নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

কলসুন্দরের মেয়েরা-Bend it like Beckham

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

আজকের গুগুল নিউজ ফিডের একটা বিরাট অংশ জুড়েই ছিল প্রথম আলোর রিপোর্ট করা কলসুন্দরের মেয়েদের ফুটবল খেলা নিয়ে। ফ্রান্সের টিভি থেকে ইংল্যান্ডের গার্ডিয়ান bend it like beckham পত্রিকা, পাকিস্হান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া... সব দেশের নিউজ পোর্টাল গুলি ফ্রান্সের বিখ্যাত সংবাদ সংস্হা এ এফ পি এর করা খবর টা কে লুফে নিয়েছে......
ময়মনসিংহের 'অজপাড়াগা' জগৎ খ্যাতি পাচ্ছে... যেখানে কুসংস্কার এর বাধা পেরিয়ে বিশ্বে তাদের নিয়ে এত খবর হচ্ছে.... বিশ্বাস ই হচ্ছে না।
জাতীয় দলে (বোধহয় আন্ডার ১৬) তাদের গ্রামের ই ১০-১১ জন খেলছে...।কল্পনা করা যায়???

যেখানে বিশ্বে বাংলাদেশের পুরুষ দলের রেন্কিং ১৭৮ সেখানে মেয়েদের রেন্কিং ১২৮... ওয়ে টু গো

আমি আশা করব যাতে এই মেয়েগুলি কোন প্রকার সামাজিক চাপ ছাড়াই তাদের এই প্যাশান কে আগিয়ে নিতে পারে.......।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

সাদী ফেরদৌস বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য :) :) খবরটি পড়ে ছিলাম প্রথম আলোয় ।

জ্ঞান বিজ্ঞান আর খেলাধুলার এভারেস্ট এ উঠে যাক প্রিয় স্বদেশ ।

বঙ্গবন্ধুর স্বপ্নের জয় হোক ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

যোগী বলেছেন:
এমনকি এই গ্রামের মেয়েরা টিভিতে খেলা পর্যন্ত দেখতে পারেনা। তাদের গ্রামে ইলেক্ট্রিসিটি নাই।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুপ্রভাত বন্ধুবর। :)

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: Let's agree to disagree on our political parties. It is OK to to have different opinions in a democracy.

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: Let's agree to disagree on our political parties. It is OK to to have different opinions in a democracy.
পয়েন্ট টেকেন এন্ড এগ্রিড.ড্রীমড্‌ টু ওয়াক অন দ্য সেইম প্যাথ টুগেদার হেভিং ডিফরেন্ট অপিনিয়ন এন্ড থটস্.সে নো টু ব্লাডি রটেন পলিটিকস্‌.

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কলসুন্দরের মেয়েদের অভিনন্দন!
সুধু কলসুন্দরের মেয়েরা না কুসংস্কার এর বাধা পেরিয়ে সব জেলার মেয়েরাই এগিয়ে যাক।
হেফাজতি ছাগুদের ফতোয়ার আগেই।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

কলাবাগান১ বলেছেন: That's right

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৪

বাংলার ফেসবুক বলেছেন: যেখানে বিশ্বে বাংলাদেশের পুরুষ দলের রেন্কিং ১৭৮ সেখানে মেয়েদের রেন্কিং ১২৮... ওয়ে টু গো

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

কলাবাগান১ বলেছেন: ওয়ে টু গো

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

জে.এস. সাব্বির বলেছেন: যেখানে বিশ্বরেংকিয়ে বাংলাদেশের পুরুষ জাতীয় দলের অবস্থান ১৭৮ ,সেখানে কলসুন্দরের মেয়েদের রেঙ্ককিং ১২৮ ।.... ওয়ে টু গো

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর

৯| ০১ লা মে, ২০১৬ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: তাজিকস্হানকে ও ৯-১ গোলে হারালো...ওয়ে টু গো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.