নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হাসিনা পুত্র জয়ের ভেন্চার ক্যাপিটাল

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

জয়ের ফেইলড স্টার্ট আপ কোম্পানীকে নিয়ে ব্লগে/ফেইস বুকে টিটকারীর ছড়াছড়ি। কারা টিটকারী দিচ্ছে তাদের ফলো করে দেখলাম যে বেশীর ভাগই স্টার্ট আপ কোম্পানী কিভাবে স্টার্ট হয় বা ফেইল করে তা না বুঝেই গলা উচিয়ে ব্লগ কাপানি পোস্ট/কমেন্ট প্রসব করছেন। একজন সরব ব্লগারকে কে দেখলাম অশ্লীল ভাষায় আক্রমন করছেন আর বলছেন যে আমরা কি জানি না কিভাবে এত টাকা তার কোম্পানি ভ্যান্চার ক্যাপিটাল হিসাবে আরম্ভ করে। উনি ভ্যান্চার ক্যাপিটাল বলতে কি বুঝায় তা না বুঝেই সরব গলায় আক্রমন করে যাচ্ছেন। পয়সা দিয়ে হার্ভাড থেকে ডিগ্রী কিনা গেলে তো আজ ঘরে ঘরে হার্ভাডের ডিগ্রীধারী থাকতো।
এরা এসব বুঝবে কিভাবে.......পড়ালেখা তো এইট পাশ........ ভ্যান্চার ক্যাপিটাল বানান করতে ই পারবে না আবার এর অর্থ বুঝবে!!!!! সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ স্হাপন করার মত হয়ত বিদ্যাই নাই কিন্তু সমালোচনার পরিমান দেখে মনে উনারা এরকম ৫/৬ টা কোম্পানী সিলিকন ভ্যালিতে স্হাপন করেছেন।

এরাই সরব আবার ধর্ম যার যার উৎসব সবার শ্লোগানে এলার্জি তে ভুগতে......... এরাই আবার আক্রমন করে পোস্ট দেয় সেকুলারিজম কে ভন্ডামি বলে পোস্ট করে......... কিন্তু ইনারাই সেই গোত্রের লোক যারা যখন মসজিদ না থাকাতে প্রিস্ট দের পৃস্টপোষকতায় চার্চে জুমার নামাজ পড়ে কিন্তু যখন মসজিদ হয় আর প্রিস্ট যদি মসজিদে আসতে চায় তখন সমস্বরে বলে উঠেন যে ইহুদি/নাসারা মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে। এরা তারাই যারা মসুলমানের থেকে দানকৃত জমিতে মন্দির বানাবে কিন্তু মসুলমান গরু খেলে মুখে কালি/হত্যা করতে ও দ্বিধা করে না.... এরা তারাই যারা হোমলেস শেল্টার বানায় আর নাম দেয় মুসলিম/হিন্দু হোমলেস সেন্টার... এরা তারাই যারা বিদেশে ভিক্ষা দেওয়ার সময় চিন্তা করে কাকে ভিক্ষা দিলাম খ্রীর্স্টান নাতো.........

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


খালেদা পুত্রদের 'স্টার্ট-আপ" দেখার পর, হাফিজ আসাদের পুত্র বাশারের কান্ড দেখার পর, শেখ হাসিনা পুত্রকে বুঝতে হবে, কি স্টার্ট আপ করা দরকার; সময় জয়ের বিপক্ষে, আশে পাশের উদাহরণ খারাপ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

কলাবাগান১ বলেছেন: আমি শিক্ষিত দের পক্ষে

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

কলাবাগান১ বলেছেন: আজ দেখলাম এরাই আবার মুসফিকের বিজয়ার অভিনন্দন জানানো পোস্টে কুরুচিপূর্নভাবে আক্রমন করতে

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:২২

চলন বিল বলেছেন: এরা তারাই
কারা তারা?
তারাই এরা
এরা যারা
যারা কারা?
তারা যারা
কারা কারা
তারা তারা
যারা যারা

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৬

বিপরীত বাক বলেছেন: লেখক বলেছেন: আমি
শিক্ষিত দের পক্ষে।

রাইট। আই লাইক ইট।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩

কলাবাগান১ বলেছেন: কথা সেটাই

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

কিরমানী লিটন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


খালেদা পুত্রদের 'স্টার্ট-আপ" দেখার পর, হাফিজ আসাদের পুত্র বাশারের কান্ড দেখার পর, শেখ হাসিনা পুত্রকে বুঝতে হবে, কি স্টার্ট আপ করা দরকার; সময় জয়ের বিপক্ষে, আশে পাশের উদাহরণ খারাপ।

তাকে মূল্য দিতে হবে,অনেক ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.