নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মাতাল এমপি

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৬




এই মাথা নিচুতা কার কাছে?? ছোট বালক শাহাদাতের কাছে। মাতাল এম পির এলাকার এক ছত্র শাসন , 'সামান্য' বালকের কাছে পরাজিত। মাতাল এমপি পরিবার সহ এলাকা ছাড়া। নিজের বাড়ীর উঠানে গাড়ীটা পড়ে আছে... বাড়ীতে তালা..... অবৈধ কাজের জন্য যে সাহস উনি পেতেন বন্দুক থেকে সেটাও বাজেয়াপ্ত। উনার গ্রেফতার না হওয়াতে কত কমেন্ট কত পোস্ট

তারপর জামাতি-রাজাকার দের বংশ ধর রা এনিয়ে বিনিয়ে দেশে কোন আইনের শাসন নাই বলে পোস্ট দেন
এখন বলবেন লোক দেখানো .......। জামাতি রা হল এই ধরনের লোক যারা বলে এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না... ভর্তি হলে বলে পাশ করবে না, পাশ করলে বলে যে চাকরী পাবে না


এই এম পি যে ভাবে মাথা নোয়ালো এর পরেও কি তার কোন ভবিষ্যত আছে??

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:

ক্রস ফায়ার!

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৯

কলাবাগান১ বলেছেন: শাহাদাত কে দিয়ে উনার পায়ে গুলি করা হোক

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন:

এই এম পি যে ভাবে মাথা নোয়ালো এর পরেও কি তার কোন ভবিষ্যত আছে??

রাশার বিষয় হল বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে। এ সমস্ত এম, পি,'দের ভবিষ্যত প্রায় শুন্যের ঘরে।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০০

কলাবাগান১ বলেছেন: এই সচেতনার জন্যই জাতীয় দলের খেলোয়াড় হয়েও শাহাদাতকে 'সামান্য' কাজের মেয়ের কাছে পরাজিত হয়ে এখন জেলের ভাত খাচ্ছে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪২

বিষন্ন পথিক বলেছেন: বাকি দেশের লোক তো দুরের কথা, সেও নেক্সট ইলেকশনের দল থেকে নমিনেশন পাবে, ওনার এলাকার লোকই আবার ওনাকে ভোট দেবে, কারন আমরা এমনই, আমরা এমনই করব

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৯

কলাবাগান১ বলেছেন: এবার তো পায়ে গুলি ছিল, আবার নির্বাচিত হলে তো এই লোক মাথায় গুলি করবে.....এলাকার লোক যদি তাই চায়, তাহলে আমি এই দেশের কোন আশা দেখি না।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩১

রোষানল বলেছেন: বালের এক এম পি কে ধরতে সাত নদীর ঘাট ঘোলা করে ছেড়েছে আম্লিগ X(

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪০

কলাবাগান১ বলেছেন: দেরীতে হলেও (আইনের শাসনের ফলে), জর্জ মিয়ার মত কাউকে ধরে নাই

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: এমপি গ্রেফতার শুনতে কেমন শোনায় না? এমপিরা এদেশের আইন প্রণয়ন করেন তারাই যদি গুলি করেন তাহলে আইনের শাসন থাকে কি?

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: আমাদের দেশে রাস্ট্রপতি এরশাদ ও গ্রেফতার হয়েছিল

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

ভিটামিন সি বলেছেন: দাদা, বিশ্বজিৎ হত্যার বিচারের কি খবর? সাগর-রুনির ছেলে মেঘ বড় হয়ে গেছে। মহিলা এমপির ছেলে বখতিয়ার কিন্তু আরামেই আছে। সেণ্চুরিয়ান মানিক কোথায়? তাহেরপুত্র রাস্ট্রপতির অনুকম্পায় খালাস। জয়নাল হাজারী এখন হাজী। আরো আছে, মনে পড়তেছে না।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: গননা করতেই থাকুন.....৩০ জন গ্রেনেড দিয়ে হত্যা করার পর দিন মুজুর জর্জ মিয়াকে যারা গ্রেপ্তার করে, তারা আবার কোন মুখে বিচার হীনতার কথা বলে!!!!

যে বিচার আগে কখনও হত না সেগুলি এখন চালু হচ্ছে.......

৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনার ভবিষ্যৎ ফকফকা !!
এই সরকারের আমলে , এম পি হতে ভোটের দরকার হয়না ।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: সময়ই বলবে উনার ভবিষ্যত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.