নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

আংগুলের দৈর্ঘ্য বলবে ভবিষ্যত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

বিশ্ববিদ্যালয়ের কাজে গ্রোথ হরমোন এস্ট্রজেন নিয়ে পড়ার সময় এই ইন্টারেস্টিং আর্টিকেলের সন্ধান পেলাম। যেটা খুব সহজেই বিশ্বাস যোগ্য সাইন্স দ্বারা বুঝিয়ে বলছে যে ইনডেস্ক ফিংগার আর রিং ফিংগারের দৈর্ঘ্যের অনুপাত যেটা বাচ্চা মায়ের ওম্বে থাকার সময় ডেভেলপ করে, তা বলে দিতে পারবে বাচ্চার সেক্সুয়াল ওরিয়েন্টেশন (গে অর স্ট্রেইট), ম্যাথ স্কীল, অটিজম, ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভবনা। বিশ্বাসযোগ্য কেননা গ্রোথ হরমোন (মেইনলি সেক্স হরমোন) এস্ট্রজেন আর টেস্ট্রোজেনের লেভেল দ্বারাই বাচ্চার আংগুল বেড়ে উঠার কথা টেক্সট বইয়ে লিখা আছে। মিলিয়ে দেখুন আপনার আর আপনার বাচ্চার ভবিষ্যত।



বিস্তারিত:



আরো দেখুন এখানে:



http://www.viewzone.com/fingersx.html

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: বিয়ার আগে তাইলে আংগুল দেখতে হবে B-)) B-)) B-))

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

কলাবাগান১ বলেছেন: আগে নিজের টা মিলিয়ে দেখুন....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

কলাবাগান১ বলেছেন: আপনার ম্যাথ স্কিল ভালো না বাংলা/ইংলিশ ভালো... তা মিলে কিনা দেখুন

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: জি আর ই, ম্যাথ - এ ৮০০, আর ভারবাল - এ ২৭০ পেয়েছি, আংগুলেও তা মিলছে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

কলাবাগান১ বলেছেন: এই ট্রেন্ড তো (জিআরই তে ম্যাথে বেশী ভারবালে কম) বাংলাদেশী ১০০% স্টুডেন্টের মাঝে দেখি (অন্তত আমার দেখায় আমেরিকায় ভর্তির জন্য এপ্লিকেশনে)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এই ত আমাদের দেশে তাবিজের যে বই আছে ঐ বই গুলাতে অনেক আগে থেকেই হাতের পায়ের এবং আংগুলের আকার আকৃতি দেখে মানুষের বৈশিষ্ট্য বলত এখন ত দেখি তাদের এইসব জাদুকরী বিদ্যা মিলে গেছে বিজ্ঞানের সাথে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

কলাবাগান১ বলেছেন: তাবিজ দিয়ে তো মানুষের বৈশিষ্ট্য বলত না.. আপনি কি গনকদের কথা বলছেন?

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গে-স্ট্রেইটের ব্যাপারটা আগে দেখেছি, কিন্তু মিলে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

কলাবাগান১ বলেছেন: হয়ত আপনার দেখাটা স্ট্যাটিসটেকিলি সিগনিফিকেন্ট না। কয়েক হাজার লোক কে দেখলে মিলবে বলে আমার বিশ্বাস।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি মানে, আমি না। অনেকে। কিন্তু আপনার কথা ঠিক। সায়েন্টিস্টরা তো আর এমনি এমনি বলেনি।

"গে আর স্ট্রেইট নাকি মানসিক অসুস্থতা"! এস্ট্রজেন আর টেস্ট্রোজেনের লেভেল কিভাবে ডিসাইড করবে? #:-S |-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

কলাবাগান১ বলেছেন: "গে আর স্ট্রেইট নাকি মানসিক অসুস্থতা" আপনার এই কথাটা সাথে কোন ভাবেই সহমত হতে পারলাম না। প্রচুর পেপার বের হচ্ছে, যেখানে জেনেটিক বেসিস অফ গে-লেসবিয়ান ডেভেলপমেন্টের কথা প্রকাশ হচ্ছে। আর যদি চার্চের পুরহিত বা আমাদের হুজুরদের মত কথা বলেন, তার পক্ষে কোন সাইন্টিফিক রিজনিং দেখানো যাবে না

এটা পড়ুন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন-পপুলার সাইন্স, সহজ ভাবে এক্সপ্লেইন করা হয়েছে)

http://www.bbc.co.uk/news/magazine-26089486

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা আমার কথা না হা হা হা। ব্লগে বিভিন্ন মানুষ বলে, আমি সেটা নিয়ে একটু ফান করলাম :P

আমি ডেফিনিটলি এটা মানসিক অসুস্থতা মনে করি না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

কলাবাগান১ বলেছেন: ব্লগে যারা এসব বলে, তাদের দলে তো আপনি পড়েন না.... তাই আমার রিয়্যাক্টিভ উত্তর.........

ফান বুঝতে দেরী হল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.