নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

Project Wallet Drop: সৎ শহরের তালিকা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

বিখ্যাত রিডার্স ডাইজেস্ট সাময়িকী পৃথিবীর ১৬টা সিটিতে, টাকা ভর্তি মানি ব্যাগ ফেলে রেখে দেখতে চেয়েছে যে কয়টা মানিব্যাগ ফেরত পাওয়া যায়। প্রতি সিটিতে ১২ টা ব্যাগ সাথে ৫০ ডলার আর মালিকের টেলিফোন নাম্বার দেওয়া ছিল।



১২টার মধ্যে ১১টা মানি ব্যাগই ফিরত দিয়ে, ফিনল্যান্ডের হেলসিংকি নাম্বার ওয়ান honest city হিসাবে পরিগনিত হয়েছে। ১২টার মধ্যে মাত্র একটা ব্যাগ ফিরত দিয়ে, পূর্তগালের লিসবন শহর সবার শেষে স্হান করে নিয়েছে (যে ব্যাগটা ফেরত এসেছে, তা হল্যান্ডের এক পর্যটক দম্পতি ফেরত দিয়েছেন)



ভারতের মুম্বাই ৯টা ব্যাগ ফিরত দিয়ে দ্বিতীয় honest city হিসাবে লিস্টে স্হান করে নিয়েছে....



বিস্তারিত এখানে:



Click This Link





ঢাকার স্হান কেমন হবে .... 50% return????

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১

বেঙ্গলেনসিস বলেছেন: ঢাকার ক্ষেত্রে দুই স্টেপে চিন্তার করতে হবে। ১. লোকজন ব্যাগকুড়িয়ে পেলে পোস্ট করবে কিনা? ২. পোস্ট অফিস কর্তৃক ডেলিভারী হবে কিনা?

ঢাকার মানুষ যদি ৫০% সৎ হয় তাহলেও ব্যগ ফেরত যাওয়ার ঘটনা ঘটবে ২৫%। প্রথমে ৫০% ব্যাগ পোস্ট করা হবে। আর সেই ৫০% ব্যাগ থেকে ৫০% ব্যাগ ডেলিভারী হবে!

(ব্যাক্তিগতভাবে আমি এই ধরনের সততার পরীক্ষা ঠিক রুচিসম্মত মনে করি না। সততা পরিবেশ, পরিস্থিতিসহ আরো অনেক কিছুর উপর নির্ভর করে)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কলাবাগান১ বলেছেন: "ব্যাক্তিগতভাবে আমি এই ধরনের সততার পরীক্ষা ঠিক রুচিসম্মত মনে করি না। সততা পরিবেশ, পরিস্থিতিসহ আরো অনেক কিছুর উপর নির্ভর করে"
ঠিক কথা

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বশর সিদ্দিকী বলেছেন: ঢাকার মানুষ যথেস্ট ভাল। এব্যাপারে আমার ভাল একটা অভিজ্ঞতা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.