নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবোলা নিয়ে যে রকম হই চই হচ্ছে, তাতে আসলে এটাকে কে একটা ভয়ংকর রুপ দেওয়ার চেস্টা হচ্ছে। আজ পর্যন্ত্য একজনও রুগিকে সেবা দেওয়ার সময় ছাড়া এই রোগে সংক্রামিত হওয়ার নজির নাই। সংবাদ মাধ্যমগুলি (বিশেষ করে সিএনএন) এমন ভাবে খবর প্রকাশ করছে যে, মানুষ জন ভয়ে অস্হির। টেক্সাসে যে লোক মারা গেল, তার বাসায় পাচজন ছিল, একজন ও তো ইবোলাতে আক্রান্ত হল না। নার্স আক্রান্ত হল, কেননা হাসপাতাল ঠিকমত প্রটেক্টিভ গিয়ার দেয় নাই। নাইজেরিয়ার এক রুগি প্লেনে বমি করতে করতে হাসপাতালে গেল, কিন্তু একজন যাত্রীও কি আক্রান্ত হয়েছে?? টেক্সাসের নার্স যে বিমানে করে ভ্রমন করেছে, সেখানে প্রায় ৮০০ যাত্রীকে মনিটর করা হচ্ছে আমি ১০০% শিয়র যে একজনও ইবোলাতে আক্রান্ত হবে না। আপনি যতক্ষন পর্যন্ত্য বডি ফ্লুইডের সংস্পর্শে না আসছেন, আপনার কোন ভয় নাই। আফ্রিকাতে পুয়র মেডিক্যাল সিস্টেম আর সামাজিক রীতিনিতি ই দায়ী এভাবে লোক মারা যা্ওয়া। প্রতি বছর ফ্লু তে এর চেয়ে ১০ গুন বেশী লোক মারা যায়। আমেরিকার নার্সদের ছবি দেখুন ইউটিউবে.। মনে হচ্ছে যেন উনারা সিম্পলি ফ্লুতে আক্রান্ত। এই পর্যন্ত্য ৭-৮ জন আমেরিকান আক্ড়ান্ত হয়েছেন কিন্তু একজনও মারা যায় নাই কেননা তাদের প্রতিরোধ করার মেডিসিন আছে... লাইবেরিয়ার রোগীকে ঠিকমত সেবা না দেওয়ার অভিযোগ আছে। ছবিতে যে লোকটাকে দেখছেন যে ইবোলা আক্রান্ত রোগীকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে (কোন প্রটেকশন ছাড়া), ঐ লোক কি ইবোলাতে আক্রান্ত হবে.... কোন ভাবেই না.......
তাই সবার উচিত , ভয়কে জয় করা
২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
কলাবাগান১ বলেছেন: এখানে সাস্পিসিয়াস বলে কিছু নাই এগুলি হল যারা চাদে সাঈদে দেখে, তাদের উর্বর মস্তিস্কের ফসল।
এরা সব কিছুতেই কন্সপিরিসী দেখে। অনেকের মতে আমেরিকা এটা ছড়াচ্ছে বলা হচ্ছে..। আমেরিকার কি লাভ হবে আর সে যদি করতই এটা কে ফ্লু ভাইরাসের মত ছড়ানোর ব্যবস্হা করত (বাতাসে ছড়ানো- বেশী ইফেক্টভ করার জন্য)... আফ্রিকাতে ছড়ানোর আগে তাহলে সে আল কায়েদা/আই এস এর উপর এটা ছড়াতো
২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪
খেলাঘর বলেছেন:
৪ হাজারের বেশী মানুষ মরেছে আফ্রিকার ৩ দেশে; আমেরিকায় ১ জন।
বাংলাদেশে ঢুকতে পারলে ভয়ংকর পরিস্হিতির সৃস্টি হবে।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬
কলাবাগান১ বলেছেন: বডি ফ্লুইডকে যদি ১০০% সর্তকতার সাথে হ্যান্ডেল করা হয়, তাহলে এত ভয় পাওয়ার কিছুই নাই
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বডি ফ্লুইডের সংস্পর্শে না আসা পর্যন্ত ইবোলাতে আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে। তেমন আতঙ্কিত হওয়ার কোন কারন নেই।
এই রোগটির টিকা আবিষ্কার হয়ে যাবে এক বছরের মধ্যেই।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭
কলাবাগান১ বলেছেন: ঠিক বলেছেন
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৫
খেলাঘর বলেছেন:
যদি, যদি, যদি
আমাদের স্বাস্হ্য মন্রী ব্যস্ত আছেন বিএনপি নিয়ে।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩০
খেলাঘর বলেছেন:
বাংলাদেশে ইবোলা ঢুকলে সহজে থামানো যাবে না; মানুষ ভুল ধারণা নিয়ে বসে আছে।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮
কলাবাগান১ বলেছেন: ভুল ভাংগানোর কাজ সরকারের কিন্তু আমি বাস্তবতা কে বুঝিয়েছি (আমেরিকার অবস্হায়); আমিও একমত বাংলাদেশে ঢুকলে বিপদ আছে (হাইজিন মেইনটেইন না করার জন্য)
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ইবোলা পুরো ব্যাপারটাই সাস্পিশিয়াস । তবে মানুষ মরছে এটা সত্য ! দেখা যাক কি হয় !