নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাভিশন মাফ চেয়েছে!

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

বাংলাভিশন টিভি সাম্প্রতিক মেয়র ইলেকশনের সময় একটা ছোট বাচ্চা ৫-৬ বার ভোট দেওয়ার কথা প্রচার করে এবং জামাতি-রাজাকার রা এই 'খবরটাকে' নিয়ে অনলাইনে ঝড় তুলে। এরা সারা বিশ্বের নেতাদের কাছে ও নালিশ করতে সব এই সব উপাত্ত ইউজ করে। কাল দেখলাম বাংলাভশন টিভি স্কৃলে মাফ চাচ্ছে যে খবরটা ছিল সাজানো। হায়রে বাংগালী চাল........দেশ এগিয়ে যাচ্ছে তাতে জামাতিদের মাথা খারাপ। মুজিব-ইন্দিরার ৪০ বছরের গোলামীর চুক্তি বলতে বলতে বিপুল সংখ্যক জিয়া সৈনিক তৈরী হয়েছে কিন্তু একবার ও কোনদিন এরা চিন্তা করে নাই কেন বংগবন্ধু গোলামীর চুক্তি করবে। যে চুক্তিতে দেশ ১০০০০ একর জমি লাভ করে, তাকে আমি গোলামীর চুক্তি বলতে ও রাজী।

মিসরের মত দেশে ও ৮-১০ ঘন্টার বেশী বিদ্যুত থাকে না সেখানে বাংলাদেশ গতমাসে ও ৬ টা নতুন বিদ্যুত কেন্দ্র আরম্ভ করল। বিশ্বব্যাংকের মত মোড়লদের চোখে চোখে রেখে বলতে পেরেছে যে তোমার টাকার দরকার নাই, নিজের টাকায় পদ্মা সেতু বানাবো। যাদের এদের সহ্য হয় না, তারা আবার শুধু খাম্বা পেলেই খুশী....বিদ্যুতের দরকার নাই

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

এ সামাদ বলেছেন: ota ki mittha silo?

১০ ই মে, ২০১৫ রাত ৮:১৪

কলাবাগান১ বলেছেন: মিথ্যা না হলে মাফ চাই বে কেন????

২| ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আওয়ামীলীগ কি এমনই দেওলিয়া হয়ে গেছে যে, ৬-৭টা ভোটের জন্য একটা বাচ্চা ছেলের সাহায্য নিতে হবে?
মানুষের বিবেক থাকা উচিত। আমি যদি সেদিন মিডিয়ার সামনে বলতাম, আমি ১০ টা ভোট দিয়েছি, তাহলে বোধহয় সেদিন কাভারেজ পেতাম। কেউ তো আর আমার কাছে ভোট দেওয়ার প্রমাণ চাইতো না।

১০ ই মে, ২০১৫ রাত ৮:১৫

কলাবাগান১ বলেছেন: মিথ্যার বেসাতি করেই এরা ধর্মপ্রান মসুলমানদের কে ভুল পথে চালাচ্ছে এরা

৩| ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ ফিরোজ. বলেছেন: দেউলিয়া হয়ে গেছে বলেই পুলিশ এবং লীগ দিয়ে ভোট ডাকাতি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে জান প্রাণ দিয়ে। ঐ শিশুরটা মিথ্যাই মেনে নিলাম। কিন্তু এই শিশুর কাহিনী তো ভোট ডাকাতির বিশাল সমূদ্র থেকে মাত্র এক বালতি পানি মাত্র!! বাদই দিলাম সেই এক বালতি...

১০ ই মে, ২০১৫ রাত ৮:১৭

কলাবাগান১ বলেছেন: ভোটা টা আরো ভাল হতে পারত তাই বলে যে ভাবে ঢালাও ভাবে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচিত মেয়ররা জোচ্চুরি করে নির্বাচিত হয়েছেন, তার কোন সত্যতা নাই

৪| ১০ ই মে, ২০১৫ রাত ৮:০০

প্রভাষ প্রদৌত বলেছেন: আহমেদ ফিরোজ. , ভাই আপনি কি আগের ২০০৩ সালের ঢাকা সিটি করপোরেশন এ বিএনপি'র কারচুপি দেখেছেন ?????????????? সে তুলনায় হাজারগুন ভাল সুষ্ঠ নির্বাচন হয়েছে ।

১০ ই মে, ২০১৫ রাত ৮:১৮

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই। পদ্মা সেতু শেষ হলে তখন খুজতে থাকবে কোথাও কোন ফাটল খুজে পাওয়া যায় কিনা যেমন খুজে পেয়েছিল হানিফ ফ্লাইওভারর

৫| ১০ ই মে, ২০১৫ রাত ১১:০২

শামস 8929 বলেছেন: ভাই একটা সত্য কথা বলি। ভোটের দিন সকালে আমর ভিগ্নিপতি (আমি আমার বোনের বাসায় থাকি) আমাকে ঘুম থেকে জাগিয়ে বললেন যে তাড়াতাড়ি যান কেন্দ্রে মানুষ কম আছে ভোট দিতে কষ্ট হবেনা। তিনি ভোট দিয়ে এসছেন। আমি গেলাম এবং প্রায় ফাঁকা অবস্থায় ভোট দিয়ে আসলাম। কিছু অল্প বয়সী ছেলেদের গায়ে আনসার জ্যাকেট দেখলাম যেটা সত্যিই বিস্ময়ের ছিল। সারাদিন এলাকায় প্রচুর লোকজনকে যেতে দেখলাম ভোট দেয়ার জন্য। আমার কেন্দ্রের আশেপাশে কোনরূপ কোন বিশৃঙ্খলা দেখিনি এবং আমার ভগ্নিপতিও দুপুর পর্যন্ত বললেন যে, খুবই সুন্দর এবং সুষ্ঠ নির্বাচন হচ্ছে। কিন্তু সেই তিনিই দুপুরের পরে বোল পাল্টালেন। না - খুব খারাপ নির্বাচন হয়েছে। আরে আমাদের কেন্দ্রেই খুব খারাপ পরিবেশ ছিল- এই হচ্ছে আমার দেখা চিলে কান নিয়েছে কাহিনী।

১০ ই মে, ২০১৫ রাত ১১:৩৩

কলাবাগান১ বলেছেন: বিনপির পোলিং এজেন্ট না থাকাতে ই কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে

৬| ১২ ই মে, ২০১৫ রাত ১:৫৬

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: লিখাটা পড়ে অনেক ভাল লাগলো। আপনার জন্য শুভ কামনা রয়লো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.