নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

শিশুর ৩জন পিতা-মাতা: এখন সম্ভব

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৯

একজন শিশুর ২ জন মাতা ও একজন পিতা হওয়ার টেকনিক কে অনুমোদন দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে আমেরিকার রেগুলেটরি এজেন্সী এফডিএ এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এখনও কোন রায় দিতে পারছে না। ব্রিটিশ সরকার মনে হয় সহসাই এর অনুমোদন দিবে।





আমরা সবাই জানি যে সেলের নিউক্লিয়াসে ডিএনএ (জিন) থাকে যার এক কপি বাবা থেকে আরেক কপি মার থেকে এসে থাকে। কিন্তু মাইটোক্রোনডিয়া বলে আরেকটা অরগানেল আছে সেলের মধ্যে যেখানে ও ডিএনএ আছে যার পুরাটাই মার থেকে বাচ্চারা পেয়ে থাকে। সেখানের ডিএনএ মাঝে ১৫-২০টা জিন থাকে কিন্তু ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ এর জন্য কিছু রোগ হয় (muscular dystrophy and some heart and liver conditions)



এখন কোন মা র যদি ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ থাকে, তাহলে উনি অন্য মহিলার সুস্হ মাইটোক্রোনডিয়াল ডিএনএ দ্বারা নিজের ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ কে প্রতিস্হাপিত করতে পারেন নিজের ডিম্বাশয়ের মাঝে। এখন এই ডিম্বাশয়কে বাবার ষ্পার্ম দ্বারা নিষিক্ত করার পর যে বেবী তৈরী হবে তার মধ্যে দুজন মহিলার ডিএনএ ও বাবার ডিএনএ থাকবে কিন্তু তার কোন মাইটোক্রোনডিয়াল ডিএনএ বাহিত রোগ হবে না যদিও একজন মাতার ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ ছিল।







বিস্তারিত দেখুন:



Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২১

সীমানা ছাড়িয়ে বলেছেন: হেহে, দুইটা বউ এলাও করার ফন্দি =p~

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

করিম কাকা বলেছেন: :) :) :) ভালা লাগলো। দুইডা বিয়া করা এখন সময়ের বেপার ;)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: :-B

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

উদাস কিশোর বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: হেহে, দুইটা বউ এলাও করার ফন্দি

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

বিপ্লব06 বলেছেন: সেইম থিং!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.