নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হাফ প্রানী-হাফ উদ্ভিদ!!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

নিরীহ এই 'প্রানীর' নাম এলাইশিয়া (Elysia). এরা গ্রীন সি স্লাগ (sea slug) গোত্রের অন্তর্ভুক্ত।


কিন্তু প্রানী হলে কি হবে, এরা জীবন যাপন করে উদ্ভিদের মত সালোক সংস্লেশন (photosynthesis) করে।







এরা শৈবাল থেকে ক্লোরোপ্লাস্ট আহরন করে শরীরে জমা রাখে। আমরা জানি যে ক্লোরোফিল পিগমেন্টের সাহায্যে উদ্ভিদ সালোক সাংস্লেশন করে থাকে।





They are now called as the solar powered animal

একবার কল্পনা করে দেখুন যদি বায়োটেকনলজি ব্যবহার করে, কোন ভাবে মানুষের চামড়ার মধ্যে ক্লোরপ্লাস্টকে ঢুকানো যায়, তাহলে আমরাও কোন বাইরের খাদ্য ছাড়াই জীবন যাপন করতে পারব.. শুধু সূর্যের আলো ব্যবহার করে। কিন্তু প্রবলেম হল যে, শুধু ক্লোরোফিল থাকলেই photosynthesis করা যায় না, তার জন্য লাগে অনেক সাহায্যকারী প্রোটিন এবং এই সমস্ত প্রোটিন আপনার ডিএনএর মধ্যেই থাকতে হবে..... কিন্তু প্রানীর মধ্যে এই সমস্ত প্রোটিন তৈরী করার ডিএনএ নাই। হয়ত কোন এক সময় টেকনলজি বের হবে যখন জিন থেরাপি এর মাধ্যমে উদ্ভিদের ডিএনএ মানুষের শরীরে প্রতিস্হাপন করা সম্ভব হবে।



এই 'প্রানী' কিভাবে যেন শৈবাল এর ৫২ টা জিন (ডিএনএ) তার নিজের ডিএনএর মধ্যে প্রতিস্হাপন করে নিয়েছে এবং তাতেই এখন সম্ভব হয়েছে photosynthesis করে খাদ্য উৎপাদন করা।



Had Darwin known about this half animal-half plant, he would have loved relating it to his evolution theory.



Here is an amazing video (Like TED Talk) that show the promise of this animal in our life





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: অদ্ভুত !

মানুষের এই পরিবর্তন হলে :-&

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

কলাবাগান১ বলেছেন: মানুষের পরিবর্তন হবে না কিন্তু বায়োটেকনলজি ইউজ করে কোন একসময় হয়ত এই প্রসেস টা মানুষের মধ্যেও প্রসারিত করা সম্ভব হবে।


বাট নট ইন আওয়ার লাইফ টাইম...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.