নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর ভন্ডামি

১৬ ই মে, ২০১৫ রাত ১:৫৩

বাংলাদেশের মাথাপ্রতি ইনকাম বেড়ে এখন প্রায় ১,৪০০ ডলার আর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সাড়ে ৬% । এই খবর টা প্রথম আলো কিছুক্ষনের জন্য নির্বাচিত পাতায় সামনে রাখে গতকাল। যখনই ৩-৪ জন সরকারকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করা আরম্ভ হল, তখনই পাঠক যাতে আর কমেন্ট না করতে পারে, খবরটাকে সরিয়ে ফেলল। আজ যদি ছাত্রলীগের একজন নেতা 'বেফাস' কোন কথা বলে, তখন সেই খবর টা কে লিড করে ১০০-২০০ কমেন্ট না পড়া পর্যন্ত্য সামনের পাতায় রেখে দেয় প্রথম আলো।


কোনটা বেশী ইমপোর্টেন্ট? বেফাস কথা না সমগ্র দেশের উন্নয়ন????

মন্তব্য ৪৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ রাত ১:৫৭

নয়া দাদা বলেছেন: জিডিপি ৬ % যেই সব দালালরা বলে টাডেরকে জিগাই , হাজার হাজার মানুষ তাহলে সাগরে ভাসে কেন ??

১৬ ই মে, ২০১৫ রাত ২:০১

কলাবাগান১ বলেছেন: পড়ালেখা তো এইট পাশ। আপনার দ্বারা জিডিপি/পারকেপিটা ইনকাম এগুলি বুঝার মত মগজ নাই।
মেয়ে মানুষের কেন চাকরী করা উচিত না, তাই নিয়ে পোস্ট দিন

২| ১৬ ই মে, ২০১৫ রাত ২:০২

কলাবাগান১ বলেছেন: খবরের Link

৩| ১৬ ই মে, ২০১৫ রাত ২:১০

নয়া দাদা বলেছেন: আওয়ামী চোরের দল, পার ক্যপিতা ইনকামের বাল ছাল দিয়া ডেশের মানুষ বাল ছিড়বো?? টোোর হাসিনা সরকার ১৫ হাজার টাকার বিনিময়ে মেয়ে সাপ্লাই দিতাছে সৌদি| আর হাজার হাজার বাংলাদেশী ৬ হাজার টাকা বেতনের আশার সাগরে ভাসে আর নিজের মুত নিজে খায়| ঐ বালের জিডিপি আর পার ক্যপিটা ইনকামের গাল গল্প বন্ধ কর | আর এইট-পাশ নাইন পাশ আমার লগে চোদাইবানা , ঠিকাছে ?? লাষ্ট ওয়ারনিং !

১৬ ই মে, ২০১৫ রাত ২:২০

কলাবাগান১ বলেছেন: সবাই দেখুক মুখের ভাষা

৪| ১৬ ই মে, ২০১৫ রাত ২:১২

নয়া দাদা বলেছেন: গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব সাংবাদিকদের জানান। তিনি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টিও অবহিত করেন
.!!

লোটাস কামালের দেয়া তথ্য-উপাত্ত যে আবাল বিশ্বাস করে টার মুখে আবার ৮ পাশ ৯ পাশ ???

১৬ ই মে, ২০১৫ রাত ২:২২

কলাবাগান১ বলেছেন: বিদ্যুতের খাম্বার আমলেই ভাল ছিলাম... রাজাকারদের গাড়ীতে পত পত করে বাংদেশের রক্তস্নাত পতাকা উড়ত....... বড়ই সৌন্দর্য্যের বিষয় ছিল

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ২:৩৬

নয়া দাদা বলেছেন: টপিকসে থাকোো, রাজাকার ডাইকা আইনা টাগোো লুংগির নিচে লোোকানোোর চেস্টা করবা না|

৬| ১৬ ই মে, ২০১৫ রাত ২:৪৬

মোহাম্মদ জামিল বলেছেন: আওয়ামীলীগ ভাই আপনার দেশের এত উন্নয়ন করছেন্ এক্বেবারে উন্নয়নের ঠেলায় বাংলাদেশ আর বাংলাদেশ নাই..ভারত হইয়া গেছে....জয় বাংলা স্লোগান না দিয়া জয় ভারত দাদাকি দেন...

১৬ ই মে, ২০১৫ রাত ২:৫২

কলাবাগান১ বলেছেন: এইট পাশ জামাতি-রাজাকারদের কাছে উন্নয়নের সংজ্ঞা হল দুই শব্দ: "বিদ্যুতবিহীন খাম্বা"

৭| ১৬ ই মে, ২০১৫ রাত ২:৫০

মোহাম্মদ জামিল বলেছেন: আওয়ামীলীগ ভাই আপনারা দেশের এত উন্নয়ন করছেন্ এক্বেবারে উন্নয়নের ঠেলায় বাংলাদেশ আর বাংলাদেশ নাই..ভারত হইয়া গেছে....জয় বাংলা স্লোগান না দিয়া জয় ভারত স্লোগান দেন.....

৮| ১৬ ই মে, ২০১৫ রাত ৩:০২

মোহাম্মদ জামিল বলেছেন: ভাগ্যিস আপনি বলেন নাই আমার এই পোষ্ট যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার জন্য দিছি :) আপনি দেখি আওয়ামী শ্রেনীর মধ্যে কিঞ্চিত উন্নতমানের

১৬ ই মে, ২০১৫ ভোর ৪:০৯

কলাবাগান১ বলেছেন: আপনি তো দেখছি জামাতি দের মধ্যেও একটু উন্নতমানের ....মেয়েদের কেন ঘরে থাকা উচিত তা নিয়ে ওয়াজ করা আরম্ভ করেন নাই

৯| ১৬ ই মে, ২০১৫ রাত ৩:১০

sdfsdfsdsdfsdfssdfeq বলেছেন: হুররে দেশ বড়লোক হইছে, লীগ নেতারা আর পা চাটা কুত্তাগুলি বড়লোক হইছে।
কিন্তু আমগো এই পোস্ট এর লেখক এখনো কিছু ভাগ পায় নাই। তাই কত কষ্ট করতাছে, সেই ভাগ পাওয়ার লাই!
জয় ভারত, জয় আওয়ামী লীগ।

যাই দেখি, কাচামরিচের দাম কত! সেইটাও কিনবার পারমু নি সেই কথা। খাইতে হবে তো কিছু।
অষ্টম ক্লাস পাস করা পুলা আমি। কি আর করা!

১৬ ই মে, ২০১৫ ভোর ৪:০৮

কলাবাগান১ বলেছেন: AT the end of the day, the per capita income is $1400 and the growth rate is 6.5%- despite the violence/rhetoric of jamati-rajakars

১০| ১৬ ই মে, ২০১৫ সকাল ৮:৫১

নয়া দাদা বলেছেন: ৬% জিডিপি আর সানি লিওন ভার্জিন একই কথা |

১১| ১৬ ই মে, ২০১৫ সকাল ৯:১৭

বিবর্ন সভ্যতা বলেছেন: বাংলাদেশে এতটাই উন্নয়ন হইছে যে, এখন আর কোন অপরাধের বিচারের জন্য কোর্ট পর্যন্ত যাওয়া লাগে না, পোলাপান দুষ্টামি করছে এটার আবার বিচার কি? B:-)
লীগে লীগে কামড়া কামড়ী কইরা প্রতিদিন কয়েকটা কইরা মরতাছে, তো জনসংখ্যা কমলে তো জি, ডি, পি বারারই কথা। B-) ছাত্রলীগের পোরাপানের সেক্স করার ইচ্ছা হইলে বিয়া করন লাগে না, যারে মন চাই র্ধষন করলেই হল, এত সহজ সিস্টেম যারা বানাইছে তাগো উন্নয়ন কেডা ঠেকাইবো.? =p~
ঐ মিয়া অল্লাহ মাথা দিছে একটু খাটান, আর কত উট পাখির মত মাধা গুইজা থাকবেন। অন্ধ অনুকরন ছেড়ে লজিকাল হন। সবশেষে আমি জানি আমারে ও অাপনাগো মুখের বুলি রাজাকার ট্যাগ দেয়া হবে..।।
এইসব গদবাধা হাবিজাবি বাদ দিয়া একটু আলাদা কিছু চিন্তা করেন।

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪৫

কলাবাগান১ বলেছেন: আপনাদের কাছে উন্নয়ন তো হল বিদ্যুতবিহীন খাম্বা.. উন্নয়ন হল আল্লাহ হু আকবর বলে হাতের কবজি কাটা, উন্নয়ন হল দএশের টাকা বিদেশে পাচার করা যেটা আবার দেশে ফেরত আসে..... দুই ভাই এমনই দূর্নীতি করল যে বিদেশী বিশ্ববিদ্যালয়ে কেইস স্টাডি হিসাবে ব্যবহার হয়..... এফবিআই এর ওয়েব সাইটে যান যেখানে আপনার উন্নয়নের কান্ডারী গুনকির্তন লিখা আছে আবার বলেন না যে আওয়ামী সরকার এফবিআইকে পয়সা দিয়ে এই টাকা পাচারের খবর তাদের ওয়েব সাইটে প্রকাশ করিয়েছে

১২| ১৬ ই মে, ২০১৫ সকাল ৯:২৮

সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: ডাকাইতেরে ডাকাইতে মারে। আওয়ামীলীগ ডাকাত, বিম্পি,ডাকাইত, জামাত ডাকাইত। কেউ কম কেউ বেশী। ভিক্টিম আমরা। প্রথম আলো নাইবা বললাম পা চাটা কুত্তা।ও
সবই এক। ফালাইয়া লাভ নাই

১৩| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:২৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমাদের সমস্যাটাই এখানে.......ভালোরে ভালো বলতে ভালো লাগেনা.........। হ্যাঁ বাস্তবতা হলো বাংলাদেশ বিশ্বের টপ ৩০টি দেশের মধ্যে একটা যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে ভালো........তবে সেটা সরকারের সাফল্যের চেয়েও আসল অবদান হলো দেশের জনগনের।
রাজনৈতিক কারনেই দেশের প্রতিটি জিনিষই বিভক্ত.......হাসিনার ভালো জিনিষ অন্যদের কাছে টক লাগবে.........কিন্তু তাদের দলের কেউ বায়ু ত্যাগকরলেও সেটা তাদের জন্য পারফিউম......একই ভাবে অন্যদের অবস্থাটাও সমান।



১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭

কলাবাগান১ বলেছেন: উড়াল সেতু ও জনগন বানায়। পদ্মা সেতু ও জনগন করে..। ১০০০০ মেগাওয়াট বিদ্যুত জনগন করে। ঢাকা-চিটাগাং হাইওয়ে চার লেন জনগন করে, দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ন ও জনগন করে।

১৪| ১৬ ই মে, ২০১৫ সকাল ১০:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: জানিনা কবে থেকে প্রথম আলো পড়ছেন, তবে গত কয়েকদিনে তাদের নির্বাচিত অংশে খবরটি ছিল না।
তারা যা ভাবে করতেই পারে, কিন্তু আপনিতো পারেন না।
কই ছিলেন প্রথম-আলো যখন আনিসুল হকের নির্বচনী প্রচারণার কাজে নেমেছিল?

১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: খবরের লিং দিয়েছি তাতেই দেখুন কতক্ষন নির্বাচিত পাতায় ছিল। ছাত্রলীগ বায়ু ত্যাগ করলেও অন্তত ১০০ কমেন্ট না পড়া পর্যন্ত্য রেখে দিবে সামনের পাতায়।

১৫| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৪৪

আজকের বাকের ভাই বলেছেন: কিভাবে বুঝলেন লেখাটি নির্বাচিত অংশে ছিল?
প্রশ্ন নয়, আমি বুঝতে পারিনি তাই একটু জানান জন্য।

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:০১

কলাবাগান১ বলেছেন: প্রথম আলোর প্রথম পেজে নির্বাচিত ট্যাবে ক্লিক করার পর চার-পাচটা খবর থাকে। সবার নীচের খবরের পাশেই আরেকটা বাটন আছে- সকল নির্বাচিত। সেই বাটনে ক্লিক করলেই গত কয়েকদিনের নির্বাচিত খবরগুলি দেখায়। আপনি আমার দেওয়া উপরের লিং এ গিয়ে দেখুন ৪ টা কমেন্ট হওয়ার পর আর কোন কমেন্ট করা হয় নাই

১৬| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৬

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: মানুষের পকেট কেটে ব্যবসা পসরা ভালই করছে সরকার দেশে।

১৭| ১৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪৮

বিবর্ন সভ্যতা বলেছেন: এক তো পাইছেন খালি খাম্বা খাম্বা করবার অভ্যাস। খাম্বার রাজনীতি যারা করছিল তাদের তো খাম্বা পিছন দিয়া দিতে মন চাই।
পাশাপাশি আপনেরেও কারন ঐগুলা ছিল আবাল আর আপনেরা হইলেন বলদ।

এই সব বলদ আর আবাল গো ছাইরা অন্য কিছু চিন্তা করেন । বি এন পির কামকাজ নিয়া যদি কেস স্টাডি হয়, তবে ছাএলীগের কাম কাজ নিয়া কিছুদিন পরেই একটা নতূন ডিপার্টমেন্ট খুলব।
এখনও সময় আছে নিজের দেশকে ভালবাসুন কোন আধা পাগল রাজনৈতিক দলকে নয়।

১৮| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:২৭

নয়া দাদা বলেছেন: খাম্বা খাম্বা কইরা পদ্মা সেতুতে চুরিতে ধরা পইরা "বিশ্ব চোর" হওয়ার পরও আওয়ামী বলড গুলার কোন শরম নাই|
কুইক রেন্টালে কুইক লুট-পাট|
সোনালী ব্যংক লুট|
ভিওআইপি লুট|
গত কাল চিটাগাংয়ে ব্যংক ডাকাতি ও খুন |
ভোট ডাকাতির নয়া রেকর্ড দেশবাসী খুব ভাল করে দেখটে পেয়েছে |

১৭ ই মে, ২০১৫ রাত ২:১৮

কলাবাগান১ বলেছেন: নিজেরা চোর দেখেই অন্যকেও চোর ভাবেন। বিশ্বব্যাংক প্রমান নিয়ে আসুক কিভাবে টাকা দেওয়ার আগেই দূর্নীতি হয়েছে। মনে জোর আছে বলেই এই সরকার বিশ্বব্যাংকের চোখে চোখ রেখে বলতে পেরেছে যে দরকার নাই আপনার টাকার.... নিজের টাকায় পদ্মা সেতু বানাবো এবং তা এখন বানানো হচ্ছে। বসে থাকুন যখন বানানো হবে তখন ফাটল খুজতে নামিয়েন যাতে কোন ক্ষুত বের করা যায় অথবা রাগ করে ঐ সেতু ইউজ না করলে ও চলবে।

১৯| ১৭ ই মে, ২০১৫ রাত ১২:২২

ইসটুপিড বলেছেন: আপনের বুঝায় খানিকটা ভুল হইছে। দলকানা কয়েকজনের প্রশংসার লিগা নিউজ সরায় নাই। পুত্তুমালুর নিজেগর একটা সুশীলতা োদানির স্টাইল আছে, এর বাইরে কেউ কমেন্ট করলে হেরা কমেন্ট হয় পাবলিশ করে না, আর নাইলে মডারেট কইরা নিজেগর সুশীল স্টাইলে চেন্জ কইরা পাবলিশ করে। মনে হয় সুশীলতার উপর বেশি হামলা চালানো কমেন্ট আসতেছিল, অবস্হা খারাপ দেইখা মডারেটর নিউজ সরায়া দিছে। হেরা সুশীলতা খুজে, লীগ/জামাত কাউরেই পুছে না সুশীলতার কাছে।

২০| ১৭ ই মে, ২০১৫ রাত ১২:৫২

তিক্তভাষী বলেছেন: আপনি বলছেন "যখনই ৩-৪ জন সরকারকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করা আরম্ভ হল, তখনই পাঠক যাতে আর কমেন্ট না করতে পারে, খবরটাকে সরিয়ে ফেলল।"

আমারতো মনে হচ্ছে প্রথমআলোর পোষা আওয়ামী চামচা দু'চারজনের 'ইমতিয়াজ' মার্কা কমেন্ট পাবলিশ হওয়ার পর প্রকৃত পাঠকদের নিন্দা আর কটুক্তির বান শুরু হওয়াতে তারা ঐ খবর সরাতে বাধ্য হয়েছে। লক্ষ্য করলে দেখবেন ঐ পেপারের সবগুলো আলোচিত খবরের প্রথম ৪-৫ জন কমেন্টকারী প্রথমআলোর পোষা আওয়ামী চামচাগুলো।

২১| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:০৬

চাঁনপুইরা বলেছেন: "খুবই গুরুত্বপূর্ণ" পোস্ট টি পড়ার পর মন্তব্য গুলি পড়তে মনে হল কিছু বলি। ১৭ এবং ১৮ নং মন্তব্যে এসে দেখলাম ঠিক যে ভাবে ভাবছিলাম তার কিছুটা ঐ দুটি মন্তব্যে বলা হয়েছে , ধন্যবাদ এই জন্য , মন্তব্য কারীদের।
এই বার লেখকের কাছে --
প্রশ্ন একঃ নির্জন পার্কে আচমকা পুলিশ অভিযানে বান্ধবী বা সঙ্গিনীর সাথে অত্যন্ত আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ২০/২২ বছরের দুই তরুন। থানায় নিয়ে পরবর্তীতে এদের পরিচয় উদ্ধার করা হলে জানা গেল দুজনই ছাত্র এবং এদের একজন পড়ে ঢাকার আলিয়া মাদ্রসায় আরেকজন পড়ে বেসরকারি কোন বিশ্ববিদ্যালয়ে। আইনের দৃষ্টিতে তারা খুব বড় অপরাধ না করলেও আমাদের দেশের সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি তারা একই অপরাধে অপরাধী হয় সে ক্ষেত্রে আপনি কাকে বেশী অপরাধী মনে করেন ?
প্রশ্ন দুইঃ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার তথাকথিত "স্বপক্ষ "শক্তিও দেখলাম আবার এর "বিরোধী" শক্তিও দেখলাম, দুই দল পালাবদল করে ক্ষমতায় আসল গত ২০/২৫ বছর ধরে। আর প্রতিবারই দেখলাম একই প্রতিযোগিতা, সেটা হল লুঠ পাট আর দুঃশাসনে যে করেই হোক আগের সরকারকে অতিক্রম করতে হবে। তো প্রশ্ন হল আকাম কুকামে যদি দুই পক্ষই সমান হয় তাহলে – মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ও দেশ প্রেমিকের দাবীদারেরা তাদের মিথ্যা আর ভণ্ডামির জন্য কি বেশী অপরাধী না ?

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:৪২

কলাবাগান১ বলেছেন: এখন যদি চুরি হয় তাহলে তখন ছিল পুকুর চুরি। লেসার অভ দ্যা টু ইভিলস

২২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৮:১০

চাঁনপুইরা বলেছেন: এখন "যদি" চুরি হয় বলতে কি বোজাচ্ছেন ? স্পষ্ট করে বলবেন বর্তমান সরকারের আমলে চুরি হচ্ছে কি না এবং এই সরকারের আগের আমলে চুরি হয়েছিল কি না ?

২৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ৮:৩৯

ইমোশনাল কিলার বলেছেন: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কি মজা! এখন আর ভারত থাইল্যান্ড থেকে চাল আমদানি করা লাগবেনা।
ওহ হ্যাঁ। আমরা তো দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও চাল রপ্তানি করি।
দেশে এতই উন্নয়ন হয়েছে যে, উন্নয়নের জোয়ারে ভেসেই মানুষ গুলা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাগরে চলে গেছে।
ছোট লোক গুলা বুঝেনা এদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এদেশে এখন ঘরে ঘরে চাকরী। হুদাই ছোট লোক গুলা সাগর পাড়ি দেয়।

(ভাইজান, খালি বিদ্যুতের খাম্বা টাইনা আনেন ক্যান বারবার? পাব্লিক ত্যানা পেচাইতেছেন কইব তো।)

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কলাবাগান১ বলেছেন: এইট পাশের তো ইকনমিক্স বুঝার কথা না। মুক্তবাজারে কারা চাল আমদানী করছে???? অসাধু ব্যবসায়ী রা সস্তার নিম্নমানের চাল ভারত থেকে আমদানি করছে লাভের আশায়। তা বন্ধ করার জন্য যে সরকার ১০$ ট্যারিফ বসায়েছে তা কি বুঝেন??? সরকার কোন চাল আমদানী করে নাই

২৪| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:২৭

নয়া দাদা বলেছেন: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ????!!! গত মাসেও বাংলাদেশ চাল আমদানী করছে কেন তাহলে ??

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কলাবাগান১ বলেছেন: এইট পাশের তো ইকনমিক্স বুঝার কথা না। মুক্তবাজারে কারা চাল আমদানী করছে???? অসাধু ব্যবসায়ী রা সস্তার নিম্নমানের চাল ভারত থেকে আমদানি করছে লাভের আশায়। তা বন্ধ করার জন্য যে সরকার ১০$ ট্যারিফ বসায়েছে তা কি বুঝেন??? সরকার কোন চাল আমদানী করে নাই

২৫| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৩৩

নয়া দাদা বলেছেন: মোহাম্মদ পুরে ছোট একতা মেয়েকে ধর্ষন শেষে মেরে ফেলছে, লীগের গুন্ডারা | নব বর্ষের শত শত ধর্ষন করেছে লীগ, আর জগন্নাথের শিক্ষিকাকে যৌন নির্যাতন করছে লীগ| আমলীগই পারে, আমলীগই করবে .. ধর্ষনের সেন্চুরী করতে |||

২৬| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:০২

মুহাম্মাদ আসাদুল্লাহ্ বলেছেন: দলকানা লিগার, দলকানা বিম্পি, দলকানা জামাতি। সব দেশের জন্য ক্ষতিকর। ছাত্রলিগ তো আরও.।

২৭| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩৭

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: দল আর লীগগুলো শিক্ষিত, সচেতন পাবলিকগুলোর মাথা খাইছে।

২৮| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬

ইমোশনাল কিলার বলেছেন: হ দাদা ভাই। হুনেন নাই? সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে আমাগো প্রধানমন্ত্রী কইছে, আমরা এখন চাল রপ্তানি করি।

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কলাবাগান১ বলেছেন: এইট পাশের তো ইকনমিক্স বুঝার কথা না। মুক্তবাজারে কারা চাল আমদানী করছে???? অসাধু ব্যবসায়ী রা সস্তার নিম্নমানের চাল ভারত থেকে আমদানি করছে লাভের আশায়। তা বন্ধ করার জন্য যে সরকার ১০$ ট্যারিফ বসায়েছে তা কি বুঝেন??? সরকার কোন চাল আমদানী করে নাই

২৯| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

কলাবাগান১ বলেছেন: আজকের প্রথম আলোর ভন্ডামি আরো ভয়াবহ। কাদেরকে নির্যাতন কারী পুলিশের ওসি কে তিন বছরের জেল হল, সেই খবরে কোন মন্তব্য করার অপশন দিল না কিন্তু আইজির আট লক্ষ টাকার ঘোষনাকে রিডিকিয়ুল করা ৫০-৬০ টা কমেন্ট অলরেডী ছাপা হয়ে গেছে

৩০| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

কলাবাগান১ বলেছেন: আজ আদালত ফাইন করল প্রথম আলোকে গার্মেন্টেস এর বাথরুমে বাচ্চা হওয়ার মিথ্যা সংবাদ প্রচার করাতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.