নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর আরো ভন্ডামি

২৭ শে মে, ২০১৫ রাত ২:৫১

ছুটি না পাওয়াতে গার্মেন্টস কর্মীর টয়লেটে বাচ্চা প্রসবের ভুয়া খবর বানিয়ে প্রথম আলো দেশে চান্চল্য সৃস্টি করে। এরা সারাক্ষন আছে কিভাবে দেশে অরাজকতা সৃস্টি করা যায়। গরু না থাকার জন্য নিজের কাধে জোয়াল নিয়ে কৃষকের ভুয়া ছবি ছাপতে ও এদের গা কাপে না আবার বলে বদলে যাও। নিজেরা বদলায় না। আজকের শিরনাম গুলি দেখুন??? যেভাবে ই হোক সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মরনপন অভিলাশের জন্য সবই সরকারের ক্ষুত ধরে হেডিং। ছাত্রলীগের ছেলে কুকাম করতে গিয়ে ধরা খেলে লাল কালিতে ২০ পয়েন্টের হেডিং কিন্তু দেশের মানুষ ভাল কিছু অর্জন করলে সে খবর যায় ভিতরের পাতায়।

দেখুন আজকের হাইকোর্টের রায়

http://www.ittefaq.com.bd/wholecountry/2015/05/26/23317.html

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ সকাল ৮:৩৬

আহমেদ রশীদ বলেছেন: পত্রিকাটির ব্যবস্থাপন পর্ষদ নিজেদের সর্বেসর্বা মনে করে। তাদের বিরুদ্ধে কোন যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে আজ মাথায় চড়ে বসেছে।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৪

কলাবাগান১ বলেছেন: এরাই ১৯৭৩ -৭৪ সনে বাসন্তির গায়ে জাল জড়িয়ে ছবি তুলে প্রপাগান্ডা চালিয়েছিল

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: এই খবরের উপর একজনের কমেন্ট
http://www.banglanews24.com/fullnews/bn/396314.html

"এতো কিছুর পরও প্রথম আলোর সাংবাদিকরা পদ্মা সেতুর কোন নির্মান কাজ দেখতে পান না।কয়েক দিন আগে প্রথম আলো এক সংবাদিক আক্ষেপ করে লিখেছে যদি পদ্মা সেতু হয় তবে, মওয়া ফেরি ঘাট বন্দ হয়ে যাবে, তাতে করে ফেরি ঘাটের হোটেলে "ইলিশ মাছ ভাজা" খাওয়া বন্দ হয়ে যাবে। তাই ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য সেতু না হওয়াই ভালো। হায়রে প্রথম আলো ... কোন পথে চলছে পত্রিকাটি।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.