নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালালার নোবেলে অনেক ব্লগারের ই দেখি গাত্রদাহ আরম্ভ হয়েছে। একজন 'নামকরা' ব্লগারকে দেখলাম সব খানে মন্তব্য করে যাচ্ছেন যে ব্লগ লিখলেই নোবেল পাওয়া যাবে....উনারা বিশ্বাস করেন না যে, বালিকা বয়সে সে কিভাবে বিবিসির ব্লগে তার দৈনন্দিন ডায়রী প্রকাশ করেছিল (ইংরেজীতে)..... এই লেখার সুত্র ধরেই তার মাথায় গুলি (যেটা অনেকেই বলেন ফেক!!! কিন্তু তারা তার মাথায় সার্জারী করা ছবিগুলি দেখেন না)।
কিন্তু তারা এটা বলতে ভুলে যান যে ঐ লিখা গুলি ছিল বিবিসির উর্দু বিভাগে........
যারা তাকে অবিশ্বাস করেন তারা আবার অনেকেই অবলিলায় চাদে সাঈদীকে দেখা যায় তা বিশ্বাস করেন..........
২| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৩
মামুন রশিদ বলেছেন: মালালার কাজকে সম্মান করি । নোবেল শান্তি পুরষ্কার সবসময়ই বিতর্কিত একটি বিষয় । সুতরাং এই দুইটি বিষয় বাদ ।
এবার আসেন অন্য প্রসঙ্গে । মালালা যে বাংলাদেশ সম্পর্কে খুব খারাপ কথা বলেছিল, সেটা কি ভুলে গেছেন!
আমার দেশকে নিয়ে যে বাজে কথা বলবে, সে যত জ্ঞানীই হোক আমার কাছে সে পরিত্যাজ্য ।
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: জি , ভ্রাতা , উনি যে উর্দুতে লিখতেন তা আমরা অনেকেই জানি । ওর উর্দু ব্লগ সাইট Click This Link
সে পোস্ট দেওয়া শুরু করে ৫ জানুয়ারি ২০০৯ থেকে এবং সেগুলো ১৯ জানুয়ারীর আগে ট্রান্সলেটেড হয়ে বিবিসির ইংলিশ ভার্সনে প্রকাশ পায় এখানে !!!!!!!!!!!!!!!!!!!! Click This Link
পোস্ট গুলো পড়ে দেইখেন । বুঝতে পারবেন অনেক কিছুই
অটঃ সাইদিরে কে কে দেখছে জানিনা , তবে আমি দেখছিলাম একজনরে চান্দে , তারে পাবেন এইখানে ব্রেকিং নিউজঃ সানি লিওনকেও এখন চাঁদে দেখা যাচ্ছে
ভুলিয়া গেছেন নি ভ্রাতা ?
@মামুন রশিদ ভাইয়ের সাথে একমত ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: সরি , ৩ জানুয়ারি ২০০৯ থেকে * হবে
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৫
নিলয় চাকলাদার বলেছেন: মালালা শান্তিতে নোবেল পেয়েছে, এটা যেমন একটি সত্য, বাংলাদেশকে অপমান করলে আমাদের গায়ে লাগবেই, এটা তেমনি আরেকটি সত্য। নিচের ছবিটি দেখুনঃ