নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্হান এশিয়াতে প্রথম

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২০

কখনই ভাবি নাই যে পৃথিবীর কোন সার্ভে র‌্যান্কিং এ বাংলাদেশ কে প্রথম ১০ দেশের মধ্যে দেখতে পারব। আমরা তো সব সময় বাংলাদেশকে র‌্যান্কিং এ তলার দিকে থাকতে দেখি। এবার ২০১৩ সালের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ সার্ভেতে দেখা যাচ্ছে পলিটিক্যালি বাংলাদেশ এশিয়াতে সবার শীর্ষে আছ। সমগ্র পৃথিবীতে এই লিস্টে বাংলাদেশের স্হান হল দশম।





যেখানে আমেরিকা র র‌্যান্ক হল ৫৪- দেখতে ভালই লাগছে লিস্টটাকে দেখে ------ বিশ্বের নামক ডেভেলপড দেশের নামের পাশে বাংলাদেশের ও নাম।



অনেকে না মানলেও আমি বিশ্বাস করি এই সরকার জেন্ডার গ্যাপ কমাতে আন্তরিক। কিন্তু কোনদিন আই এস মানসিকতার কোন দল যদি বাংলাদেশে আসে, এই অর্জন রাতারাতি ধুলিসাৎ হয়ে যাবে।



ওভার অল বাংলাদেশের স্হান ৬৮ (১৪২ টা দেশের মধ্যে)

http://www.bbc.com/news/world-29722848



যদিও কাল অনেক পত্রিকা এটা নিয়ে খবর করেছে, পুরা রিপোর্ট টা পড়তে হলে এখানে ক্লিক করুন

Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৫

কলাবাগান১ বলেছেন: কেউ আবার না কন্সপিরিসি থিয়োরী নিয়ে আসে যে আওয়ামী টাকা খেয়ে এই লিস্ট বানিয়েছে!!!!!!!

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর একটি পোষ্ট
+++++++

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি যদি বলতেন GDP/GNP Millennium goal Achievement এ আমরা প্রথম তাও মানতাম কিন্তু গনতান্ত্রিক হিসেবে ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। যেখানে ৩০০ আসনের ১৫৪ আসনে নির্বাচন হয় না। প্রথম বার ভোটার হবার পর ভোট দিতে পারলাম না। সেখানে গনতন্ত্র!

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪

কলাবাগান১ বলেছেন: জামাতি লোকজন আর যা চায় না কেন, মেয়েদের এগিয়ে যাওয়াকে পছন্দ করে না

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

কলাবাগান১ বলেছেন: একটু কস্ট করে অরিজিনাল রিপোর্ট টা দেখলেই দেখতেন যে সেখানে বাংলাদেশের পিপিপি (জিডিপি per capita) $2364 যেটা দ্বিগুন এর বেশী (১০ বছর আগের চেয়ে)
http://reports.weforum.org/global-gender-gap-report-2014/economies/#economy=BGD

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
"গনতান্ত্রিক হিসেবে ভাওতাবাজি ছাড়া আর কিছুই না।"

এগুলা দিয়ে কি হবে। এদিয়ে কি গলায় বানাবে?

দেশের এবং দেশের মানুষের উন্নয়নই আসল কথা।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

কলাবাগান১ বলেছেন: ৫০% মহিলা। দেশের জনগনের ৫০% এগিয়ে আসলে, সেটা দেশের ও উন্ণয়ন। জামাতি লোকজন চায় না মহিলার এগিয়ে আসুক

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

চলতি নিয়ম বলেছেন: @আল-শাহ্‌রিয়ার, ৩০০ আসনের ১৫৪ আসনে নির্বাচন হয় নাই কেন ?

কে দায়ী এর জন্য?

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

মহান অতন্দ্র বলেছেন: যে যাই বলুক সামান্য ভাল খবর ও , ভাল খবরই । ভাল থাকুন । ধন্যবাদ ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি আসলে দলীয় দৃষ্টি কোন থেকে বিবেচনা করেছেন আসলে আপনার নিজের কোন বিবেচনা এখানে ফুটে ওঠেনাই। আর কোন খারাপ কাজের বিরোধিতা করলেই কি মানুষ জামাত হয়ে যায় বলে আপনারা মনে করেন? পারলে নিজের মনের কথা বলুন অন্যের শেখানো বুলি নয়।
আপনার পাল্টা উত্তরের অপেক্ষা করছি না।
কেউ জেগে থেকে ঘুমানোর ভান করলে তাকে জাগানোর চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
এটা সত্য নারীকে অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা তুলনামূলক ভালো অবস্থানে আছি, কিন্তু গনতন্ত্রিক দিক থেকে কখনোই নয়।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: @চলতি নিয়ম
৩০০ আসনের ১৫৪ আসনে নির্বাচন না হওয়া এবং এর জন্য
দায়ী বাংলাদেশের নির্বাচন বাবস্থা আর প্রতিটি দলই, তবে সরকারি দলের দায় অন্যদলগুলোর থেক নিশ্চিত ভাবেই বেশি।

৯| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

খেলাঘর বলেছেন:

এটাও একটা সুচক, ভালো।

মুশকিল হলো যে, এখানে সাজেদা চৌ, রওশন এরশাদ, কবরী, খালেদা বেগম, মতিয়া চৌ'রা বড় ধরণের ওজন দিয়েছে সুচককে, যা সুচকের ওজন বাড়ছে, আবার জাতির ঘামও জরাচ্ছে সেই ওজন!

খালেদা বেগম থাকলে এখানে আসতো না।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

খেলাঘর বলেছেন:

সুচক হলো অংকের 'গড়', সুচকের ডিস্ট্রিবিউশন ঠিক হওয়া দরকার।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

কষ্ট - ১ বলেছেন: ভাল একটি পোস্ট। পোস্টে +++++

১২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

খেলাঘর বলেছেন:


সুচক কিন্তু ডিস্ট্রিবিউশন সম্পর্কে ডিটেইলস বলে না। বাংলাদেশ ভালো করছে, কিন্তু উহার সিংহভাগ কার ঘরে যাচ্ছে?

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সত্যিই গর্ব করার মতো সংবাদ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.