নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর ভন্ডামি

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

আর কত করবে প্রথম আলো.... যার দেড় লাখ টাকার গরু, পাকা দেওয়ালের বাড়ী আছে তাকে দেখালো যে দারিদ্র‌র কারনে নিজে কাধে জোয়াল তুলে হাল চাষ করছেন কৃষক...... দেশকে এমন ভাবে দেখালে তো তাদের ই লাভ.....। ১৯৭৪ সনে দেখিয়েছিল বাসন্তী কে মইনুল হোসেনের ইত্তেফাক ..... প্লট বানাতে তো হবে


ভিডিওতে দেখুন সেই কৃষকের বাড়ীর অবস্হা
এখানে
এলাকার লোকজনের কথা শুনে দেখুন.... আশেপাশে কারো এমন অবস্হা কি হয়েছে যে নিজে কাধে জোয়াল নিয়ে হাল চাষ করার মত?


ওয়াশিংটন ডিসিতে এক পরিচিত প্রায় দেশে যান আর যেহেতু উনি বিনপির সাপোর্টার, প্রতিবারে ই ফিরে এসে উইক এন্ডের পার্টিতে দেশ ডুবে যাচ্ছে, কারো কোন আশা নাই, নৈরাজ্য এই সব বলে বেড়াতেন কিন্তু গতকাল দেখলাম সম্পূর্ন অন্য রূপ... এবার স্বীকার করলেন যে দেশ অনেক এগোয়ে গিয়েছে? আমি জানতে চাইলাম ব্যাপার কি?? উনার উত্তর-- হ্যাসেল ফ্রি ট্রেনে জার্নি গ্রামের বাড়ী (ফোনে টিকেট কিনা), বিদ্যু সব সময় থাকা, সবার সচ্চল অবস্হা........

আর প্রথম আলো উঠে পড়ে লেগেছে দেশকে অচল বানাতে....। তারা কার স্বার্থে এসব করছে???

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: খুব খারাপ এটা

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

কলাবাগান১ বলেছেন: এরা জেনেশুনে দেশে অরাজকতা সৃস্টি করতে চায়

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

গরম কফি বলেছেন: দেশের অবস্হা আসলেই খারাপ তবে উন্নত বিশ্বের তুলনায় ।তবে দেশের স্বরন কালের যে কোন সময়ের তুলনায় ভালো ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

কলাবাগান১ বলেছেন: এই যুগে কেউ জোয়াল কাধে নিয়ে হাল চাষ করছে অভাবের তাড়নায়?????

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

আরাফআহনাফ বলেছেন: হাল চাষ করা তো হয় জমি নরম করতে.......ছবি বলছে জমি নরমই আছে....তাহলে জোয়াল কাধে নিতে হবে কেন?

প্রশ্নটা মাথায় এসেছিল পেপার খুলেই..........। আলোচনা করেছিলাম নিজেদের মাঝে.......। উত্তর মেলাতে পারিনি।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই..। এটা যে সেট করা তা বুঝা যায়

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

লাজুক ছেলে...... বলেছেন: ভন্ডামি অভ্যাস টা আর গ্যালো না প্রথম আলোর........ দিন দিন বাড়তেয়াছে

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: দিন দিন বাড়তেছে

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

নিলু বলেছেন: তবুও প্রথম সারীর পত্রিকা বলে দাবীদার , পত্রিকা গুলির জবাবদিহি খুব জরুরী , গুঁজব রটালে বা রটলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: "গুজব রটালে বা রটলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য ।"

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

এরশাদ বাদশা বলেছেন: প্রথম আলো দালাল পত্রিকা, এ আর নতুন কি....

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

কলাবাগান১ বলেছেন: কার দালাল জানতে চাই

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

জেকলেট বলেছেন: অনেকেই সরকারের বিরোধিতা এবং দেশের বিরোধীতা এক করে ফেলেন। এটা ঠিক না। দেশ এগিয়ে জাচ্ছে আর তার জন্য সরকার থেকে ও এ দশের মেহনতি মানুষের অবধান অনেক বেশি।
আর বাংলাদেশের সব দল সরকার মোটামোটি একি রকম দেশ চালায়। এখানে সামরিক বেসামরিক, আওয়ামিলীগ বিনপি জাতীয় পার্টি খুব বেশি ব্যাবধান নাই

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

কলাবাগান১ বলেছেন: সরকারের একনমিক পলিসির জন্যই একটা দেশ এগিয়ে যায় কেন না তাদের পলিসির জন্য জনগন একনমিক কর্মকান্ড চালাতে পারে। আর জামাত-বিনপি এর আমলে পাচবার দূর্নীতি তে চ্যাম্পিয়ন হয়। যদি সব সরকারের সময় হয়, তাহলে জামাতি দের আমলে হল না কেন?????

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

জনাব মাহাবুব বলেছেন: এই রিপোর্টটা মিথ্যা কেমনে হইল বুঝলাম না। :-*

তারা তো ছবি তুলেই পত্রিকায় দিয়েছে। তাহলে আপনি কি বলবেন যে, ছবিটা ভূয়া।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: এটা যে সেট করা ছবি??? কয়জন কৃষক এখন এভাবে হাল চাষ করেন অভাবের তাড়নায়...

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি প্রথম আলোতে ব্লগিং করতাম। সুতরাং তাদের কাছে আমার মেইল আইডি আছে। ব্লগ বন্ধ হয়ে যাওয়ার পর এখন তারা প্রায়ই বিশেষ কোন খবরের লিংক আমার মেইলে পাঠিয়ে দেয়। ব্যাপারটাতে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। তবে তারা কার হয়ে গোপনে কাজ করে যাচ্ছে? B:-)

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

জেকলেট বলেছেন: ভাই আপনার এই পোস্ট এ আমি রাজনীতির বাইরে থেকে মন্তব্য করেছিলাম।

বিএনপি যদি পাচবার হয় আওয়ামিলীগ ও একবার হয়েছিল। আর বর্তমানেও দুর্নীতির মাত্রা কমেনি বরং বেড়েছে। এইটা রেপো্র্ট দেখলেই বুজা যায়।

বিএনপি ও বলতে পারে ওদের সময় বাংলাদেশ নেক্ষ্ট ইলিভেন স্বীকৃতি পেয়েছিল। টাইমস এ প্রছ্চদ হয়েছিল ডেভোলাপমেন্টের জন্য। তলাবিহীন জুড়ির জন্য নয়।

আর সিষ্টেমেটিক করাপশন বুজেন?? আওয়ামিলীগ খু সম্ভবত সারা দুনিয়ায় এর জন্য অনুকরনীয়। শেয়ার মার্কেট উদাহরন।

ভালো থকেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.