নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

কিসের ছবি????

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৩





কিসের ছবি এটা..... গত মাসের ১৫ তারিখের চন্দ্রগ্রহনের সময় তোলা ছবি। এই ছবি কিন্তু প্রমান করে যে মানুষ চাদে গিয়েছিল.....



কন্সপিরেসি থিয়োরিতে যারা বিশ্বাস করে (মানুষ চাদে যায় নাই), তাদের জন্যই এই ছবি......।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: ১৯৭১ সনে এপোলো ১৫ এর এস্ট্রোনটরা চাদের বুকে একটা গ্লাস রিফ্লেকটার রেখে আসে। আর পৃথিবী থেকে লেসার লাইট বীম টাকে সেই রিফ্লেকটার দিকেতাক করে আলো ছোড়া হয়।

By determining the light travel time delay of the returning laser pulse, the experimental team from UC San Diego is able to measure the Earth-Moon distance to millimeter precision and provide a test of General Relativity, Einstein's theory of gravity.

আর এই ডিসট্যান্স মাপার কাজ টা ভালভাবে করা যায় পূর্ণ চন্দ্রগ্রহনের সময়।

২| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৪

বালুন বলেছেন: ক্যান গত বছর না সাইদী রে চান্দে দেখলুম না।

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮

কলাবাগান১ বলেছেন: এই লেজার বীম তো তাকে ভস্ম করে দিবে.........।

৩| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫

হেডস্যার বলেছেন:
ইন্টারেষ্টিং...ভালো একটা জিনিস জানলাম। থ্যাঙ্কস। :)

৪| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৫

মুদ্‌দাকির বলেছেন: বুঝলাম মানুষ চান্দে গেছিলো |-) |-) |-) |-) |-) |-)

বুইঝা আমি কান্তে আছি :(( :(( :((

আর আপনে কত জ্ঞানী ;) ;) ;) ;) ;)

০৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

কলাবাগান১ বলেছেন: ইডেন কলেজের এক ছাত্রীর বিজ্ঞানের খাতা দেখার সৌভাগ্য হয়েছিল। প্রশ্ন ছিল উদ্ভিদ ও প্রানীর মধ্যে পার্থক্য কি। উত্তর দিয়েছিল: মানুষ পেশাব করে আর গাছ পেশাব করে না!!!!!

৫| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩৫

নীল আকাশ ২০১৩ বলেছেন: ভুয়া ছবি। চন্দ্রগ্রহণের সময় তো পৃথিবীর ছায়া পড়ে চাঁদ পুরোটাই ঢেকে যায়। তার আবার ছবি তোলে কি করে। যদি চাঁদের আড়ালে কিছু তারা-টারা ঢাকা পড়ে যায়, তবে না তার অস্পষ্ট অবয়ব দৃশ্যমান হতে পারে। পূর্ণ চাঁদের ছবি তোলা কিছুতেই সম্ভব নয়।

আপনি বরং একটা বিশ্বাসযোগ্য লিংক দেন। সেটা দেখে এসে তারপর আবার কমেন্ট করা যাবে।

০৫ ই মে, ২০১৪ রাত ৯:০৯

কলাবাগান১ বলেছেন: আপনার মত বিজ্ঞানী ব্লগে আছে বলেই বিজ্ঞান এখনও টিকে আছে.......
ব্লাড মুন কিভাবে হয়েছিল গত চন্দ্রগ্রহনের সময় তা গুগুলে দেখে নিয়েও কমেন্ট করতে পারতেন
দেখুন এখানে:

Click This Link

লিংক দিতে পারি কিন্তু একটু চেস্টা করলেই আপনিই বের করতে পারেন ছবি ব্যবহার করে গুগুল সার্চ দিন।

৬| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কন্সপিরেসি থিয়োরি =p~

৭| ১২ ই মে, ২০১৪ ভোর ৬:৩৭

পংবাড়ী বলেছেন: ছবি তো ছবি; এ সব ছবি হাইটেকে এডিটেড; আপনি কি বুঝতে এখানে দিয়েছেন?

১২ ই মে, ২০১৪ সকাল ১০:৩১

কলাবাগান১ বলেছেন: আপনার কাছ এমন কমেন্ট আশা করি নাই। নাসার ওয়েব সাইট হাই টেক এডিটেড ছবি দিয়ে জনগন কে সাত পাচ বুঝাবে বলে কি আপনি বিশ্বাস করেন???? এই ছবি পিকচার অফ দা ডে হিসাবে ওদের ওয়েব সাইটে দেওয়া আছে..... ওরা প্রত্যেক দিন ই একটা করে ছবি নির্বাচন করে পাবলিশ করে আর এই ছবিটা তারই একটা অংশ

৮| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:১৪

পংবাড়ী বলেছেন: আমি বুঝতে চেয়েছিলাম যে, নাসার টেকনোলীই শুধু এ ধরণের ছবি তুলতে পারে; কিন্তু আপনি তেমন কছু না লিখে এ ছবি কেন দিয়েছেন?

আমি নাসার বিশ্বস্ত পাঠক; ওদের ব্যাপারে আমার মনে কোন দ্বন্দ্ব নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.