয়........সার্বিক অবস্থা যাচাই করে।
আমি অত তুলনা বা গবেষকদের মতো অংক কষে হয়তো দেখাতে পারবোনা.......তবে বিদ্যুত উৎপাদনের দোহাই দিয়ে ধুমসে হাতে গোনা কয়েকটা ব্যাবসায়ী গ্রুপ ৫০মেগাওয়াট থেকে ৩০০ মেগাওয়াটের গ্যাস জেনারেটর এনে ২টাকা খরচা করে বিদ্যুত উৎপাদন করে চারআনা করে মন্ত্রীর পেছনে ঢুকিয়ে........সরকারের সাথে ১০ টাকা চুক্তিতে বিদ্যুত বিক্রির বানিজ্য হয়েছে আর হচ্ছে।
একটু তুলনা করেনতো.........এই কয়বছরে কয়টা কুইক রেন্টাল নির্মান হইছে........আর কয়টা সরকারী অর্থায়নে বিদ্যুত কেন্দ্র নির্মিত হইছে.....।

@হোদল রাজা : জনগন হাসিনার মেহমান না X( X( X( ...........আর হোটেল থেকে কিনলেও সেইটা আপ্নে জনগনের পকেট থিক্কাই নিতাছেন........। তাই জনগনের পকেট থিক্কা ১০ টাকা নিয়া আপ্নে (হোটেলের) ২টাকার খাওন খাওয়াইয়া বাকী ৮টাকা ভাগযোক কইরা খাওনের তো কথা না।

উপমা দিবেন তো হিসাব কইরা........... ;) ;)


১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

চলতি নিয়ম বলেছেন: @মেহেদী ভাই,

আপনি একটা সমাধান বলেন তো, কুইক রেন্টাল ছাড়া কিভাবে স্বল্প সময়ে বিদ্যুত সমস্যার সমাধান করা যেত?

আর বেশী!! দামের বিদ্যুত দিয়ে কি দেশের কোনই লাভ হয় নাই ? হ্যা অথবা না।

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: @ মেহেদী_বিএনসিসি
হোদোল রাজা'কে উত্তর দেওয়ার জন্যই লগইন করলাম, দেখি আপনি সেই কথাটাই বলেছেন। আপনাকে ধন্যবাদ। রাজার বিশেষন যেমন উপমাও তেমন। :) :)

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

কলাবাগান১ বলেছেন: অর্জনকে স্বীকার করে নেওয়াই ভালো। তারপরও কিছু ব্লগার এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে সচেস্ট....... আজ যদি বিদ্যুত উৎপাদন না হত... এনারাই ব্লগে নানান কথার ফুলঝুড়ি তুলতেন

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: @চলতি নিয়ম :
১) আপ্নার সাথে চরমভাবে একমত..........স্বল্প সময়ে কুইক রেন্টালের বিকল্প নাই.........।

সমস্যা আমার কুইক রেন্টাল নিয়া না...........ধরেন আমি এক শহরে নতুন আইছি..........আমার থাকার জায়গা লাগবো.........স্বাভাবিক ভাবেই সবার আগে হোটেলের চিন্তা করবো.......পরে যদি দেখি লম্বা সময় থাকন লাগবে.......তবুও কি আমি হোটেলে থাকবো........নাকি নিজের একখান বাসা ঠিক করনের বন্দোবস্ত করবো....... ?? আমার কথা হইলো সেই উদ্যোগ নিয়া........সরকারি বিদ্যুত চাই......কুইক রেন্টাল না...... আমি বিশ্বাস করি সরকারের সৎ উদ্যোগ নিলে এতোদিনে দু-তিন হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা মোটেও কঠিন কিছু ছিলো না।

২) না (কারন ওইটা কুইক রেন্টাল বইল্যা)।
তবে খালি একদিনের ভোটের গনতন্ত্রের রাজনীতির জন্য অবশ্যই এইটা হাসিনার ভালো একটা পদক্ষেপ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

দখিনা বাতাস বলেছেন: কিছু মার্কামারা জাতীয়তাবাদি বিদুৎ নিয়া কথা বলতেছে। এদের কি লজ্জা শরম কিছুই নাই? ৫ বছরে কিছুতো দে্য়নাই, উল্টা ২২ হাজার কোটি টাকা লুটপাট করছে। যদিও জয়নাল আবেদিন ফারুক সংসদে বলছে, ২২ না ১৬ হাজার কোটি। ভাবটা এমন,আমরা চুরি করছি ২২ না তবে ১৬ হাজার কোটি B-)

চুরিতো করে সব শালা। বিএনপি ও করে আওয়ামীলীগও করে। তবে কথা হইলেো জাতীয়তাবাদিরা কিছু না দি্যার পাছা দিয়া খাম্বা ভইরা দিসিল। আর আওয়ামীলীগ কিছু দিয়া চুরি করছে। মন্দের ভালো তাইলে কোনটা? জাতীয়তাবাদি ভাইজানরা একটু বলেন না শুনি?

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

চলতি নিয়ম বলেছেন: @মেহেদী_বিএনসিসি, ধন্যবাদ কিছু অংশে একমত হবার কারণে।

এবার আপনার উপমাটা নিয়ে কথা বলি। ওটা আমার পছন্দ হয়েছে। একমত বরং আমি আরো উচ্চাকাঙ্খী....একটু বিস্তারিত বলি

১। হোটেলে থাকা: শহরে যদি এসেই পড়েন তাহলে কিছুদিনের জন্য হলেও কষ্ট করে আপনাকে হোটেলেই থাকতে হবে। আপনি নিশ্চই বাসা ঠিক করা পর্যন্ত রাস্তায় থাকতে চাইবেন না?

২। বাসা ঠিক করা: বাসা ঠিক করতে অন্তত ১/২ মাস!! সময় লাগবে এই সময় টা আপনি কোথায় থাকবেন? সরকার কিন্তু বাসা ঠিক করার ব্যবস্থা কর্তেছে একটু খোজ খবর নিয়ে দেখুন।


৩। সম্ভব হলে নিজস্ব বাসা বানানো: এই চেষ্টাও সরকার করছে যেটা আরো সময় সাপেক্ষ আর কমপ্লিকেটেড ব্যাপার।

আমি বিশ্বাস করি সরকারের সৎ উদ্যোগ নিলে এতোদিনে দু-তিন হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা মোটেও কঠিন কিছু ছিলো না।

সরকার সেটা করেছে এবং আমি বিশ্বাস করি কুইক রেন্টাল ছাড়া সেটা কখনই সম্ভব ছিলো না। কারন আমার জানা মতে এমন কোন সাশ্রয়ী ব্যবস্থা নাই যেটা ৪ বছরের মাঝে ডিজাইন থেকে শুরু করে প্রডাকশনে যাওয়া সম্ভব এবং বাংলাদেশে।

এখন যারা বলছে ভিক্ষা চাইনা মা কুত্তা সামলা, এরাই তখন বলেছে আমার টাকা আছে, আমি টাকা দিতে রাজি, আমি কেন অন্ধকারে থাকবো। বাঙ্গালীর মনস্তাত্তিক ব্যাপার স্যাপার বোঝা বড়ই মুশকিল।

২) না (কারন ওইটা কুইক রেন্টাল বইল্যা)।
ক্যান কুইক রেন্টালের বিদ্যুত কি শুধুই মায়ন্স্যেই খাইছে? কোনকিছুই প্রডাকশনের কাজেই লাগে নাই? যেই কারখানা গুলা বন্ধ থাকতো বিদ্যুত না থাকলে?


আসলে সব কিছুতে বিরোধীতা করা আমাদের অধিকার হয়ে গেছে। তা না হলে আমরা এখনো ১০ টাকা সের চাল খেতে চাই আবার কৃষক বাচাতে চাই।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

এস. এম. ওমর হাবিব বলেছেন: কুইক রেন্টাল ছিল সময়ের দাবী। যখন বর্তমান সরকার ক্ষমতায় আসে তখন আমরা ১ ঘন্টা বিদ্যূত পাইতাম আর ২ ঘন্টা করে লোডশেডিং আর এভাবেই সারাদিন চলত। কুইক রেন্টাল ছিল সাময়িক সমাধান এবং আমরা সেটা পেয়েছি।

আর সরকার যে কুইক রেন্টাল নিয়েই বসে আছে সেটা কিন্তু না, নতুন নতুন বিদ্যূত কেন্দ্র নির্মিত হচ্ছে। এছাড়াও পারমানবিক বিদ্যূত কেন্দ্র নিয়েও সরকার কাজ করছে।

সরকারের সফলতা অবশ্যই আমাদের স্বীকার করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.